পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] কয়েকটি অসবর্ণ বিৰাহ হইয়াছে। মহারাজা বাহাদুর তাহার পিতার স্থায় বৈষ্ণব, তাহা তাহার অভিভাষণ হইতে জানা যায়। বৈষ্ণৰ মত ও আচরণে বর্ণভেদের কড়াকড়ি তাহার অভিভাষণের অনুযায়ী কি না, বিবেচ্য। কন্‌ফারেন্সের রাজনৈতিক প্রস্তাবগুলি খুব কম। তাহা ঠিকই হইয়াছে। এই প্রস্তাবগুলি ভাল । অধিকাংশ প্রস্তাব সমাজ, শিক্ষা, কৃষ্টি, ধনাগমের উপায় প্রভৃতি সম্বন্ধে ছিল। বস্তুতঃ এই সব দিকে কাজ করিয়া হিন্দুসমাজকে রক্ষা করা ও বদ্ধিষ্ণু করাই হিন্দু মহাসভার প্রধান কাজ । হিন্দুসমাজের সকল লোককে মনে রাখিতে হইবে, যে, সকল জা’তের, সকল বর্ণের ধনী-দরিদ্র সকল হিন্দুকে সমাজে অসম্মানমুক্ত স্থান দেওয়ার উপর হিন্দুসমাজের ংহতি, শক্তি, ও ক্ষয়ুনিবারণ নির্ভর করে । প্রবাসীর *সম্পাদক ব্রাহ্মসমাজের লোক, ব্রাহ্মসমাজ জা’ত মানেন না । কিন্তু আমরা এখানে জা’ত না-মানার পরামর্শ দিতেছি না । আমরা কেবল ইহাই বলিতেছি যে, আধুনিক বঙ্গীয় হিন্দুসমাজে কায়স্থ ব্রাহ্মণ বৈদ্যের ( নামগুলির উল্লেখ বর্ণমালার অন্সব্রুমে করা হইল ; যেমন পরস্পর ঔদ্বাহিক আদানপ্রদানাfদ না করিলে ৪ পরস্পরকে অস্পৃশ্ব অনাচরণীয় জ্ঞান বা তাচ্ছিল্য করেন না, সেইরূপ ব্যবহার সকল জা’তের প্রক্তি কর, হউক । কোন জা’তের কেহ কেহ যদি এরূপ ব্যবহারের যোগ্য বিবেচিত না হন, শিক্ষা ও আর্থিক অবস্থা বিষয়ে তাহীদের উন্নতিসাধনের চেষ্টা করা হউক । উদারনৈতিক সংঘের অধিবেশন এবার উদারনৈতিক সংঘেব অধিবেশন বোম্বাইয়ে হইয়। গিয়াছে । এলাহাবারের দৈনিক ‘লীডার’ কাগজের প্রসিদ্ধ সম্পাদক শ্ৰীযুক্ত চিরবাভরী যজ্ঞেশ্বর চিস্তামণি সভাপতি নিৰ্ব্বাচিত হন । তাঙ্গার দীর্ঘ অভিভাষণ তাহার খ্যাতির সম্পূর্ণ উপযুক্ত । তিনি ভারতবর্যের জন্ত যেরূপ স্বাধীনতা চান তাহা নামে কংগ্রেসের ঈপিাত পূর্ণ স্বরাজ না হইলেও মূলতঃ এবং সারত: তাহারই মত। বস্তুতঃ শ্ৰীযুক্ত চিন্তামণি সত্যাগ্রহ করেন নাই বা তাহার সমর্থন করেন না বটে, কিন্তু স্বাধীনতার স্বল্পষ্ট দাবিতে এবং গবষ্মেন্টের নিভীক ও তীব্র সমালোচনায় তিনি ংগ্রেসের নেতাদের সমশ্রেণীস্থ । so তিনি প্রথম গোলটেবিল কনফারেন্সের সভ্য ছিলেন, দ্বিতীয় কনফারেন্সেরও সভ্য . প্রথম কনফারেন্সে যাহা হইয়াছে, তাহাতে তিনি সস্তুষ্ট নহেন । ভারতবর্ষের ছিতের জন্ত বলিয়া অভিহিত কিন্তু বাস্তবিক ইংলণ্ডের বিবিধ প্রসঙ্গ—আকোলায় হিন্দু মহাসভা AA AMAA AM MAAA AAL AA AAAA AAAAS AAAAA AAAA AAAA MAA MAeMAMMAAA AAASS ጻ8› S AMSMA AMMAAA SAAAAAS AAAAAMAAA AAAA AAAA AAAA AAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS r همه ای بی سید محمد متر که স্বার্থরক্ষার জন্ত অভিপ্রেত যে-ষে বিষয়গুলি ব্রিটিশ গৰষ্মেণ্ট নিজেদের হাতে রাখিতে চান, যেমন সৈনিক বিভাগ, ভারতবর্ষের ও ইংলণ্ডের মুদ্রা বিনিময়ের হার, ভারতবর্ষে মুদ্রার পরিমাণের হ্রাস বৃদ্ধি, শিল্পবাণিজ্যে বিদেশী ইংরেজ ও অক্ষান্ত জাতিকে নামে ভারতীয়দিগের সমান কিন্তু কাৰ্য্যতঃ এখনকার মত বেশী স্থযোগ প্রদান, সেই সব বিষয় তাহাদের হাতে রাখা ঐযুক্ত চিন্তামণি यश्र८भांनन क८ब्रन नां । উদারনৈতিক সংঘের অধিবেশনে গৃহীত প্রস্তাযুগুলিও মোটের উপর ভাল এবং ভারতবর্ষের স্বাধীনতালাপ্ত ও অন্তবিধ কল্যাণের জমুকুল। - গান্ধীজ বিলাত যাইতেছেন না গোলটেবিল বৈঠকে যোগ দিবার জন্তু গান্ধীজীর বিলাত যাইবার কথা ছিল । কংগ্রেস ওয়ার্কিং কমিটির সহিত একমত হইয়া তিনি না-যাওয়া স্থির করিয়াছেন । র্তাহার মতে গবন্মেণ্ট চুক্তিভঙ্গ করিয়াছেন, এবং কংগ্রেসের ও গবন্মেণ্টের এ বিষয়ে মতভেদ নিরপেক্ষ সালিসবোর্ডের হাতে দিতে চান না । গান্ধীজির যাওয়া না হওয়ায় আমরা খুব দুঃখিত। কিন্তু তিনি ঠিক্‌ কাজ করিয়াছেন মনে হইতেছে —কেন, তাহা বলিবার সময় ও স্বান নাই। ভারতের স্বরাজের বিরোধী ইংরেজদের চেষ্টা সফল ও মনোবাঞ্ছা পূর্ণ হইল । আকোলায় হিন্দু মহাসভা হিন্দু মহাসভার গত অধিবেশন গত মাসে আকোলা শহরে হইয়াছিল । সভাপতি হইয়াছিলেন সালেমের শ্ৰীযুক্ত সী বিজয়রাধবাচাৰ্য্য। র্তাহার বয়স আশীর কাছাকাছি, কিন্তু তিনি মানসিক শক্তি হারান নাই । তিনি কংগ্রেসের প্রাচীনতম সভ্যদের অন্ততম, তার চেয়ে বুদ্ধ ংগ্রেসওয়ালা বাচিয়া আছেন বোধ হয় একমাত্র স্যার দীনশা এদুলজী ওয়াচ । শ্রযুক্ত বিজয়রাঘৰাচাৰ্য্য রাজনৈতিক জ্ঞান, দৃঢ়চিত্তত, নিৰ্ম্মল চরিত্র এবং সাৰ্ব্বজনিক নানা কাজে কৃতিত্বের জন্তু শ্ৰদ্ধাভাজন । তাহার অভিভাষণটি সমগ্র একসঙ্গে পড়িবার স্বযোগ পাই নাই। যাহা দেখিয়াছি, তাহাতে ইহা রাজনৈতিক আলোচনাতেই পূর্ণ বলিয়া মনে হয় । এই জালোচন৷ বেশ বিশদ, এবং স্পষ্টবাদিত ইহার সর্বত্র লক্ষিত হয় । হিন্দুসমাজের সামাজিক ও অর্থনৈতিক নানা প্রশ্নের আলোচনা তিনি করিয়াছিলেন কি না, বলিতে পারি