পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«η Συ মোটরের ঝাকানীতে সেটি হাতল থেকে ছিড়ে রাস্তায় কোথায় পড়ে গিয়েছে, তার হাতলট। কিন্তু গাড়ীর সঙ্গে বঁধিবার দড়ীতে জাটুকে আছে। এখন ঐ স্কট-কেসটীতে আমার এ-যাবৎ সংগ্রহ করা অনেকগুলি ভালো ভালো জিনিস ছিল—বলিদ্বীপের পট, পিতলের মূৰ্ত্তি, বহু ফোটোগ্রাফ, -এ সব ছিল , আর ছিল শ্ৰীযুক্ত অৰ্দ্ধেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে নেওয়া লণ্ঠনের স্নাইড-গুলি। স্কট-কেসট যে ছিড়ে পড়ে গিয়েছে এ খবর টের পাওয়া যায় প্রাম্বানান-এ পৌছে ; তখনই এক পুলিস অফিসার মোটরে ক’রে বেরিয়ে গিয়েছেন, রাস্তা ধ’রে খুজে দেখতে—যদি পাওয়া যায় । মনে ভারী দুঃখ হ’ল, এতগুলি স্বন্দর জিনিস হয়তে। আর পাওয়া যাবে at ; ‘oriental fatalism” ştgl of Sygą czē CHvor দুঃখটা মন থেকে ঝেড়ে ফেলে দেবার চেষ্টা ক’রতে লাগলুম—তবে অন্তের ন্যস্ত স্নাইডগুলি যে খোয় গেল, তার কি হবে—এই ভাবনাটা এল । যা হোক, কবি তো একটু ঘুরে ফিরে দেখলেন ; দেয়াল ধ’রে সকলে মন্দিরের পশ্চিম দিকটায় নদীর ধারে একটু ঘুরে’ এলুম । শিবের মন্দিরের সিড়ি বেয়ে উঠতে কবির কষ্টও খুব হ’ল ; সেইখানে ব’সে তিনি একটু দেখলেন । প্রাস্বানান-এর সমস্ত মন্দির প্রভৃতির সমাবেশ দেখে তিনি খুব প্রীত হলেন । তবে দুঃখের বিষয়, বেশীক্ষণ আমাদের থাকা হ’ল না— কবি যদি একলা-একলা ঐ জায়গায় একটু লম্বা সময় কাটাতে পারতেন, অত লোকের ভীড যদি না থাকৃত, তা’হলে আমাদের সাহিত্য বর-বুদুর-এর উপর য়েমন একটা চমৎকার কবিতার দ্বারা সমুদ্ধ হ’য়েছে, তেমনি প্রাম্বানান-এর উপরও একট বড়ো কবিতা লাভ করত । মন্দিরের পাশেই কবিকে চী থাগুয়াবার ব্যবস্থা ক’রেছিল । চায়ের টেবিলের চার ধারে ব"সে খানিকট। বেশ আলাপ চ’লল । বাকে আর স্বরেন বাবু ধীরেন বাবু ফোটে। নিতে আর স্কেচ, ক’রতে লেগে গিয়েছেন। চায়ের টেবিলে বিশাল-কলেবর কালেনফেলস্ সাহেবের রসালাপ খুব জ’মল—আমাদের ক্ষীণ-তন্ত তাম্রচুড় আর রুশ-কায় অথচ দীর্ঘ-দেহ ডাক্তার বস্ সাহেবকে উপলক্ষ্য ক’রে। এই dRH-తాtH, రిలy [ ৩১শ ভাগ, ১ম খণ্ড কালেনফেলস্কে ঘবদ্বীপীয়ের নাম দিয়েছে ‘তুজান রকসস’ অর্থাৎ "শ্ৰীযুত রাক্ষস' ; জাবার নাকি তাকে প্রাস্বালানে রবীন্দ্রনাথ—বাল হইতে দক্ষিণে "ন্ত:স্ৰচুড়, কালেনফেল্প্‌, প্রবন্ধকার, রবীন্দ্রনাথ, বস: পৃথক্ উপবিষ্ট পিন্ধী বণিকৃগণ { ঐযুক্ত বাকে-কর্তৃক গৃহীত ] ‘বৃকোদর’ ব’লে ও আfভঙ্গিত করে । আকারে রাক্ষসের মতনই লম্বা-চওড়া, কিস্থ প্রকৃতি হুে শিশুর ੋਜ সরল, আর হাস্তা-কৌতুক ক’রে সকলকেই মাতিয়ে রাখেন— এমন ভাজা প্রকভির লোক বিরল । ইতিমধে। এগারোটা বাজে—এমন সময়ে আমার প’ড়ে-বাওয়া স্কট-কেসের সন্ধানে ধে মোটর বেরিয়েছিল সেটা ফিরে এল ; স্বপের বিযয়, সেট-কেসটী পাওয়া গিয়েছে, পথের ধারে এক গায়েব লোকেরা পেয়ে কাছে আমি একট। আরামের তথন যোগ কর্ক থানায় জমা ক’রে দিয়েছিল ; নিঃশ্বাস ফেলে ব{চলুম ! অভিমুখে যা । ক’রলুম। আমিব। আমরা চলে যাবার সময়েই দেগলুম- দূর কোনো গ্রাম থেকে এক দলু ছেলে-মেয়ে মাষ্টারণের সঙ্গে এসেছে— প্রাস্বানান দেখবার জন্য । সঙ্গে কাপড়ে বেঁধে থাবার এনেছে । কোন ৪ ঠপুলের ছাত্র ছাত্রী হবে এরা । স্কুলের ছেলেমেয়েদের প্রাচীন কীৰ্ত্তি দেখানোর রীতি এদেশে প্রবর্তিত হ’চ্ছে দেখে খুশী হ’লুম। সমস্ত পথটায় দেখলুম—এ অঞ্চলটা খুব উৰ্ব্বর, অfর তেমনি এখানে লোকের ঘন বসতি । সাড়ে এগারোটায় আমরা যোগ্যকৰ্ত্তয় পৌছুলুম । সরাসরি