পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

موسونوRد প্রবাসী-ভাদ্র, ^9లిy eא זיג ויוס יצo ] পোতা সেই চাপা ফুল গাছটা ! কবে তাহার ফুল ধরিয়াছে, কবে গাছটা মাছুষ হইয়াছে, গত সাত বৎসরের মধ্যে জপুর সে খোজ লওয়ার অবকাশ ছিল না— किरू ८षांक ८कमन कब्रिच्चों সে বলিল—খোকা ফুল পাড়চিস ত, গাছটা কে পুতেছিল জানিল ? কাজল বাবার দিকে চাহিয়া হাসিয়া বলিল— তুমি এস না বাবা, ঐ ডালট। চেপে ধর না! মোটে ছুটে পড়েচে । অপু বলিল—কে পুতেছিল জানিস গাছটা ? নভোর মা ! किच्च भ। बजिरण कास्त्रण किङ्कहे ८बारक ना । खान झहेंब्रां जबशि cण नेिनिभो झांज्जां योद्ध काझां८कe চিনিত না, দিদিমাই তাহার সব । মা একটা অবাস্তব कiब्रनिक सriशांद्र यांछ । भाcभ्रत कथांम्र डfद्र यzन কোনো বিশেষ স্থখ বা দুঃখ জাগায় না । কাজলকে সে কলিকাতায় লইয়া আসিল পরদিন বৈকালের ট্রেনে। সন্ধ্যার পর গাড়ীখানা শিয়ালদহ ষ্টেশনে চুকিল । এত আলে, এড় বাড়ীঘর, এত গাজীঘোড়া—কি কাণ্ড এ সব ! কাজল ৰিষ্ময়ে একেবারে নিৰ্ব্বাক হইয়া গেল। সে শুধু বাৰায় হাত ধরিয়া চারিদিকে ডাগর চোখে চাহিতে চাহিতে চলিল । হারিসন রোডের বড় বড় বাড়ীগুলা দেখাইয়া একবার সে বলিল-ও-গুলো কাদের বাড়ী, বাবা ? আত दाफ़ौ ? বাবার বাসাটায় চুৰিয়া কাপড়-চোপড় ছাড়িয়া সে গলির মোড়ে দাড়াইয়া বড় রাস্তার গাড়ীঘোড়া cमथि८७ जात्रिण । चबाकू जलश्रृान जिमिर्गा) कि ? বাবার দেওয়া দুটো পয়সা কাছে ছিল, এক পয়সার জবাক্ জলপান কিনিয়া খাইয়া সে সত্যই অৰাক্‌ -হইয়া গেল। মনে হইল এমন অপূৰ্ব্ব জিনিষ সে জীবনে चाब्र कथनe थाब्र नाहे । छाल ८झांना छांछ cण अप्नक थाहेब्बादइ । किछ कि भलला निम्न हेझांब्रा उन्नैौ कtब्र ४ङ्गे चयाकू खजनान ? অপু তাহাকে ভাকিয়া বাসার মধ্যে লষ্টয়া গেল । বলিল—ও-রকম একলা কোথাও বালনে এখানে খোকা । হারিয়ে যাবি কি, কি হবে। যাওয়ার দরকার নেই। काछरणञ्च ७ककै छू:वश्व कां*ि* त्रिञ्चाप्इ । चाब्र দাদামশায়ের বকুনি খাইতে হুইবে না,এক গিয়া দোতালার ঘরে রাজিতে শুইতে হইবে না, মামীমাদের ভয়ে পাতের erडाक डाडी भू:िबा उशङ्केबा थाश्एफ इश्वना । -একটি স্থাত পাতের নীচে পড়িয়া গেলে বড় মামীম। বলিত-পেয়েচ পরের, দেঙ্গার ফেল আর ছড়াও— ৰাবার অন্ন ত খেতে হল না কোনোদিন । ছেলেমান্থৰ হইলেও সব সময়ে এই বাবার খোট। কাজলের মনে বড় বাজিত । অপু বাসায় আসিয়া দেখিল কে একখানা চিঠি দিয়াছে তাহার নামে—অপরিচিত হস্তাক্ষর। আজ পাচ ছয় দিন পত্ৰখানা আসিয়া চিঠির বাক্সে পড়িয়া আছে। খুলিয়া পড়িয়া দেখিল একজন অপরিচিত ভদ্রলোক তাহাকে লিখিতেছেন, তাহার বই পড়িয়া তিনি মুগ্ধ *হইয়াছেন, শুধু তিনি নহেন, তাহার বাড়ীশুদ্ধ সবাই— প্রকাশকের নিকট হইতে ঠিকানা জানিয়া এই পত্র লিখিতেছেন, তিনি তাহার সহিত দেখা করিতে চাহেন। VI () শীতকালের মাঝামাঝি অপুর চাকুরিটি গেল । অর্থের এমন ৰাষ্ট সে অনেকদিন ভোগ করে নাই । ভাল স্কুলে দিতে না পারিয়া সে ছেলেকে কর্পোরেশনের কি স্কুলে ভত্তি করাইয়া দিল । ছেলেকে দুধ পৰ্য্যপ্ত দিতে পারে না, ভাল কিছু খাওয়াইতে পারে না । বই-এর বিশেষ কিছু জায় নাই। হাত এদিকে কপদকশূন্ত । এই অবস্থায় একদিন সে বিমলেন্দুর পত্র পাইল একবার আলিপুরে লীলার ওখানে পত্রপাঠ আসিতে । লীলার ব্যাপার স্ববিধ নয়। তাহারও আর্থিক অবস্থা বড় শোচনীয়। নিজের যাহ। কিছু ছিল গিয়াছে, আর কেহ দেয়ও না, বাপের বাড়ীতে তাহার নাম করিবার পৰ্য্যস্ত উপায় নাই। ইদানীং তাহার মা কাশী হইতে তাহাকে টাকা পাঠাইডেন বিমলেন্দু নিজের খরচ হইতে বাচাইয়৷ কিছু টাকা দিদির হাতে দিয়া যাইত । তাহার উপর মুস্কিল এই যে, লীলা বড়মানুষের মেয়ে, কষ্ট করা অভ্যাস নাই, হাত ছোট করিতেওঁ জানে না । এই রকম কিছুদিন গেল। লীলা যেন দিন দিন কেমন হইয়া যাইতেছিল । অমন হাস্যমুখী লীলা তার মুখে হাসি নাই, মনমরা, বিষঃ ভাব । শরীরও ৰেন দিন দিন শুকাইয়া যাহতে থাকে । গত বর্ষাকাল এই ভাবেই কাটে, বিমলেন্দু পুঞ্জার সময় পীড়াপীড়ি করিয়া ডাক্তার দেখায়। ডাক্তারে বলেন, থাইসিসের স্বত্রপাত হুইয়াছে, সতর্ক হওয়া দরকার । बिभरणम् लिभिश्चाड्-ि-गौणोब्र भूब खs ।।' ङ्कण বঙ্কিড়েছে, কেহই নাই, সে এক ও একটি চাকর সারারাত জাগিয়াছে, আত্মীয়স্বজন কেহ ডাকিলে আসিবে না, কি করা যায় এ অবস্থায় । অপু গিয়া দেখিল, দোতলায় কোণের ঘরের খাটে গীলা গুইয়া আছে । विश्वट्जनू ७ कि बनिद्रा चारश्। श्रब्रउ ब्राप्ज बग्न श्ब ।