পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ইংলিশ কনসালের বাড়ির নৃত্যোৎসব তোমার মনে আছে ? যেখানে আমরা গিদেীর সঙ্গে গিয়েছিলাম ?” এমা ফল্গুচালিতের মত বলিলেন, “হঁ্যা বাবা ।” বৃদ্ধ হাসিয়া বলিলেন, “তোমরা যে বাগদত্ত হয়েছ তা আর সেখানে কাউকে বলে দিতে হয়নি, তোমাদের চেহারা দেখেই সবাই বুঝেছিল।" গিদে। হাসিয়া বলিলেন, “তা বোঝা গিয়েছিল বটে ।” এমার পিতা বলিলেন, “তোমাদের পরস্পরের প্রতি এই রকম প্রগাঢ় প্রেম যেন চিরদিন থাকে, এই প্রার্থন করি।” গিদে বলিলেন, “সেই আশাই করি।” বৃদ্ধ চলিতে চলিতে একটা ঘরের সামনে দাড়াইয়া জিজ্ঞাসা করিলেন, *এ-ঘরে কি হয় ? এটা বন্ধ যে ?” এই ঘরটিতে গিদে আজকাল শয়ন করিতেন, এমা ইহাতে প্রবেশ করেন নাই । তাহার পিতা যে প্রত্যেকটি ঘর দেপিতে চাহিবেন, তাহ তাহারা মনে করেন নাই । গিদে। কি বলিবেন ভাবিয়া পাইতেছেন না দেখিয়৷ ভাড়াতাড়ি বলিলেন, “এটা বাড়তি শোবার ঘর বাবা ।” বৃদ্ধ বলিলেন, “ও, আমি রাত্রে থাকতে পারলে তাহ’লে আমাকে এই ঘরটা দিতে ? দুঃখের বিষয় আমি কিছুতেই থাকতে পারব না।” 'গিদে বলিলেন, “আপনি একদিনও থাকতে পারলেন না, এতে আমরা বাস্তবিকই বড় দুঃখিত হয়েছি।” “আচ্ছ, আর এক সময় এসে থাকা যাবে। এবার ঘরটাই দেখে মনের খেদ মিটই । দরজাটা খুলে দাও ত ।” এমা বলিলেন, “কিন্তু বাবা—” তাহার পিতা বলিলেন, “ঘরখানা গুছনে নেই, এই ত বলতে চাও? তাতে কিছু এসে যায় না।” গিদে দেখিলেন বুদ্ধকে বাধা দেওয়া বৃথা, তিনি সাহসে ভর করিয়া দরজটা খুলিয়া দিলেন। বুদ্ধ ঘরে ঢুকিয়া বলিলেন, "ভারি স্বন্দর ঘর। কেন, বেশ ত গুছানো রয়েছে ? এই যে এমার ছবি । গিদে। নিশ্চয় এটি এখানে রেখেছে, আমাকে খুশি করবার জন্তে । এম! চিরন্তনী 830 AM MM SAAAAAS SASAAAA AAAA SAAAAAMAMAMAMAMAMAMAMAAA AAAAS ধন্যবাদ । তুমি যে মনে করে এটি করেছ, এতে আমি ভারি খুশি হয়েছি।” তাহারা আবার ফিরিয়া গিয়া বসিবার ঘরে বসিলেন। ऋांशैौ-कौ छ्छम८कहे च्षऊाख श्रछभनछ cनथाहे८उझिल । এমার পিতা যদি অত্যস্ত সরলপ্রকৃতি না হইতেন, তাহা হইলে তিনি নিশ্চয়ই কিছু সন্দেহ করিতেন । কিন্তু তাহার সেদিকে দৃষ্টিই ছিল না। বসিয়া তিনি বলিলেন, "এমন সুন্দর বাড়ি ছেড়ে বার-বার তোমাদের চলে যেতে হবে, বড় দুঃখের বিষয় ।” এম বিস্মিত হইয়া বলিলেন, “সে কি বাবা ?” র্তাহার পিতা বলিলেন, “গিদো যদি প্রতিনিধি নির্বাচিত হন, তাহ’লে তাকে বছরের ভিতর ছয় মাস রোমে গিয়ে থাকতে হবে । তখন তোমাকেও ত আর তিনি একলা মিলানে রেখে যাবেন না ? তোমাদের দুজায়গায় দুটো বাড়ি করতে হবে আর কি ? তোমাদের খুবই জালাতন হ’তে হবে, কিন্তু আমার একটু স্থবিধে হবে । তোমরা যতদিন রোমে থাকবে, আমি তোমাদের খুব ঘন ঘন দেখতে পাব, কারণ রোম থেকে নেপলস খুব কাছেই।” এমার পিতাকে ষ্টেশনে গিয়া ট্রেনে তুলিয়া দিয়া স্বামীস্ত্রী আবার গাড়ীতে চড়িয়া বসিলেন । দুইজনেই যেন স্বস্তির নিঃশ্বাল ফেলিয়া বাচিলেন । অভিনয় শেষ হইয়া গিয়াছে, এখন তাহার যে যাহার সাধারণ জীবনযাত্রার ভিতর ফিরিয়া যাইতে পারিবেন। এমা জানালা দিয়া বাহিরে চাহিয়৷ রছিলেন, এবং গিদে। নীরবে বসিয়া রহিলেন । হঠাৎ গিদোর হাত তাহার পত্নীর অঙ্গে ঠেকিয়া গেল । গিদে বলিলেন, “কিছু মনে করে না ।” এমা গভীরভাবে বলিলেন, “না মনে আর কি করব ?” ॐांशबा ८षन चङि' नूरुग्नब्र भाशय ! अथळ झणप्नब्रहे মনের ভিতর সারাদিনের ঘটনাবলী ক্রমাগত ঘুরিতেছিল। পরম্পরকে কি তাহারা বলিয়াছিলেন, কখন কোন ভাব তাহাজের মনে আসিয়াছিল ।