পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.e R و& প্রবাসী—ভাদ্র, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড আনে তার থেকে এই বুঝি, ছন্দ রাখতে পারলুম না,— তাই সমগ্রর সঙ্গে সহজ যোগস্থত্রে জট পড়ে গেল । তখন নিজেকে শুদ্ধ করে জটা খোলবার সময় আসে। . এমন প্রায়ই ঘটতে থাকে সম্বেছ নেই কিন্তু তাই ব’লে জীবনের সহজ সাধনার প্রশস্ত ক্ষেত্ৰকে সঙ্কীর্ণ ক’রে निन्छ८क निब्रांशृम कब्र थांयाब्र शांच्च शर्केण ना । वि८१ সত্যের যে বিরাট বৈচিজ্যের মধ্যে আমরা স্থান পেয়েছি তাৰে কোনো জাড়াল তুলে ধণ্ডিত করলে আত্মাকে বঞ্চিত করা হবে এই আমার বিশ্বাস। যদি এই বিরাট সমগ্রের মধ্যে সহজ বিহার রক্ষা করে চলতে পারি তবে নিজের অগোচরে স্বভই পরিণতির পথে এগোতে পারব—ফল যেমন রৌদ্রে বৃষ্টিতে হাওয়ায় আপনিই তার বীজকে পরিণত ক’রে তোলে । আমি তাই নানা কিছুকে নিয়ে আছি—নানা ভাবেই নানা দিকেই নিবে প্রকাশ করতে আমার ঔংস্থক্য। বাইরে থেকে লোকে মনে ভাবে তাদের মধ্যে অসঙ্গতি আছে, : তা জহুভব করি নে। আমি নাকি গাই, লিখি, আঁকি, ছেলে পড়াই—গাছপালা আকাশ আলোক জলস্থল থেকে আনন্দ কুড়িয়ে বেড়াই। কঠিন বাধা আসে লোকালয় থেকে—এত জটিলতা এত বিরোধ বিশ্বে আর কোথাও নেই। সেই বিরোধ কাটিয়ে উঠতে হবে, জীবনের শেষদিন পৰ্য্যস্ত আমার এই চেষ্টার অবসান হবে না। আমার নিজের ভিতর থেকে আশ্রমে যদি কোন আদর্শ কিছুমাত্র জেগে থাকে তবে সে আদর্শ বিশ্বসত্যের অবারিত বৈচিত্র্য নিয়ে । এই SÑA డెన్-S్ప কারণেই কোনো একটা সঙ্কীর্ণ ফল হাতে হাতে দেখিয়ে লোকের মন ভোলাতে পারব না—এক্ট কারণেই ८णां८कब्र च्षांश्कूलम्ल ५ख्हे छन छ श्रबद्दछ भीब५ ७हे कब्रटषहे আমার পথ এত বাধাসস্থল। একদিকে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী থেকে আরম্ভ করে স্থঙ্কলের দরিদ্র চাষী পৰ্য্যন্ত সকলেরই জন্তে আমাদের সাধনক্ষেত্রে স্থান ক’রে দিতে হয়েছে—সকলেই যদি আপনাকে প্রকাশ করতে পায় তবেই এই আশ্রমের প্রকাশ সম্পূর্ণ হ’তে পারবে—তিব্বতী লামা এবং নাচের শিক্ষক, কাউকে বাদ দিতে পারলুম না। মনে কোরো না যে, তোমার সাধনপ্রণালী ও সাধন ফলের প্রতি আমার কিছুমাত্র সংশয় অাছে। তোমার প্রকৃতি নিজের পথ যদি খুজে পেয়ে থাকে তবে আমার পন্থা তার প্রতিবাদ করবে এমন স্পদ্ধা তার নেই। সত্যকে তুমি যে-ভাবে যে-রসে পাচ্চ আমার প্রকৃতিতে যদি তা সম্ভব না হয় তবে সেজন্য পরিতাপ করা মুঢ়তা। ফলের গাছ তার রসের সার্থকতা প্রকাশ করে আপন ফলে, ইক্ষু করে আপন দস্তের মধ্যে, কেউ কারও প্রতিযোগী নয়,—বৃহৎ ক্ষেত্রে এক জায়গায় উভয়েই মিলে যায়। ইতি— ১১ মার্ট ১৯৩১ শুভাকাঙ্ক্ষী ঐরবীন্দ্রনাথ ঠাকুর [ ঐশৈলেন্দ্রনাথ ঘোষকে লিখিত ] S/3 کچا لیجۓے