পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbه < বাজে বলেই বাজাও তুমি সেই গরবে ওগে। প্রভু আমার প্রাণে সকল সবে। -বিষম তোমার বহ্নিঘাতে বারেবারে আমার রাতে জালিয়ে দিলে নূতন তার। ০ ব্যাথায় ভরে" । ১৬ অশ্বিন, রাত্রি, শান্তিনিকেতন । o কাণ্ডারী গে1, এবার যদি এসে থাক কূলে, হাল ছাড় গে, এখন অfমার হাত ধরে” লও তুলে । ক্ষণেক তোমার বনের ঘাসে বসাও আমায় তোমার পাশে, রাত্রি অমির কেটে গেছে ঢেউয়ের দোলায় দুলে । কাণ্ডারী গো, ঘর যদি মোর না থাকে আর দূরে, ঐ যদি মোর ঘরের বঁশি বাজে ভোরের সুরে, শেয বাজিয়ে দাওগে চিতে অশ্রুঞ্জলের রাগিণীতে ঘরের ব্যশিখানি তোমার পথতরুর মুলে ৷ ১৯ অtfশ্বন প্রভাত, শান্তিনিকেতন । ミ.● মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে, কুল মিলেছে আমি ত আর নাই । দুঃখ বলে, রইল্প চুপে র্তাহীর পায়ের চিহ্নরূপে ; আমি বলে, মিলাই আমি, আর কিছু না চাই । ভুবন বলে, তোমার তরে আছে বরণমালা । গগন বলে, তোমার তরে লক্ষ প্রদীপ জালা । প্রেম বলে যে, যুগে যুগে তোমার লাগি আছি জেগে ; মরণ বলে, আমি তোমার জীবনতরী বাই । s१ श्रांश्विन, ॐख्tङ, *ांख्रिमेिट्टुकडम । প্রবাসী—অগ্রহায়ণ, * నిషి [ ১৪শ ভাগ, ২য় খণ্ড

  • >

छ भन्न সুরের সাধন রইল পড়ে’ চেয়ে চেয়ে কাটুল বেলা কেমন করে' । দেখি সকল অঙ্গ দিয়ে, কি যে দেখি বলব কি এ, গানের মত চোখে বাজে রূপের ঘোরে। সুরের সাধন রইল পড়ে’ । আমার সবুজ সুধা এ ধরণীর অঞ্জলিতে কেমন করে’ ভরে উঠে আমার চিতে ; আমার সকল ভাবনাগুলি ফুলের মত নিল তুলি, আশ্বিনের ঐ আঁচলখনি গেল ভরে' } মরের সাধন রইল পড়ে’ ! অামার ১৮ অ*শ্বিল, শাস্তিনিকেতন । રર পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে ; বাণ থেয়ে যে পড়ে, সে যে ধরে তোমার চরণকে । সবার নীচে ধূলার পরে ফেলো যারে মৃত্যুশরে সে যে তোমার কোলে পড়ে, তয় কি তাহার পড়নকে ।