পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qob” প্রথমেই গুলিবারুদের অভাব পূরণ করা হইল, তার পর দলের পুনর্গঠন এবং শত্রুর অশ্বারোহী দলের সন্ধান । স্থির হইল পরদিন আমাদের সমগ্র সেনাবাহিনী একযোগে যাত্ৰা স্বরু করিবে । ২৯ তারিখে হচিয়াতুনের কাছে উপত্যকায় আমাদের রেজিমেন্ট একটা অস্থায়ী জাড়া গাড়িল। রাত তিনটায় ব্রিগেড়-সদর থেকে কনেলের কাছে আদেশ আসিল—এখনি লোক পাঠাইয়া কৰ্ত্তব্য বুঝিয়া লণ্ড । আমাকে সেই কাজে পাঠানো হইল। আরদালি সঙ্গে নিয়া নদীর ধার দিয়া দেড় 'রি' * ছুটিয়া চারটের কিছু আগে সদরে পৌছিলাম। কাজ শেষ হইলে মনে হইল, যদি আরও তাড়াতাডি ছুটিয়া শিবিরে ফিরিতে না পারি, তবে আমাদের রেজিমেণ্ট যথাসময়ে যুদ্ধে যোগ দিতে পরিবে না। স্বতরাং হালকা হওয়া দরকার। অগত্যা সমস্ত পোষাক খুলিয়া ফেলিয়া আরদালির হাতে দিলাম, ভারপর একহাতে পিস্তল আর অল্প হাতে তলোয়ার ধরিয়া একেবারে দিগম্বরবেশে উদ্ধশ্বালে ছুটিলাম। তখনও অন্ধকার, ভুল পথে ন যাই সে সম্বন্ধে খুব সতর্ক আছি। নদীর ধার দিয়া অবিরাম ছুটিতেছি, দম বন্ধ হুইয়া অভ্যালিতেছে। - 四夺哥刁 হঠাৎ এক জায়গায় পে-মাষ্টার’ মিশিমার গলার ক্ষ; ওয়াজ পাইলাম—তিনি আহার্ষ্য পাঠাইবার ব্যবস্থা করিতেছিলেন । দৌড়িতে দৌড়িতেই চীংকার করিয়া বলিলাম—খাবারের আর দরকার নেই, এখনি আমরা যাত্রা করব । আমার কথা শেষ হষ্টলে পিছনে অনেক দূরে মিশিমার গলার আওয়াজ পাইলাম । ভাগ্যক্রমে ভুল করিয়া পথ হারাষ্ট নাই, পাচটার দশমিনিট আগেই আমাদের অস্থায়ী আড্ডায় পৌছিলাম। সৈন্তদল তখনি জড় হইয়া শক্রকে আক্রমণ করার আদেশ পাইল । যে জারদালির হাতে আমার পোষাক দিয়াছিলাম সে এখনো ফেরে নাই। অবশ্ব গ্রীষ্মকালের প্রত্যুষে এমনি বিবন্ত্র অবস্থায় থাকায় দিব্য জারাম, কিন্তু এ ভাবে ত আর ‘মাৰ্চ’ করা যায় না। প্রথম কৰ্ত্তব্য বিনা পোষাকে

  • ७क “ब्रि'=हेरtबऔ २॥ नांदेण चान्वाज

প্রবাসী—ভায়, صوانيني لا [es* छांनं, sञ थ७ স্বসম্পন্ন হইয়াছে, কিন্তু এখনকার কৰ্ত্তব্যে যে পোষাক দরকার। প্রথম আরদালির সন্ধানে দ্বিতীয় জারদালি ছুটিল, কিন্তু তবুও তার দেপা নাই । শেষে যাত্রাকাল ऍBश्रृंहिङ, चांभाव्र च्प्रयचूहा ८*ाछनैौम्न झझेम्नां भैशंप्लाझेल । झांज ছাড়িয়া দিয়াছি, এমন সময় ভাগ্যক্রমে শেষ মূহূর্ভে পোষাক আসিয়া পৌছিল উলঙ্গ অবস্থায় লড়াই করার গৌরব অর্জন করা গেল না ! এখন সেটা হাসির কথা, কিন্তু তখন রীতিমত ভাবাইয়া তুলিয়াছিল । বোঝা গেল এবার লড়াই হইবে খোলা মাঠে । তার মানে প্রথম শ্রেণীতে চলিল skirmishers, তার পিছনে "রিজার্ভ" দল—সমস্তই দস্তুরমাফিক সাজানো, যেন শাস্তির সময়ে সখের লড়াই হইবে । কেল্লা আক্রমণের সময় এভাবে সৈঙ্গচালনা প্রায় অসম্ভব—তখন রণভূমির অবস্থা অনুযায়ী *রিজার্তের’ সংখ্যা ক্রমশ বাড়াইতে হয়। এ পর্ষ্যস্ত শিলাময় পাৰ্ব্বত্য ভূমিষ্ট আক্রমণ করা হইয়াছে ; তাই যতদূর সম্ভব শক্রর কাছাকাছি হওয়ার চেষ্ট, যাহাতে সুযোগ পাইলেক্ট একযোগে তাদের উপর ঝাপাইয় পড়া যায় । এই ধরণের আ ক্রমণে ড্রিলের কেতাবে লেপ সেনা ংস্থান সম্ভব নয় । সে যাই হোক, এবার তাঙ্কপোশান পার হইলেক্ট সেখান থেকে সমুচ্চ তাকুশান পয্যন্ত বিস্তুত সমভল, তাই এবার প্রথম খোলা মাঠে লড়াইয়ের সম্ভাবনায় আমাদের বেজায় স্ফৰ্বি । শত্রু অপ্রস্তুত অবস্থায় ছিল, স্বধোগ বুঝিয়া আমরা হঠাৎ আক্রমণ করিলাম । তারা কতকটা বাধ৷ দিলেও পায়ে-পায়ে হটিতে বাধ্য হুইল । আমাদের রেজিমেন্টের কেবল ছুটি দল হাতে রহিল, বাকি সকলেই যুদ্ধে নামিয় গেল । কমে তারা শক্রকে ঘেরিয়া ফেলিল ; দুই দিকেই. আক্রমণ করার ফলে মাঝখানের দলের হার হষ্টতেই তার দুই ভাগে বিচ্ছিন্ন হইয়। পড়িল, তখন আর পিছু না হটিয়া উপায় রহিল না। শেষ লক্ষ্যস্থলে তখনও পৌছি নাই, ভুট্রাক্ষেতের উপর দিয়া পতাকা হাতে ছুটিয়া চলিয়াছি, এমন সময় মেজর উচিনোর সঙ্গে দেখা । তার তীক্ষু চোখ বাজ পার্থীর চোখের মত জলিতেছে, তলোয়ারে ভর দিয়া একখানা পাথরের উপর তিনি দাড়াইয়া। দেশে থাকিতে