পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চুরির দায়s শ্ৰীস্বর্ণলতা চৌধুরী अॅडेi८ब्रव्र छे९नद डिम ग्निन झझेश श्झेब्रा शिब्रांद्वह । লামোনিকা-পরিবারে এই উৎসবটি চিরকালই খুব ঘটা कब्रिग्नl झग्र । भरष्ठदफ़ cडांछ झञ्च, डाझाएउठ वक्ष् ८लाक নিমন্ত্রিত হয়, ঘটার কোনো ক্রটি হয় না। আজ শ্রীমতী ক্রিষ্টিনা,লামোনিকা রূপার বাসন-কোসন এবং থাবার ঘরে ধে সকল কাপড়-চোপড় ব্যবহৃত হয়, সেগুলি সব গুনিয়া গাথিয়া তুলিয়া রাখিতেছিলেন। পরের মহোৎসবে আবার এগুলি বাহির করা হইবে । দুইটি স্ত্রীলোক তাহাকে কাজে সাহায্য করিতেছিল। একজন বাড়ীর ঝি মারিয়া, আর একজন ধোপানী ক্যাণ্ডিয়া । চাদর, ঝাড়ন, টেবিলের ঢাকৃনী প্রভৃতি যত কাপড়, সব ধোপদস্ত হইয়া, বড় বড় থলের ভিতর রক্ষিত হইয়াছিল ! থলেগুলি সার দিয়া গৃহিণীর সামনে সাজান ছিল । দেওয়াল, আলমারী ও বাসনের তাক হইতে রূপার বাসনগুলি ঝক ঝক্‌ করিয়া জ্যোতি ছড়াইতেছিল জিনিষগুলি ওজনে রীতিমত ভারি, তবে একটু মোটাভাবে তৈয়ারী, তাহাদের গায়ের কারুকার্য্যও খুব সূক্ষ্ম নয়, দেখিলে বোঝা যায় বহুদিন আগেকার জিনিষ, এবং স্থানীয় শিল্পীর হাতেরই কাজ । ঘরটি সাবান জলের গন্ধে ভরপূর । ক্যাণ্ডিয়া থলের ভিতর হইতে চাদর, ঝাড়ন, তোয়ালে প্রভৃতি বাহির করিয়া করিয়া গৃহিণীকে দেখাইতেছিল যে, কোনোটি কোথায়ও ছিড়িয়া বা দাগ পড়িয়া যায় নাই । তিনি দেখিয়া উহা ঝি মারিয়াকে দিতেছিলেন, সে সযত্নে কাপড়গুলি আলমারী ও দেরাজে উঠাইয়া রাখিতেছিল। গৃহিণী কাপড়ের ভাঙ্গে ভাজে ল্যাভেণ্ডার ছড়াইয়া দিতেছিলেন এবং কাপড়গুলির নম্বর একটি ছোট খাতায় টুকিয়া রাখিতেছিলেন।

  • Gabriele D’Annunzio-n Italian strē

ক্যাণ্ডিয়া ধোপানীর বয়স বছর পঞ্চাশ হইবে। সে দেখিতে লম্বী রোগ, তাহার গায়ের সমস্ত হাড় যেন খোচার মত বাহির হইয়া আছে। সে একটু কুঁজে, হয়ত ক্রমাগত হেঁট হইয়া কাপড় আছড়ানোর দরুণ এইরূপ হইয়াছে, হাত দু’খানা শরীরের অনুপাতে অত্যন্ত লম্বা, মাথাট শিকারী পার্থীর মাথার মত। ঝি মারিয়া অর্টেনার অধিবাসিনী, মোটা-সোটা, ফরসা চেহারা। তাহার চোখগুলি ভারি সরলতাবাঞ্চক, কথাবার্তা কোমল ধরণের, হাতগুলিও নরম। সারাক্ষণ কেক, মিঠাই, জ্যাম, জেলা প্রভৃতি নাড়িতে হইলে এই প্রকার হাতই থাকা প্রয়োজন । গৃহিণী ভন ক্রিষ্টনাও অটোনার অধিবাসিনী । তিনি একটি বেনেডিক্টাইন মঠে শিক্ষালাভ করিয়াছিলেন। তিনি খাট, কবে গড়মটি একটু অধিক পুরস্ক, মুখে তিলের বাহুল্য আছে। নাসিকাটি তাহার অতিরিক্ত লম্বা, দাতগুলি দেখিতে ভাল নয়, চোখ বেশ সুন্দর। তবে চোখ তিনি প্রায় সৰ্ব্বদাই নত করিয়া থাকাতে বোধ হইত যেন তিনি নারীবেশধারী ধৰ্ম্মযাজক । সারাটি দুপুর ধরিয়া, এই তিনজন স্ত্রীলোক অতি সাবধানতাসহকারে নিজেদের কাজ করিতেছিলেন। কাজ সারিয়া খালি থলেগুলি লইয়া ক্যাণ্ডিয়া চলিয়৷ যাইবার উপক্রম করিতেছে, এমন সময়, রূপার ছোট জিনিষগুলি গুণিতে গুণিতে ডন ক্রিষ্টিনা দেখিলেন যে, একটি রূপার চামচ কম পড়িতেছে। তিনি অত্যন্ত ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, “মারিয়া, ও মারিয়া, একটা চামচ যে কম পড়ছে, তুমি নিজে গুণে দেথ ।” মারিয়া বলিল, “ত। কি কৃরে হবে ঠাকুরুণ, আপনি ষে অসম্ভৰ কথা বলছেন। কই দেখি আমি " সে তাড়াতাড়ি ছুটিয়া গিয়া রূপার জিনিষগুলি একটি একটি