পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—কংগ্রেস দলাদলির সালিসী (tbూసి জীব বানাইবার চেষ্টা অত্যস্ত নিন্দনীয়। ভারতপ্রবাসী ইংরেজরা ইহা করিতে পারে ; কিন্তু দেশী শিক্ষকদের ইহা করা অঙ্কুচিত । আমরা অনেক বৎসর ধরিয়া বলিয়া লিপিয়া আসিতেছি, যতক্ষণ কেহ ছাত্র-নামধারী থাকিবে, ততক্ষণ তাহাকে ছাত্রের কাজ করিতে হইবে । শিক্ষায় অবহেলা করিয়৷ তাঙ্গার অন্য কাজ করা উচিত নহে । কিন্তু মনোযোগী অমনোযোগী দু'রকম ছাত্রই আছে । কতক ছেলে বায়োস্কোপ দেখায়, কতক ফুটবল ও অন্য খেলাধূলায় খুব বেশী সময় নষ্ট করে । কিন্তু তাহা অনেকে করে বা করিতে পারে বলিয়া কোন শিক্ষালয়ের কৰুপক্ষ ত ভৰ্ত্তি হইবার সময় এরূপ প্রতিজ্ঞ করাইয়া লন ন, যে, তাহারা খেলাধুলায় ও বায়োস্কোপে মত্ত থাকিয়৷ সময় নষ্ট করিবে না ও পড়াশুনায় অবহেলা করিবে না ? আন্দোলনে ব্যাপৃত থাকিলে マ。 হইবে ভাবিয়াই বা তাহাদের কাছে কেন মুচলেক লণ্ডয়া হইবে ? আসল কথা এই, ধে, যাহারা এরূপ মুচলেক চায়, রাজনৈতিক পড়াশুনার ব্যাঘাত স্বত্রঃ তাঙ্গার ছাত্রদের শিক্ষার ব্যাঘাতের জন্য ততট। চিন্তিত নয়, যতটা চিস্থিত ইংরেজ প্র ভূদের সস্তোষ অসস্থোযের জন্য এবং সরকারী সাহায্য পাওয়া না-পাওয়ার জন্য । যাহারা দেশের স্বাধীনতা চায় না, তাহারা ছাত্রদিগকে অভিনয়াদিতে খুব মাতিয়া থাকিতে ত বাধা দেয় না ; যত কুদৃষ্টি রাজনীতির উপর । বস্তুতঃ কোন প্রকার সাধু প্রতিজ্ঞাও করাইয়া লণ্ডয়া খারাপ এবং মানবপ্রকুতি সম্বন্ধে অজ্ঞতার ফল । প্রতিজ্ঞ করাহলেই মানুষের কতকটা স্বাধীনতা হরণ করা হয়, এবং তাহাতে মানুষের মন বিদ্রোহী হয়। যাহাকে নিষিদ্ধ বলা হয়, তাহার প্রতি মাহুষের মনের একটা আকর্ষণ আছে এই জন্ত, ধে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাহার মনের মধ্যে এইরূপ একটা যুক্তি কাজ করে, “আমাকে এই কাজটা ন-করিতে হুকুম করা হুইতেছে ; আমি কি ভীরু, না গোলাম, ষে হুকুম মানিব ? আমি কাজটা করিবই করিব ?” ছাত্রদের যাহার প্রকৃত হিতৈষী, তাহাদের একটু মনস্তত্বজ্ঞান থাকা দরকার, এবং তাহাদিগকে হুকুম ও মুচলেকার দ্বারা চালাইবার চেষ্টা না করিয়া অন্ত উপায়ে চালাইবার চেষ্টা করা আবশ্যক । সতীশচন্দ্র রায় ঐযুক্ত সতীশচন্দ্র রায়ের মুতু্যতে বাংলা সাহিত্যের বিশেষ ক্ষতি হইয়াছে ; তিনি বঙ্গীয় বৈষ্ণব সাহিত্যের —বিশেষ করিয়া পদাবলীর—বিশেষ চর্চা করিয়াছিলেন। সতীশচন্ত্ৰ স্নায় তাহার সংগ্রহও প্রকাশ করিয়াছিলেন । তিনি অনেক প্রাচীন পুথি আবিষ্কার করিয়াছিলেন এবং পাঠের উদ্ধারও করিয়াছিলেন । ংগ্রেস দলাদলির সালিসী বাংলাদেশের কংগ্রেসের দুই দলের বিবাদ নিম্পত্তি