পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ ο 8 প্রবাসী—অগ্রহায়ণ, ১৩২১ [ ১১শ ভাগ, ২য় খণ্ড পদ্ধ চেয়ে যে কেটে গেল - কত দিনে রাতে, আজ ; তোমায় আমায় প্রাণের বধ, - বসব যে এক সাথে । পড়ে তোমার মুথের ছায়া চোথের জলে রচবে মায়া, নীরব হয়ে রইব বসে হাত রেখে ঐ হাতে । এরা সবাই কি বলে গে৷ লাগে না মন আর, আমার হৃদয় ভেঙে দিল তোমার কি মাধুরীর ভার । বাহুর ঘেরে তুমি মোরে রাখবে আজি অfড়াল করে', তোমার আঁখি রইবে চেয়ে আমার বেদনাতে ॥ ৯ ভাদ্র, সুরুল । অ।মি যে আর সইতে পারিনে । সুরে বাজে মনের মাঝে গে। কথা দিয়ে কইতে পারিনে । হৃদয়-লত কুয়ে পড়ে ল্যথভরা ফুলের ভরে গো, অ।মি সে আর বইতে পারি নে। আজি আমার নিবিড় অস্তরে কি হাওয়াতে কঁাপিয়ে দিল গে। পুলক-লাগা আiফুল মৰ্ম্মরে । কোন গুণী অtঙ্গ উদাস প্রাতে মৗড় দিয়েছে কোন বীণাতে গো, ঘরে যে আর রইতে পারিনে । ৯ ন্ডাজ, সুরুল । যখন তুমি বঁধেছিলে তার . ८ञ ८श रुिषश याक्षा, বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা । এতদিন যে তোমার মনে কি ছিল গে। সঙ্গোপনে, অাজকে আমার তারে তারে শুনাও সে বা রতী । আর বিলম্ব কোরো না গো ঐ যে নেবে বাতি । দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি । বাধলে যে সুর তারায় তারায় অস্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলত ॥ ১২ ভtভ্ৰ, সুরুল ! ૧૭ আগুনের পরশমণি ছে tয়াও প্রাণে, এ জীবন পুণ্য কর দহন দানে । আমার এই দেহখানি তুলে ধর, তোমার ঐ দেবালয়ের প্রদীপ কর, নিশিদিন আলোক-শিখা জলুক গানে ॥ আঁধারের গায়ে গায়ে

  • द्भव्यूं पठद

সার। রাত ফোটাক তার নব নব ।