পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓፄ&» প্রবাসী – অশ্বিন, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড শিপ্রী তীরবর্তী মন্দিয়—উজ্জয়িনী অঙ্গের দ্বারা গঠিত হইতে লাগিল । রাজপুতানার শিল্পিগণ পরবর্তীকালে মন্দিরকে উচ্চ করিয়া গড়িবার সময়ে ৰাড়ে জাংঘকে না বাড়াইয়া পাদ ও বরণ্ডের কামগুলিকে দৈর্ঘ্যে বড় করিয়া দিতেন । জাংঘ যেমন ছিল, প্রায়ই তেমনই রহিয়া গেল। এতদ্ভিন্ন রাজপুতানায় বাড়ের পরিবর্ভে গণ্ডীকে অপেক্ষাকৃত বেশী উচ্চ করিয়া দেওয়া হইল। বাড়ের সহিত গণ্ডীর অনুপাত উড়িষ্যায় পূর্বে ১ : ১.০ ছিল, উত্তরকালে পঞ্চাঙ্গ-বাড়বিশিষ্ট মন্দিরের ক্ষেত্রেও তাছাই প্রায় बजाब ब्रश्णि । क्रूि ब्रांबभूडानाञ्च खेश दाफ़िग़ा थाञ्च ১ ঃ ২-এর কাছাকাছি দাড়াইয়াছিল । রেখদেউলের গণ্ডী ভিতর দিকে ঈষৎ হেলিয়া থাকে, উপরদিকে গণ্ডীর পরিধি ক্রমে ছোট হইয়া আসে। অতএব গণ্ডীকে যত উচ্চ করা যাইবে মস্তকের পরিধিও তত ক্ষুদ্র হইয়া জাসিবে । সেইজন্ত মধ্যযুগে রচিত রাজপুতানার মন্দিরে মস্তকের মধ্যে चांमजक ७७ चब्रांक्लडि इहेब त्रिबां८छ् cष ऍछेक्लिषrांब्र বা ওলিয়ায় আমলকের জন্ত মন্দির শ্বে • বিশিষ্ট শোভা ধারণ করে, তাহা হইতে সে মন্দিরগুলি বঞ্চিত হইয়া গিয়াছে। অম্বর নগরীর একটি মন্দিরের জাকৃতি হইতে তাহা স্পষ্ট বুঝা যাইবে । এ মন্দিরটি সম্ভবতঃ তিন চারি শত বৎসর পূৰ্ব্বে নিৰ্ম্মিত হইয়াছিল। নবম শতাব্দীর উড়িয়া ও রাজপুত রেখদেউলে বাড়ের গঠন হিসাবে সাদৃপ্ত থাকিলেও কয়েকটি বিষয়ে তাহাদের প্রভেদ আছে । ওসিয়ার প্রত্যেক মন্দির ভূমি হইতে স্থ-উচ্চ ও বিস্তীর্ণ মহাপিষ্টের উপরে স্থাপিত। এ হিসাবে খাজুরাহোর মন্দিরগুলির সহিত তাহাজের মিল আছে। তাহা ছাড়া ইহাদের গর্ভগৃহের দরজার ঠিক সম্মুখে একটি ক্ষুদ্র বারাও থাকে। তাহার সামনের দিকে দুইটি কারুকাৰ্য্যমণ্ডিত স্তম্ভ থাকে। উড়িষ্যায় এরূপ বারাও নাই, ঠিক এই রকম ক্ষুত্র বারাও অপর কোথাও প্রায় দেখা যায় না । গুপ্ত-যুগের ক্ষুদ্রাকৃতি মন্দিরগুলিতে ইহা অপেক্ষ কিঞ্চিং প্রশস্ত বারাগুণ থাকিত, কিন্তু সে মন্দির রেখদেউল নহে। রেঙ্গদেউলের সম্মুখে এই জাতীয় বারাওরি জাভাস নৰ্ম্মজাতীরবর্তী ওঁকারেশ্বরের মন্দিরে বা খাজুরাছোর কোন