পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য। } আবেশ-ভরে ধুলায় পড়ে কতই করে ছল। যখন বেলু। যাবে চলে’ ফেলবে আঁখিজল । নাই ভরসা, নাই যে সাহস, হৃদয় অবশ, চরণ অলপ, লতার মত জড়িয়ে ধরে, আপন বেদনায় ॥ ২৮ ভtঞ্জ, শাস্তিনিকেতন । (t শেখ নাহি যে, শেয কথা কে বলবে ? আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জললে ! সাঙ্গ হলে মুেঘের পাল৷ সুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জম। সীরা হলৈ মদী হয়ে গল,বে । ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, , অন্ধকারের পেরিয়ে দুয়ায় যায় চলে’ আলোকে । পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥ ২৮ ভাদ্র অপরাষ্ট্র, সুরুল । ) { এই কঁচা ধানের ক্ষেতে যেমন শু্যামল সুধা ঢেলেছ গেী, তেমনি করে? আমার প্রাণে নিবিড় শোভা মেলেছ গো ! যেমন করে’ কালে মেখে তোমার আভা গেছে লেগে তেমনি করে হৃদয়ে মোর চরণ তোমার ফেলেছ গো । Sea বসন্তে এই বনের বায়ে যেমন তুমি ঢাল ব্যথা তেমনি করে? অন্তরে মোর ছাপিয়ে ওঠে ব্যাকুলত । দিয়ে তোমার রুদ্র আলে। বঞ্জ আগুন যেমন জলে৷ তেমনি তোমার আপন তাপে প্রাপে আগুন জেলেছ গো ॥ こい stsf, ?零a l እ ማ তোমার অামার এই মাধুরী ছাপিয়ে আকাশ কংবে, প্রাণে নইলে সে কি কোথাও কি ধরবে - এই যে আলে। - সুৰ্য্যে গ্রহে তারায় ঝরে’ পড়ে • শত লক্ষ ধারায়, পূর্ণ হবে এ প্রাণ বধক ভরবে । ফুলে যে রং ঘুমের মত লাগল মনে লেগে তবে সে যে জাগল । ষে প্রেম কঁাপীয় বিশ্ববীণায় পুলকে .সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে যে দিন আমার সকল হৃদয় হরলে ৷ ১ল। অশ্বিন, সঞ্চ11, সুরুল । তোমার छायांद्र >切r তোমার অগ্নিবীণ বাজাও তুমি কেমন করে’ তোমার আকাশ কাপে তারার আলোর গানের ঘোরে । ভেমনি করে? আপন হাতে ছলে আমার বেদনাতে মূতন স্বষ্টি জাগল বুঝি জীবন পরে।