পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] AMSAAAAAA SAAAAA AAAAeeAAMMAeeAA AAAA AAAA AAAA AAAASASASS —বন্ধুর বাড়ীতে গিয়ে বসলে আর সময়-অসময় জ্ঞান থাকে না বুঝি ? —কি করা যায় ? তাদের সুবিধা-অস্থবিধাও একটু দেখতে হবে তো । —ত তেঁ বটেই। তারপরে আবার গাড়ী ভাড়া দেবার সময় গাড়োয়ানের সুবিধা-অস্থবিধাও দেখতে হবে হয় ত ? —তার মানে ? - মানে তো একেবারে জলের মত স্পষ্ট । তোমার তো গাড়োয়ানদের সঙ্গেও পয্যন্ত লৌকিকতা করবার অভ্যাস আছে ! متر مربع حجه ۰ ----جه مید---منیت- تیر - s-عیه —৪:, বক্শিসের কথা বলছ ? তা বকৃশিস ত ওরা পেয়েই থাকে । – তা ন পাবে কেন ? দেবার লোক থাকলেই পায় । কিন্তু কেন ? যা ওদের ন্যায্য পাওনা তার উপরে বক্শিসের জন্য ওদের দাবি কিসে আমি তো বুঝতে পাfর না । —ত বুঝতে না পারলে চলবে কেন ? স্তায্য পা ওনার চেয়েও উপরি পাওনার ওপরে লোভ সকলেরই আছে দেথা যায় । ইউরোপে কি হয় জান ? —"ন, জানি ন! I' —সে দেশে এসব শ্রেণীর লোকর ন্যায্য পাওন। বরং ছাড়তে রাজী, কিন্তু বকশিস— স্বপণ ঝঙ্কার দিয়া উঠিল—“থাক, ইউরোপের স্বপ্ন দেখবার সময় এখন নয় ।” —স্বপ্ন দেখবার এই তো अथाग्न इ'ब्ल । স্বপর্ণার অধরে ক্ষীণ হাসির রেখা ফুটিয়া উঠিল। কিন্তু সে গম্ভীর হুইয়া বলিল- ‘মোট কথা তোমাদের এসব বিষয়ে সৎসাহস নেই, কাজেক্ট ওরা বক্শিসের লোভে অভ্যস্ত হয়ে ওঠে।” —সাহসের অভাব ! তুমি কি মনে কর আমরা গাড়োয়ানদের ভয় করি ? কক্ষণো না । আজকেই দেখে নিও । স্থপর্ণার অধরে আবার একটু ক্ষীণ হাসির রেখা। তবু সময়— রাত এগারটা দেড় টাকা (te AMMSMAMAAA AAAA AMA AA MMMAeMeAAA AAAAA गर्छौव्र भू८षहे जिखाना कब्रिज-‘थांबदक गाऊँौ छाफ़ी কত দিতে হবে ? —দেড় টাকা হার ঠিক হয়েছে—দেড় টাকাই দেব । —আঞ্জ বরং আট আনা পয়সা আরও বেশী দিতে পার—সেটা অধথা হবে না। অনেকটা রাত হয়ে গেছে, তার উপরে বৃষ্টি । এক পয়সাও না । কেন দিতে যাব বেশী । পুলিস তো ঠিক ক’রে দেয় নি যে, বৃষ্টি হলে বা বেশী রাত হলে ভাড়াও বেশী দিতে হবে । হয়ত এবার স্ববলের অধরেও একটু ক্ষীণ হাসির রেখা ফুটিয়া উঠিয়া অন্ধকারেই বিলীন হইয়া গেল । গাড়ী চলিতে লাগিল । সুবলি অতি সতর্কভাবে পকেটে হাত দিয়া টাকা-পয়সার হিসাব করিতে লাগিল— তিনটি টাকা, দুইটি আধুলি, দুইটি পয়সা অথবা একটি আধুলি, তিনটি পয়সা, দুইটা নিকেলের চার-আনি, একটি সিকি ইত্যাদি । তার পরে ভাবন হইল গাড়ী ভাড়া কত দেওয়া যায়। বিষম সমস্তা—হয় গাড়োয়ানের নিকট মানসম্রম বিসর্জন, অথবা পত্নীর নিকট ক্রকুটি লাভ । গাড়ী আসিয়া বাড়ীর দরজায় দাড়াইল । স্বপর্ণা গাড়ী হইতে নামিয়া বাড়ীর দরজায় গিয়া উঠিয়া দাড়াইল । সুবল গাড়োয়ানকে বিদায় করিবার জন্ত রাস্তার বাতির নীচে গেল । সুপর্ণা যেন দেখিতে না পায় এমনভাবে দাড়াইয় পকেট হইতে টাকাপয়সা বাহির করিয়া দুইটি টাকা বাছিয়া লইয়া গাড়োয়ানকে দিল এবং চোখের ইঙ্গিতে তাহাকে একটু ইসারা করিয়া বলিল--"এই নাও, দেড় টাকা দিলাম—দেড় টাকাই তো তোমাদের নিয়ম ।” স্থবল যে টাকা দিতে গিয়া কত কৌশল করিল এবং স্বপর্ণার দিকে একবার তাকাইয়াও লইল, তাহা গাড়োয়ানের চোখ এড়ায় নাই । গাড়োয়ান স্ববলের দুৰ্ব্বলতা কোথায় স্পষ্টই বুঝিতে পারিল। স্ববলের দুৰ্ব্বলতায় গাড়োয়ানের বুদ্ধির সবলতা যেন হঠাৎ বাড়িয়া গেল। সে বলিল—‘দেড় টাকায় হবে না বাবু, কিছু বকশিস দিতে হবে ।” —ol,