পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] কোন মন্দিরে পাওয়া যায়। ওসিয়াতে মন্দিরের সম্মুখে কয়েক ক্ষেত্রে এই ক্ষুদ্র বারাণ্ডাটিকে বিস্তীর্ণ করিয়া অনেকগুলি স্তম্ভে শোভিত মণ্ডপ নিৰ্ম্মাণ করা হইত। মণ্ডপের ধারে কিছু উচ্চে বসিবার জন্ত পাথরের পাট বসাইয়া আসনের মত করা হইত। র্যাহার। বসিবেন, তাহাদের হেলান দিবার জন্ত ঈষৎ হেলানো দেওয়াল সেই আসনের ধারে গড়িয়া দেওয়া হইত। এরূপ আসন খাজুরাহোতে প্রায় প্রত্যেক মন্দিরেই দেখা যায় । আর্য্যাবর্ভের পূর্বভাগে ইহার ব্যবহার কখনও ছিল বলিয়া মনে হয় না । রাজপুতানায় রেখ-জাতীয় বহু মন্দির থাকিলেও তদ্ভিন্ন আর কোন শৈলী প্রচলিত ছিল না, ইহা ভাবিবার কোন কারণ নাই । বস্তুতঃ ওসিয়া গ্রামেই আমরা একটি ভদ্রদেউলের সন্ধান পাই । ভদ্রদেউলের আসন ( ground-plan) চতুরস্র ও গণ্ডী ত্রিকোণাকৃতি এবং কতকগুলি পিঢ়ার সমাবেশে গঠিত । উড়িষ্যায় ও খাজুরাহোতে ভদ্রদেউল অনেকগুলি অাছে, রাজপুতানাতেওঁ পিঢ়ার সমাবেশে তৈয়ারী ভদ্র-জাতীয় . দেউল অনেকগুলি অাছে । দাক্ষিণাত্যে ভদ্রদেউল আছে বলিয়া জানা নাই ; অতএব ভদ্রদেউল আযাবর্তেরই আবিষ্কার বলিয়া বিবেচনা করা যাইতে পারে । রেখ ও ভদ্র দেউল, উভয়ের আসন চতুরস্র । কিন্তু ওসিয়াতে ইহা ছাড়া অfয়ত , rectangular ) আসনবিশিষ্ট একটি মন্দির দেখিতে পাওয়া যায় । হঠাৎ কোথা হইতে এরূপ একটি মন্দিরের উদয় হইল তাহt ভাবিবার বিষয়। ওসিয়ার মন্দিরটির গর্ভগৃহের পরিমাপ ৮৬২ × ৪ ১১২। বাহিরে দেওয়ালের পরিমাপ ১২ × ৮। রাজপুতানায় জৈনগণের নিৰ্ম্মিত অনেক মন্দির আছে । ইহাদের মন্দিরে এক প্রকার গম্বুজের ব্যবহার দেখা যায়। গম্বুগুটি বাহিরে কারুকাধ্যবিহীন, কিন্তু তাহার ভিতরে প্রস্ফুটিত পদ্ম ও স্তরে স্তরে নানাবিধ মূৰ্ত্তি বা অলঙ্কার চিত্রিত থাকে। চিতোর-দুর্গের উত্তরাঞ্চলে একটি জৈনমন্দিরের সহিত সংলগ্ন জগমোহনে এইরূপ গম্বুজের ব্যবহার দেখা যায়। জয়মল্পের প্রাসাদের নিকট শৃঙ্গারচৌরী নামক জৈনমন্দিরেও রাজপুতানার মন্দির AMMAAA AAAASAASAASAASAASAA AAAA SAAAAA AAAA ASAS A SAS SSAS SSAS A SAS A SAS A SAS SSAS SSAS SSASAAA AAAA AAASA SSASAS SSAS SSAAAA AAAA SAAAAA ASASA AAA ዓዓዓቅ S AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAASASASS ঐরুপ একটি গম্বুজ আছে। শৃঙ্গায়চৌরীর বাহিরের দেওয়াল চমৎকার কারুকার্ষ্যে মণ্ডিত, কিন্তু মাথায় রাপ কুম্ভের জয়স্তম্ভ—চিতোর উপরের গম্বুজটি বাহিরের দিকে একান্ত কারুকাধ্যবিহীন । আজমীরে তারাগড় পৰ্ব্বতের পাদদেশে আড়াই-দিনকা-ঝোপড়া নামে যে মুসলমান তীর্থ আছে তাহাও এক সময়ে জৈনগণের মাম্বর ছিল। একটি বিস্তীর্ণ মগুপের উপর চিত্তোরের মত পাচটি গম্বুজ এখনও