পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজ উপায়ে ফটোগ্রাফি শ্ৰীহরিহর শেঠ প্রথমেই বলা দরকার জামি আলোকচিত্র-শিল্পে একজন বিশেষজ্ঞ ত নই-ই, খুব ভালরূপ যে ছবি তুলিতে পারি তাহাও বলিতে পারি না । যাহাঙ্গের ফটো তোলার সামান্তও অভিজ্ঞতা জাছে তাহারাই জানেন, ষে-বস্তু বা বিষয়ের ফটোগ্রাফ তুলিতে হইবে ক্যামেরার লেন্স-এর মধ্য দিয়া তাহার ছায়া আসিয়া প্রথম একখানি কাচ-বিশেষের উপর পতিত হয়। তৎপরে উহাকে কতিপয় রাসায়নিক দ্রব্য মিশ্রিত বিভিন্ন আরক বা ‘সলিউশনীে ধোত করিলে তাহাতে ছবি বাহির হয়। এই প্রক্রিয়াকে “ডেভেলপ করা বলে । আর যে কাচ-বিশেষের কথা বলিলাম, উহা জেলেটিন ও কতিপয় রাসায়নিক প্রবালিপ্ত কাচখণ্ড , উহাকে ‘ড্ৰাই প্লেট্র’ বলে। ড্রাই প্লেট অর্থে শুষ্ক প্লেট । আলোকচিত্র আবিস্কারের প্রাথমিক যুগে কাচে সদ্য কতকগুলি রাসায়নিক দ্রব্য মাপাইয়া ভাহাতে ফটো তোলা হইত, তাহাকে "ওয়েট প্লেট বলিত । প্লেট ডেভেলপের পর আবশ্যক ধেীতাদি হইলে উহা নেগেটিভ নাম প্রাপ্ত হয় । এই কাচখণ্ডের উপর যে ছবি হয় উহা উন্ট এবং আলোকময়, অর্থাৎ সাদা অংশ কাল ও ছায়াময় ও কাল অংশ সাদা হয়। এই কারণে ইহাকে নেগেটিভ বলে । ফটো তোলার জগু যে-সমস্ত দ্রব্য আবশ্বক হয় ড্রাই প্লেট বা ফিল্ম তাহার মধ্যে সৰ্ব্বাপেক্ষা মূল্যবান । ইহা ব্যতিরেকে ফটোগ্রাফ তোলা যাইতে পারে না বলিয়াই সাধারণতঃ জানা আছে ৷ এক কথায় যাহা প্রথম এবং প্রধান আবশ্বক সেই ড্রাই প্লেট অথবা ফিল্ম না লইয়া এবং তৎপরিবর্তে ব্যস্থাধিক্য বা সামান্ত মাত্রায় অস্ববিধার স্বষ্টি না করিয়াও সুন্দর ফটো তোলা যায়। আর একটি কথা,ফটোগ্রাফ বা অন্ত কোন ছাপা বা হস্তাঙ্কিত চিত্রলিপি বা নক্সাদি—ষদি উহা কার্ডে স্ট্রাট বা উভয় পৃষ্ঠে না থাকে, তাহা হইলে ক্যামেরার সাহায্য না লইয়াও সহজে অতি সামান্ত ব্যয়ে অবিকল প্রতিলিপি লওয়া যায় । বলা বাহুল্য, বিনা ড্রাই প্লেটে বিনা ক্যামেরার সাহায্যে যে ছবি হুইবে, তাহার স্থায়িত্ব সাধারণ ফটোগ্রাফ অপেক্ষ কোন ংশে হীন নহে । এক সময়ে আমার অনেকগুলি ফটোগ্রাফের আবশ্যক হয়, তখন কি উপায়ে অল্পব্যয়ে ফটো তোলা যাইতে ধাইতে পারে, এ-বিষয় লইয়া বন্ধুবর ঐযুক্ত শুরুদাস ভড়ের সহিত আমার আলোচনা হুইতেছিল। সেই সময় প্লেটের পরিবর্তে ব্রোমাইড বা গ্যাসলাইট কাগজে চেষ্টা করিয়া দেখিবার কথা হয় । প্রায় ত্রিশ-পয়ত্ৰিশ বৎসর পূর্বে ক্যামরার মধ্যে p, o, p. কাগজ দিয়া দীর্ঘক্ষণ এক্সপোজার দিয়া একবার পরীক্ষা করিয়াছিলাম। মনে হইতেছে তাহাতে কাগজের উপর আলো ও ছায়ার খুব অস্পষ্ট রেখাপাত হইয়াছিল। তখন ব্রোমাইড কাগজের ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম ন! আর এখনকার মত এত বেশী উহার প্রচলনও ছিল না, এবং সে সময় ভাল করিয়া পরীক্ষা করিয়া তাহাতে সাফল্য লাভের জন্ত আর চেষ্টাও করি নাই । সম্প্রতি ড্রাই প্লেটের পরিবর্তে ব্রোমাইড কাগজে নেগেটিভ প্রস্তুত করিয়া তাহা হইতে যেরূপ স্বফল পাইয়াছি তাহার কথা যাহার এ-বিষয়ে অতুরাগী বা ব্যাপৃত র্তাহাদের না জানাইয়া থাকিতে পারিতেছি না । বিনা প্লেটে ফটো তুলিতে নুতন কোন জিনিষের আবশ্যক হয় না, সকল ক্যামেরাতেই একাব্য হইতে পারে। ফোকাস করার পর ‘ডার্ক স্নাইড এর ভিতর যেখানে প্লেট দিতে হয়, তথায় তৎপরিবর্তে একখানি সেন্সিটিভ, কাগজ পরাইয়া যথানিয়মে এক্সপোজার দিয়া