পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩১শ ভাগ, ১ম খণ্ড &"ఎ. পুণার ভারতীয় নারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নূতন গ্রাজুয়েট, মধ্যস্থলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার স্যর সি. ভি. মেহতা, ও মাদ্রাজ ব্যবস্থাপক সভার ভূতপূৰ্ব্ব ভেপুট প্রেসিডেন্ট ডাঃ শ্ৰীমতী মুসুলক্ষ্মী রেড ডী দাড়াইয়া আছেন। শ্ৰীমতী পিলু এম বেসববালা প্রীমতী মায়ালত সোম শ্ৰীমতী মায়ালত সোম— বাংলা দেশ হইতে ইনিই প্রথম ডাঃ কুমারী মস্তেসরীর শিক্ষ-প্রণালীর ডিপ্লোমা লইবার জন্ত লওনে যাইতেছেন । লণ্ডনে একটি মস্তেসরী সজা আছে ; হ্যাম্পষ্টেড পল্লীতে তাহার প্রধান কেন্দ্র । এই স্থানে প্রতি বৎসর একটি ক্লাস পোলা হয় এবং কুমারী মস্তেসরী নিজে আসিয়া সেই ক্লাসের অধ্যাপনার কাজ করেন । রোস্ক ছাড়া আর কোথাও এখন এইরূপ ক্লাস নাই, সেজন্তু ইউরোপ হইতে অনেক শিক্ষয়িত্রী লওনে আসিয়া ডিপ্লোমা লইয়া যান। কুমারী মায়ালত সমাপ্ত খৃষ্টান-বংশের কক্ষা ; পরলোকগত জয়গোবিন্দ সোম মহাশয় ইহার পিতা। ঐমতী মায়ালত। ব্রাহ্মবালিক শিক্ষালয়ে ট্রেনিং বিভাগের শিক্ষয়িত্রীর কাজ অতি যত্ন ও নিপুণতার সহিত সম্পন্ন করিতেছিলেন ।