পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يتأهلة আপন মনে ঈষৎ হাসিতেছে—কেন, তা সে-ই জানে। অনেকে অস্তবাস l underwear ) বদলাইয়া তাদের সবসেরা ধোপদস্ত পরিষ্কার অন্তবাস পরিতেছে— ময়লা কাপড়ে মরিয়া তাঁর শক্রর অবজ্ঞাভাঙ্গন হইতে চায় না ! আবার কেহ কেহ উদাসভাবে আকাশপানে চাহিয়া গুনগুন করিয়া গাহিতেছে। " পরদিন শ্যেরাত্রে চারিদিকে নিবিড় কুয়াশা—একফুট সামনেও দৃষ্টি চলে না ; পূৰ্ব্বদিন সন্ধ্যায় বৃষ্টির পর থেকে স্থ হু করিয়া ঠাণ্ড বাতাস বহিতেছে । এমন সময় হাজার হাজার সৈনিক অন্ধকার ঠেলিয়া, চলিতে সুরু করিল সুদীর্ঘ অজগরের মত । রাত তিনটায় ইওয়ায়্যাম পাহাড়ের পাদমূলে পৌছিলাম। আমাদের রেজিমেন্টের প্লিার্ভ দল এখানে থাকিবে, পাহাড়ের মাথায় থাকিবে পারমিশাবুস' ডানদিকে অপর একটি পাহাড়ে থাকিৰে গোলন্দাজ । যুদ্ধ স্বরু করিবার সঙ্কেত না পাওয়া পর্য্যম্ভ সৈঙ্কশ্রেণী থেকে কাহারও মাথা বাড়াইবার অবধি - জেকুম নাই। সকলে বন্দুকে গুলি ভরিয়া কাৰ্ব জের বাক্স খুলিয়া রাখিল, নিশ্বাস রুধিয়া সকলেষ্ট কনেলের “ফায়ার আদেশের অপেক্ষা করিতেছে । ফ্টওয়ায়ামার মাথায় দূরবীন হাতে কনেল দাড়াইয়া আছেন, তার সামনে খোলা মাপ হাতে বাড়াইয়া অ্যাডজুট্যাণ্ট ; মাঝে মাঝে সে ম্যাপের বক্স হাতড়াইতেছে । গোলাগুলিবাহী ঘোড়াগুলো পাহাড়ের তলায় জড়ো হুইয়াছে, মালবাহী সৈনিকেরাও কাজ স্বরু করিবার জন্য অধীর । সঙ্কেত হুইবে একটি কামানের শব্দ। নিজ নিজ ঘড়ির কাটার পানে তাকাইয়া আছি, এক এক মিনিট যায় আর বুক টিপচিপ করিতে থাকে। অবশেষে এগারোটা উনপঞ্চাশ মিনিটে বা দিকে . তোপের জাওয়াজ পাওয়া গেল । লাওৎসো-শান থেকে তাইপোশান পৰ্য্যস্ত শক্রকে আক্রমণ করার এই সঙ্কেত। গত ত্রিশ দিনের মধ্যে একটি গোলাও ছাড়া হয় নাইইহার জন্ম শক্ৰ আদেী প্রস্তুত ছিল না । তাড়াতাড়ি তারা য়ে উত্তর দিল তা ভারি অলস ও নিস্তেজ শুনাইল —আমাদের মাথার অনেক উপর দিয়া তাছাদের গোল চলিয়া গেল ! স্থির ছিল আমাদের বা দিকের সৈপ্তদল প্রবাসী-ভাদ্র, ১৩৩৮ [ еъм ভাগ, ১ম গ্ৰও প্রথমে লাওৎসো-শানের. উপর শক্রকে আক্রমণ করিয়া পরাভূত করিরে, পরে আমাদের দল গিয় তাহাঙ্গের সঙ্গে যোগ দিবে। তাই কিছুক্ষণ স্থির হুইয়৷ সেই আক্রমণের গতি লক্ষ্য করিতে লাগিলাম। একটু পরে জাম্বাদের নেী-কামানগুলো এমন সোরগোল তুলিল ষে মনে হুইল শত্রুপক্ষ অচিরে ভয়ে তটস্থ হইয়া ঘাট ছাড়িয়া পালাইবে, কিন্তু দেখা গেল তারা ততটা দুৰ্ব্বল নয় । যুদ্ধের তেজ ক্রমেই বাড়িতেছে। আমাদের সমস্ত কামান লাওৎসো-শানের উত্তরের ঢালুতে শক্রর বড় কামানগুলোকে থামাইবার চেষ্টা করিতে লাগিল । কিছুক্ষণ পরে শক্রর গোলাবর্ধণ একটু কমিয়া আসিল, সুযোগ বুঝিয়া আমাদের বা দিকের পদাতিক দল জাপানী তোপের আশ্রয়ে অগ্রসর গুইতে স্বরু করিল । অবিলম্বে তারা আন্দাজ দু'হাজার গঞ্জ সামনে একটি স্বৰ্দ্ধচন্দ্রাকার উচ্চভূমি দখল করিল, তারপরেই বামে ঘুরিয়া বেলা দশটার সময় লাঙৎসো-শানের উত্তর মুগের বাধটা দখল করিল। মনে ইষ্টল রুশের এই সব জায়গা স্বরক্ষিত করিবার ডেমন বন্দোবস্ত-করে নাই, কারণ খানিক বাধ! দেওয়ার পর তারা এখানকার বড় কেল্লা ছাড়িঃ দিল । আমাদের পতাতিকের পাহাড়ের মাথা দখল করার পরও কতক শত্রু নিৰ্ভয়ে দক্ষিণের ঢালুর উপর দাড়াইয়। মঞ্জিয়৷ ই ষ্টয়া আমাদের নিম্নগামী একাগ্র গুলিবর্ষণের ' সম্মুখীন হঠল—আক্রমণ এভক্ষণ চলার ডাহাই কারণ । শেষ পয্যন্ত আমাদের বা দিকের দল তা21দিগকে সেখান থেকে ছত্রভঙ্গ অবস্থায় ভাড়াইয়া দিল । কিন্তু তাদের পিছনে ছিল Lungwangtang খাড়ি, তাক্ট সেদিকে পলায়ন অসম্ভব। ফলে বহু হতাহতকে কেলিয়া বাদবাকি নৌকার মধ্যে লাফাইয় পড়িয়া খাড়ির ওপারে গিয়া লুকাইল ।

  1. ft*ą wzoia ( left wing ) FÉRJ gặsitz সম্পন্ন হুইল । এবার আমাদের পালা । কনেলি আওকি কাপ্তেনদের হুকুম করিলেন, ডানদিকের দল, গুলি চালাতে স্বরু কর! অমনি সমস্ত শ্রেণী মাথা बाछाहेष्ठ निज, छक्लयफ़ कब्रिञ्च उाप्नग्न बन्मूकब्र अक হইল মুড়িভাজার মত। সঙ্গে সঙ্গে রাশেঙ্গের গুলি