পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{&&8 না । মালী বা মজুরকে দিয়া ঠিক-মত কাজ পাওয়া যে कि कडेकब्र, डांश डूखन्छांनै भांजहे छांटनन •••uकछै। यांनौब्र भाश्निा ७ थांसब-"ब्राप्ठ भांदन अरूङ २४२ পড়ে। সে তুলনায় দুই-তিনট। ছাগল-পোষার খরচ किडूहे नब्र ° “সত্যি লিখেচে এই সব ? কই, দেখি ?" স্ত্রী টোভের উপরে স্কুধের কড়া ফেলিয়াই উঠিয়া বইটা দেখিতে জাসিলেন । কারণও ছিল । ঠিক আগের দিনেই উড়ে মাঙ্গীট তাহার একজোড়া ব্রেসলেট লইয়া বিনা নোটিলে চাকুরি ছাড়িয়া চলিয়া গিয়াছে। আমি পড়িতে লাগিলাম, “বৰ্ত্তমানে বাজারে মাংসের দর ক্রমেই চড়িতেছে ।•••ছাগলের দুধ, যেমন স্বাঞ্ছ তেমনি পুষ্টিকর। শিশু রোগী ও বৃদ্ধের পক্ষে অতি উপকারী। আজকাল খাটি দুধ ত কিনিতে পাওয়াই যায় না। একটা ছাগল বৎসরে••••••• কড়ার স্কুধ উথলিয়া পড়িয়া ষ্টোণ্ড সশকে নিবিয়া cनं न । ब्लौ डांश लचकre कब्रिएलन नl.-“श्रांछझl, আমাদের ক'টা কেনা হবে ? আমার ত মনে হচ্ছে ছটা হ’লেই আপাততঃ—কি বল ?” আমারও ঝোক চাপিয়াছিল, বলিলাম, “বেশ ত, তার আর কি ? কেনা যাবে * যথাসময়ে ছাগল আসিয় পৌছিল। ছটা নয়, দুইট । তা হোক, ছাগল বটে ! যেমন প্রকাও দেখিতে, তেমনি লম্বা শিঙ। স্ত্রী দেখিয়া আনন্দে মাতিয়া উঠিলেন। ছেলের চেচামেচি করিয়া হাট বসাইয়া দিল । স্ত্রীও কম যান না—“আহা, ওদের বেঁধে রেখো না । ছেড়ে দাও, গেট ত বন্ধই রইল । দেখো এখন কেমন আপনি চরে খাবে I* উত্তরে আমি শুধু খোটাটার মাথায় হাতুড়ীর আরও কয়েকটা ঘা বসাইলাম । বলিলাম, "বেঁধে ত রাখতেই হবে । নইলে পরে যদি পালিয়ে যায়, তখন ? আর ফুলের গাছগুলো------” তিনি একটু বিষঃমুখে, করুণ নেত্রি তাহাজের খাওয়া দেখিতে লাগিলেন। আহা বেচারীরা ! একটু স্বাধীনভাবে চরিয়া খাইবার ক্ষমতাটুকু পাম্ভ নাই ! *s.) প্রবাসী—ভাদে, ১৩e৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড পরদিন সকালে দেখা গেল, দড়ি ও খোট। সমেত ছাগল অভহিত হইয়াছে। বহু চেষ্টাতেও কোনো খোজ মিলিল না । ভোর হইতে সারাটা সকাল ছাগলের সদ্ধানে রৌত্রে ঘুরিয়া ঘুরিয়া, শেষে শ্রাপ্তদেহে বাড়িতে জালিয়া বসিয়া পড়িলাম। স্ত্রী ব্যাকুল হইয়া জামার প্রতীক্ষা করিতেছিলেন। এক ফিরিয়া জাসিতে দেখিয়া ছটিয়া আসিয়া প্রশ্ন করিলেন, “কি হ’ল ? পেলে না ?” বলিলাম, "না: । সমস্ত পাড়াটা খুজে এলুম, কেউ বললে না তাদের দেখেচে । ও গেছে, আর পাওয়া शां८द न! ।* তাহার চক্ষে নিরাশায় জল আসিল । ভগ্নকণ্ঠে বলিলেন, “পাওয়া যাবে না ? না না, তুমি হয়ত ভাল করে খুজে দেখনি। ধর যদি কেউ—” কথা শেষ হইল না। তাহার দৃষ্টি অনুসরণ করিয়া চাহিয়া দেখিলাম, হারানিধি আপনি ফিরিয়া আসিতেছে । বাগানের গেট খুলিয়া একজন খুব মোট লোক প্রবেশ করিল, দুই হাতে দুইটা ছাগলকে দড়ি ধরিয়া সে প্রাণপণে টানিয়া আনিতেছে । চিনিলাম সে বাজারের সঙ্গীওয়ালা । কাছে আলিয়। একস্থাতে কপালের ঘাম মুছিতে মুছিতে সে জিজ্ঞাসা করিল, “দেখুন ত, এ ছাগল আপনাদের ” স্ত্রী চক্ষু মুছিতেও ভুলিয়া গেলেন । ছুটিয়া আসিয়া বলিলেন, “আঃ বাচালে ! পেলে এদের ?” s অথচ দুইদিন আগেও এই লোকটি সজী বেচিতে আসিলে তিনি ইহার সম্মুখে বাহির হন নাই । দরদপ্তর করিবার জন্ত আমাকে পাড়া হইতে ডাকাইয়া জানাইয়াছিলেন । লোকটা ততক্ষণ একপাশে একটা খোটার সঙ্গে জড়ি দুইটা বাধিয়া রাখিতেছিল। আমার দিকে চাহিয়৷ বলিল, “আজে পেয়েছি আমার কপি ক্ষেতে । ভোরবেলায় কপি তুলতে গিয়েছি, না দেখি, এর আরামে ফলার করছেন । ছ'ছ কুড়ি কপি খেয়ে ফেলেছে, বাৰু। হাসিমুখে কোথায়