পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] চুরির দায় 8:ՏԳ এমন ছিচকে মেয়েমানুষও কোথাও নেই। খালি এ বাড়ি থেকে জিনিষ সরাচ্ছে, আর ও বাড়ি থেকে জিনিয সরাচ্ছে। আপনি এ কথা শোনেন নি বুঝি ?” একজন বলিলেন, “সে একবার আমার এক জোড়া তোয়ালে সরিয়েছে, একেবারে জোড়াকে জোড়। " আর একজন বলিলেন, “আমার ঝাড়ন একটা নিয়েছে, নতুন আস্ত ঝাড়ন ।” তৃতীয়া বলিলেন, "আর আমার যে অত বড় রাতকামিজটাই দিলে না, তার খোজ রাগ " জানা গেল ক্যাণ্ডিয়া সব বাড়ি ইষ্টতেই কিছু-নাকিছু জিনিষ চুরি করিয়াছে। ডন ক্রিষ্টিন বিষণ্ণভাবে বলিলেন, “তাকে না হয় দিলাম ছাড়িয়ে, কিন্তু ধোপানী পাব কোথায় ? সিলভেস্ট্রাকে রাগল ?” " ম| গো, সে কি কথা !" "বে সেই কাফী মাঞ্জিলটোনিয়াকে রাগব ?" “বাপ রে, সে যে সবার ঔচ!” একজন মহিলা বলিলেন, “কি আর করবে, ছোটলোকের এ সব উৎপাভ ন সয়ে উপায় নেই।” আর একজন বলিলেন, “তাই বলে এত আঙ্গার দে গুয়৷ কিছু নয়, রূপের চামচষ্ট একটা নিয়ে গেল !” তৃতীয় বলিলেন, “না ডন ক্রিষ্টিন, এট হেসে উড়িয়ে দিলে কিছুতেই চলবে না।” মারিয়াও এইবার তর্কে সমানে সমানে যোগ দিল । তাঙ্গাকে দেপিলে যদি ৭ অত্যন্ত শাস্তশিষ্ট আর দয়ালু তবু সে যে সামান্য ঝি মাত্র নয়, সেট। সুবিধা পাইলেই সে সকলকে জানাইয়া দিত। কোমরে হাত দিয়া এবার সে বলিল, “সে বিচার আমাদের হাতে, ডন ইসাবেলা, উড়িয়ে দেব কি রাখব, তা আমরা বুঝব।” চুরির গল্প ঘরে বাহিরে পুরাদমে চলিতে লাগিল । শেষে শঙ্গর ছাড়াইয়া অন্যত্র পর্য্যস্ত এ খবর গিয়া পৌছিল। ( 3 ) সকাল বেল ক্যাণ্ডিয়া সবে টবের ভিতর কল্পষ্ট পৰ্য্যন্ত ডুবাইয়া কাপড় কাচা আরম্ভ করিয়াছে, এমন সময় পুলিসের কনষ্টেবল বিয়াজিয়ে পেস জাসিয়া তাহার মনে হষ্টত, দরজার কাছে হাজির হইল । গম্ভীরভাবে বলিল, “মহামহিম মেয়র তোমাকে এখনি তার আপিসে যেতে বলেছেন ।** ক্যাণ্ডিয়া কাপড় কাচা না থামাইয়াই ভ্রুকুটি করিয়া বলিল, “কি বললে ?” "তিনি তোমাকে এখনি বলেছেন ।” ক্যাণ্ডিয়া একগুঁয়ে ঘোড়ার মত ঘাড় বাকাইয়া বলিল, “যেতে বলেছেন, কেন শুনি ?” মেয়র যে কেন তাহাকে ডাকিতে পারেন, তাহা সে ভাবিয়াই পাইল না । বিয়াজিয়ো বলিল,"কেন টেন আমি সে সব জানি না । আমাকে যা বলতে বলা হয়েছে, তা আমি বললাম।” ক্যাণ্ডিয়ার একগুঁয়েমি আরও বাড়িয়া গেল, সে ক্রমাগত বাজে প্রশ্ন করিয়া চলিল, “আমাকে ডেকেছেন ? কেন ডেকেছেন ? তোমাকে কি বলে দেওয়া হয়েছে আমাকে বলবার জন্যে ? আমি কি করেছি জানতে পারি ? শুধু শুধু অমনি ডেকে পাঠালেই হ’ল ? আমি যাব না ত ।” বিয়াজিয়োর শেষে ধৈর্যাচুতি ঘটিল, সে বলিল, "ও, তুমি যাবে না ? আচ্ছ, দেখা যাবে কেমন ন যাও।” সে নিজের পুরণে। তলোয়ারের হাতলে হাত দিয়া বিড় বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল । তাহাকে আসিতে অনেকেই দেখিয়ছিল, তাহার সঙ্গে ক্যাণ্ডিয়ার কি কথাবাৰ্ত্ত হইল তাহাও অনেকেই শুনিল । ক্রমে ক্রমে দরজার গোড়ায় লোক জুম হইতে লাগিল। ক্যাণ্ডিয়া তখনও ধপাধপ, শবে কাপড় কাচিতেছে। রূপার চামচ চুরির কথা সকলেই শুনিয়াছিল, তাহার এখন মুখ চাওয়াচাওয়ি করিয়া হাসিতে লাগিল এবং নানা রকম ইঙ্গিতে ইসারায় কথা বলিতে লাগিল । ক্যাণ্ডিয়া এ সব কথার মানে ঠিক বুঝিতে পারিল না, কিন্তু একটা অশুভ আশঙ্কায় তাহার মনটা কাল হইয়া উঠিল। তাহার আশঙ্ক আরও বাড়িয়া গেল, যখন দেথা গেল যে, বিয়াজিয়ে সঙ্গে অার একজন কৰ্ম্মচারীকে লইয়া আবার তাহার বাড়ীর দিকে আসিতেছে। তার জাপিসে যেতে. এবং