পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

d२९ পয়সাটা । বুড়ী দিতে চায় না, বলে—না খোকা দাদা, সেদিন জং থেকে উঠেs, তোমার বাড়ীর লোকে শুনলে জামায় বকবে । কিন্তু কাজলের নির্বন্ধতিশযে অবশেষে দিতে হয় । একদিন বিশ্বেশ্বর মুহুরীর কাছে ধরা পড়িয়া যায় । दूछौब्र cनाकान श्झेcउ दाश्ञि श्झेब्रा छदांभाडाब्र তেলপিটুলির ঠোঙা হাতে খাইতে খাইতে পুকুর পাড় পৰ্য্যস্তু গিয়াছে—বিশ্বেশ্বর আসিয়; ঠোঙাটি কাড়িয়া লইয়া ছুড়িয়া ফেলিয়া দিয়া বলিল—আচ্ছা পাঞ্জি ছেলে তো ? আবার ওই তেলেভাজা খাবারগুলো রোজ রোজ থা প্ৰয়া ? কাজল বলিল-আমি খা-খ-খাচ্ছি তা তো-তোমার কি ? বিশ্বেশ্বর মুহুরী হঠাৎ আসিয় তাহার কান ধরিয়া একটা ঝাকুনি দিয়া বলিল—আমার কি, বটে । রাগে অপমানে কাজগের মুখ রাঙা হইয়া গেল । ইহাদের হাজে মার খাওয়ার অভিজ্ঞতা তার এই প্রথম । সে ছেলেমান্তষি স্বরে চীংকার করিয়া বলিল—মুখপুড়ি, হতচ্ছাড়া তু— তুমি মারে কেন ? বিশ্বেশ্বর তাহার গালে জোরে একচড় বসাইয়া দিয়া বলিল-আমি কেন, এস তো কৰ্ত্তার কাছে একবার—এস । কাজল পাগলের মত য;-ত। বলিয়া গালি দিতে লাগিল । চড়ের চোটে তখন তাহার মাথার মধ্যে ঝ ঝ। করিতেছে এবং বোধ হয় এ অপমানের কোনো প্রতীকার এখানকার কাহারও নিকট হইডে হুইবার আশা নাই । প্রবাসী—শ্রোবণ, ১৩৩৮ MAMMAAAS AAAAA AAAAMAMAAASA SAASAAeeMAMMAAAS AA SAASAA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAA AAAA AAAAMMAMAMAAA S eא בל ויtש היצe S AAAAAA AAAA SAAA AAAA AAAAMMMAMMAAA AAAASAAAA মুহূৰ্ত্ত মধ্যে ঠাওরাইয়া বুঝিয়া চীৎকার করিয়া বলিল— আমার বা-বাবা আস্বক, বলে দেবে, দেখে!—দেখো তখন— বিশ্বেশ্বর হাসিয়া বলিল - আচ্ছা যাও, তোমার বাবার ভয়ে আমি একেবারে গৰ্বের মধ্যে যাব আর কি ? অাজ পাচ বছরের মধ্যে খোজ নিলে না, ভারী তে{— হয়ত একথা বলিতে বিশ্বেশ্বর সাহস করিত না, যদি সে না জানিত র্তাহার এ জামাইটির প্রতি কৰ্ত্তার মনোভাব কিরূপ । কাজল রাগের মাথায় ও কতকটা পাছে বিশ্বেশ্বর দাদামশায়ের কাছে ধরিয়া লইয়া যায় সেই ভয়ে পুকুরের দক্ষিণ-পাড়ের নারিকেল বাগানের দিকে ছুটিয়া যাইতে যাইতে বলিতে লাগিল—দেপো না, দেপো তুমি, আম্বক না—পরে পিছন দিকে চাহিয়া খুব কড়া কথা শুনানে। হইতেছে, এমন স্বরে বলিল—তোমার পেটে পিচুড়ী আছে, খিচুড়ী থাবে ? নদীর বাধাঘাটে সেদিন সন্ধ্যাবেল বসিয়া বসিয়া সে অনেকক্ষণ দিদিমার কথা ভাবিল। দিদিম থাকিলে বিশ্বেশ্বর মূহুরী গায়ে হাত তুলিতে পারিত ? সে জবাপাতার বেগুনি খায় তো ওর কি ? ঐ একটা নক্ষত্র খসিয়া পড়িল । দিদিমা বলিত নক্ষত্র খসিয়া পড়িলে সেই সময় পুথিবীতে কেউ না কেউ জন্মায় । মানুষ নক্ষত্র হয় । মরিয়া কি ক্রমশ: so o o :."... 經窩 - ༽ བོད་ས་དེ་དད་ན༑ ፭፻፵፭፥፴፭ዖ።ፆፉ፵፰ ፭ሯ፰፥፭” ፵` και ΆκέΆη, متماعضعصه