পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8లిy . ." হওয়া কোন জাতি-বিশেষের নিজস্ব নহে। চেষ্টা করিলে ও শিক্ষণ পাইলে সকল জাতির লোকই উৎকৃষ্ট যোদ্ধা বা সাহসী শক্তিমান হইতে পারে। প্রমাণ-স্বরূপ বলা ইকানাইলাল মুখোপাধ্যায়—বাঙালী ব্যারাম-সাধক যাইতে পারে যে, ভারতেই ইংরেজরা এদেশীয় বহুজাতিকে কখন যোদ্ধা জাতি বলিয়া প্রমাণ করিয়াছে এবং কখন-বা নিজ স্বাথানুসারে আবার তাহদের যুদ্ধে অপারগ বলিয়া অপর কাছাকেও সৈন্যদলে গ্রহণ করিয়াছে । ভারতের বাহিরে বহু জাতি ইতিহাসের এক যুগে যুদ্ধে অকস্মা বলিয়া খ্যাত হইয়া পরবত্তী যুগে উৎক্লষ্ট যোদ্ধা রূপে দেখা দিয়াছে। যথা প্রাচীন রোমানরা প্রথমে যুদ্ধে সর্বশ্রেষ্ঠ, পরে বহু জাতির পদদলিত হইয়া বৰ্ত্তমানে আবার মুসোলিনির নেতৃত্বে ইউরোপের ভয়ের কারণ হইয়া দাড়াইতেছে । চেক, স্লোভাক, ক্রোট, পোল প্রভৃতি বহু জাতি কয়েক বৎসর পূৰ্ব্বেও পরদাসত্বে আবদ্ধ ছিল, কিন্তু এখন তাহারা বড় বড় ষোদ্ধা জাতি বলিয়া পরিচিত । প্রাচীন পারস্ত ও গ্রীসের লোকের এককালে পৃথিবীর শ্রেষ্ঠ বোদ্ধা ছিল ; বর্তমানে তাহার যুদ্ধ-বিদ্যার জন্ত बिथTांपङ नरश्न । প্রবাসী-আষাঢ়, ১৩৩৮ [ ७s* छांग, >ञ थ७ ভারতবর্ষে ইংরেজ সরকার যদিও সামরিক কারণে बश् ८को झैाको बाग्न करङ्गन फुषांत्रि ७हे झैोकाझैो बाग्न সম্বন্ধে তাহাদের ব্যবস্থা একটু খামখেয়ালি ধরণের । যে-ক্ষেত্রে সমগ্র দেশ রাজস্ব-হিসাবে এই টাকাটা দিতে বাধ্য হইতেছে, সে ক্ষেত্রে ইহার ব্যয় এরূপ ভাবে হওয়৷ উচিত যাহাতে সব প্রদেশেরই ইহাতে কিছু কিছু উপকার হয়। অর্থাৎ সৈনিক সমগ্র ভারত হইতেই লওয়া উচিত এবং সামরিক-বিভাগের রসদ প্রভৃতিও সমগ্র দেশ হইতে ( ও শুধু ভারত হইতেই ) ক্রয় করা উচিত। কোন জাতি-বিশেষ শুধু সৈনিক হইতে পারে, ७ कथfछैi ८श भिषंji, ऊाझा झे३८व्रछ ब्राछ८ङ्ग्न झेडिझांन হইতেই প্রমাণ করা যায় । এ বিষয়ের আলোচনা এখানে নিম্প্রয়োজন । মোটকথা যে বাংলার প্রজা বহু কোটি টাকা রাজস্ব দিয়া থাকে । এই টাকার অধিকাংশ সামরিক হিসাবে খরচ হয়। স্বতরাং বাংলার প্রজার ঐকানাইলাল মুখোপাধ্যায়-বাঙালী ব্যায়াম-সাধক দেশরক্ষার কাজে নিযুক্ত হইবার অধিকার আছে। ষেদেশে সহস্ৰ সহস্র যুবক বেকার, সে দেশে এ কথার মূল্য বুঝাইতে বেগ পাইতে হইবে না। বাংলার বেকার যুবকমণ্ডলী যদি আকাশে, জলে ও স্থলে সৈনিক রূপে স্থান পান, তাহা হইলে তাহাদিগকে আর রাস্তায় রাস্তায় নিষ্কৰ্ম্ম হইয়!