পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆరి8 প্রবাসী—ভান্দ্র, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAMAAASAAAS এক টানেল ইহাকে শোণের সহিত যুক্ত রাখিয়াছে। দক্ষিণ দিকে একজন প্রসিদ্ধ মুসলমান সাধকের সমাধিস্থান —“বড় দরগা। শেখ, ইয়াহিয়া মনের-ই বা মখদুম ইয়াহিয়া এখানে দেহ রক্ষা করিয়াছেন । মনেরেই ইহার জন্মস্থান ছিল, ১২৯০-৯১ খ্ৰীষ্টাব্দে দেহান্ত হয় । আজ ছোট দুর্গার এক কোণের দৃপ্ত র্তাহার মুতুদিন বলিয়া এথানে বিস্তর লোকসমাগম হইয়াছে । দরগায় প্রবেশ করিয়া দেখিলাম তিনটি সমাধিস্থান রহিয়াছে ; তাহার মধ্যে একটি পূৰ্ব্বোক্ত মথ ছম ইয়াহিয়া মনের-ই-র, অন্ত একটিতে র্তাহার কাকা ও অপরটিতে র্তাহার স্ত্রীর সমাধি । তারপর ছোট দরগায় গেলাম। ইহা দেখিতে বড়, কিন্তু মানে ছোট, তাই বোধ হয় ইহার নাম “ছোটা দরগা।” এখানে মথছম দৌলত শাহের সমাধিস্থান আছে । মখদুম দৌলত শাহ পূৰ্ব্বোক্ত সাধকের (ইয়াহিয়া মনের-ই-র ) ভাগিনেয়, তখনকার বেহারের স্ববাদার ইব্রাহিম খার গুরু। ১৩০৮ খ্ৰীষ্টাব্দে তিনি মারা যান, আর ১৩১৬ খ্ৰীষ্টাব্দে ইব্রাহিম খা সমাধিস্থান নিৰ্ম্মাণ শেষ করেন। ছোট দরগার চার কোণে চারিটি স্বন্দর স্তম্ভ আছে ; ইহা দক্ষিণমুখী ; পূৰ্ব্বোক্ত দীঘির উপরেই। দরগার মধ্যভাগে ছাদের পুৰ্ব্বদিকে আরবী অক্ষরে লেখা আছে—“আতাল কুসী, বিসমোল্লা।” পাটনা , . : హౌ ଧ୍ଯl3.. : ছোট দুর্গার ছাদের ভিতরকার গু-এক দিক গেজেটিয়ারে ইহার নিৰ্ম্মাণকাল ১৬১৬ খ্ৰীষ্টাব দেওয়া হইয়াছে, কিন্তু এরূপভাবে সময়-নিরূপণ করা অতি দ্বঘট ব্যাপার। ওল্ডহাম সাহেব বলিয়াছেন, ইহা নাকি' গুজরাত হইতে কারিগর আসিয়া তৈয়ারী করিয়াছে, এবং মন্দির নিশ্বাণপদ্ধতিতে তাহার আভাস পাওয়া যায়। অভিজ্ঞ দর্শক হয়ত এ বিষয়ের মীমাংসা করিতে পারিবেন । কিন্তু ইহা যে “বঙ্গদেশে মোগলদের সর্বাপেক্ষ স্বন্দর কীৰ্ত্তি- একথা বুকানান হামিণ্টনের মত লোকও বলিয়া গিয়াছেন । সে স্বল্প কারুকার্ষের কথ। আর কি বলিব ! কি করিয়া তাহার যথেষ্ট প্রশংসা করি ! ছোট দরগার ভিতরকার ছাদে যে সংযত সৌন্দৰ্য্যক্লচির