পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা | গান্ধীজী যে মেদিনীপুর প্রভৃতি বঙ্গের কোন কোন জেলায় কোন কোন স্থানে পুলিসের কার্ধ্যের সম্বন্ধে ঘটনাস্থলে লোকদের মুখে তাহাদের দুঃখের কাহিনী শুনিতে যান নাই, সে সম্বন্ধে কিছু বলিতে চাই না । কিন্তু তিনি কারামুক্ত হইবার পর একবারও যদি তমলুক কাথি প্রভৃতি অঞ্চলে যাইতেন, তাহা হইলে লোকেরা খুব আশ্বস্ত হইত। সে কথাও ছাড়িয়া দিলাম । স্বাজ কাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির আলোচনায় এবং অনেক দেশী দৈনিকে বোরসাদ বারদোলি তালুকার এবং আগ্র অযোধ্যার নানাস্থানে চুক্তিভঙ্গের পবর দেখিতে পাই । কিছু আমাদের এই বাংলাদেশে তমলুক ও অন্য কোন কোন অঞ্চলে যে সরকারী লোকদের দ্বারা চুক্তিভঙ্গ হইতেছে শুনিতে পাই, তাহার সভ্যাসত্যতা নিৰ্দ্ধারণের Сb21 কেন, এবং বঙ্গে যে সকলের চেয়ে র:জনৈতিক বন্দী বেশী আছে তাহাদের সকলেই বল প্রয়োগসাপেক্ষ ( violent অপরাধে অপরাধী কি না,

  • त्रि !

ত:ত সিদ্ধারণের চেষ্টা হয় না কেন, তfতার কারণ অবগত নতি । ইহা শু একটি কংগ্রেসের বিবেচনার যোগ্য १िभूभ्र । বৰ্দ্ধমানে প্রাদেশিক হিন্দু কনফারেন্স আগামী ২রা ও ৩রা শ্রাবণ বদ্ধমানে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু কনফারেন্সের অধিবেশন হইবে। কাশিমবাজারের মহারাজা শ্রশচন্দ্র নন্দী মহাশয় সভাপতি নিৰ্ব্বাচিত হইয়াছেন । বাংলাদেশে হিন্দু মহাসভার কাজের বিশেষ আবশ্বক আছে —সংকীর্ণতা ও গোড়ামি রক্ষা করিবার জন্য নহে, কিন্তু সেই সকল বাধা দূর করিবার জন্ত যাহা হিন্দুসমাজকে আভ্যন্তরীণ সংহতিহীন ও দুর্বল করিয়া রাখিয়াছে। এই জন্য হিন্দুসভার কায্যে সকল হিন্দুরই যোগ দেওয়া উচিত । হিন্দু মহাসভার কাজের একটা রাজনৈতিক দিক আছে । কিন্তু তাহা গৌণ। রাজনৈতিক সাম্প্রদায়িক সমস্তার, সন্তোষজনক বা অসস্তোষজনক, একটা সমাধান হুইয়া গেলেও মহাসভার বিস্তর কাজ করিবার থাকিবে । বিবিধ প্রসঙ্গ—আমেরিকায় গান্ধী ভোজ ാ &సి) সকল হিন্দু তাহার খবরটা অন্তত: যদি রাখেন, তাহা হইলে তাহদের মঙ্গল হইবে । এ বিষয়ে চিঠিপত্র কলিকাতায় বঙ্গীয় হিন্দুসভার আপিসে ১৬০ নং হ্যারিসন রোড ঠিকানায় লিখিতে হইবে । রবীন্দ্রনাথ কোন রাজনৈতিক দলভূক্ত নহেন । হিন্দু মুসলমানের দলাদলিতেও তিনি নাই । তাহার বেশী প্রমাণ না দিয়া ভূপালের নবাবের তাহাকে নিমন্ত্রণের উল্লেখ করা যাইতে পারে। শ্ৰীযুক্ত মৃণালকাস্তি বন্ধ র্তাহাকে অনেক দিন হইল এক বার ইন্টারভিউ করেন। সেই কথাবার্তা “বিজঙ্গী” কাগজে বাহির হইয়াছিল । তাহাতে কবি এই মর্শ্বের মত প্রকাশ করিয়াছিলেন, যে, বঙ্গে হিন্দু মহাসভার করণীয় কাজ অনেক আছে। আশা করি, আমাদের স্মৃতিবিভ্রম হইতেছে না । তাহ যদি ন। হয়, তাহা হইলে রবীন্দ্রনাথ হিন্দু মহাসভার সামাজিক এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কৰ্ত্তব্য সম্বন্ধেই এরূপ মত প্রকাশ করিয়া থাকিবেন । কোন দলের রাজনৈতিক মত সম্বন্ধে তিনি স্বেচ্ছায় কিছু বলিতে চান না । যে-সব হিন্দু হিন্দুমহাসভার রাজনৈতিক মত প্রকাশ করেন না, তাহারা ইহার অন্যান্য কাধ্যে যোগ দিতে বা আহুকুল্য করিতে পারেন । আমেরিকায় গান্ধা ভোজ পাশ্চাত্য দেশসকলে রাজনৈতিক বক্তৃতাদির জন্ত অনেক সময় ভোজের আয়োজন হয়। আমেরিকার নিউ ইয়র্ক শহরে সম্প্রতি এইরূপ একটি ভোজ হইয়া গিয়াছে । তাহার উদ্দেশু, মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা লাভার্থ যে প্রচেষ্টার প্রবর্তন করিয়াছেন, আমেরিকার পক্ষ হইতে তাহার সাফল্য কামনা করা । তাহাতে অনেক বিখ্যাত লোক বক্তৃতা করিয়াছিলেন । তাহার কোন কোনটি ভারতীয়দের পরিচালিত কোন কোন ইংরেজী দৈনিকে বাহির হইয়াছে। সমুদয় বকৃত আমেরিকা হইতে আমাদের নিকট আসিয়াছে। ডাঃ সাগুারল্যাণ্ড প্রভৃতি ভারতবন্ধু সভায় উপস্থিত হইতে না পারিয়া যে-সব চিঠি লিখিয়াছিলেন, তাহাও পাইয়াছি। সুবিধা