পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] জৈনমতে “জীবস্তি কালক্রয়েহুপি প্রাণান ধারয়স্তি ইতি জীবাঃ"। জীববৃন্দ দুই প্রকার ( ১ ) সংসারী ও (২) সিদ্ধগামী । প্রথমতঃ সংসারী অর্থাৎ চতুর্গতিরূপ সংসারে যাহার। অবস্থিতি করিতেছে তাহাদের স্কুলবিভাগ দুইটি (ক) * স্থাবর ও (খ ) ক্রস (গতিবিশিষ্ট) । স্থাবর জীবের কেবলমাত্র একটি স্পর্শেন্দ্রিয় আছে। ইলার। পাচপ্রকার— (১ক) পৃথ্বীকায়—যথা স্ফটিক, মুক্তা, চন্দ্রকাস্তাদি মণি (সমুদ্রজ ), বজকর্কেতনাদি রত্ন ( খনিজ ), প্রবাল, হিঙ্গুল, হরিতাল, মনঃশিলা, পারদ, কনকাদি সপ্তধাতু, থড়িমাটি, রক্ত মৃত্তিক, শ্বেত মৃত্তিকা, অভ্র, ক্ষারমৃত্তিকা, সৰ্ব্বপ্রকার প্রস্তর, সৈন্ধলাদি লবণ, ইত্যাদি । (২ক) অপকায়—যথা ভূমিগর্ভস্থ জল (কুপোদকাদি), বৃষ্টি, শিলাবৃষ্টি, হিম, তুষার, শিশির, কুঞ্জটিকা, সমুদ্রবারি ইত্যাদি । يوليو (৩ক) অগ্নিকায়—যথ অঙ্গর, উল্কা, বিদ্যুৎ, অগ্নিস্ফুলিঙ্গ ইত্যাদি। (৪ক) বায়ুকায়—যথা ঝঞ্জাবাত, গুঞ্জবাত, উৎকলি কাবাত, মণ্ডলীবাত, মহাবাত, শুদ্ধবাত, ঘনবাত, তমুবাত * ইত্যাদি । (৫ক) উদ্ভিদকায় দ্বিবিধ —সাধারণ ও প্রত্যেক । যে উদ্ভিদে বহুবিধ ( অনন্ত ) উদ্ভিদকায় জীবাণু একই fরীরে থাকে তাহার। সাধারণ উদ্ভিদ বা নিগোদ,থা কনা, অঙ্কুর, কিশলয়, শৈবাল, ব্যাংছাতি, আর্দ্রা, রিদ্রা, সৰ্ব্বপ্রকার কোমল ফল, গুগগুল, গুলঞ্চ ভূতি ছিন্নরুহ ( ছেদন করিবার পরও যাহা পুনরায় ন্মে ), যাহাঁদের শিরা, সন্ধি ও পৰ্ব্ব গুপ্ত থাকে ও হার “সমভঙ্গ” (পানের স্তায় যাহ ছিড়িলে অদস্তুর বে ভগ্ন হয় ) ও “অহীরক” ( ছেদন করিলে যাহার হইতে তন্তু পাওয়া যায় না ) ইত্যাদি । বে উদ্ভিদের এক শরীরে একটিমাত্র জীব থাকে হ। “প্রত্যেক” উদ্ভিদ নামে বিশেষত হইয়াছে। যথা • ফুল, ছাল, কাষ্ঠ, মূল, পত্র इडानि

  • tजनबरठ ब्रङ्गथडानि छूवि ७ cनोष4ानि विभान cणांtरुद्र ोउ' ७ 'उष्ट्रवाउ' जाषाब्रफूठ अाप्रु चनवाद्य शुच् भन्नु" भाष्ट्र श्वाच्' छानिफ झूठद९ ठब्रण।

জৈন মতে জীবভেদ ۹ ماه دسته ۶ تا ۹ کیسه ۹ ۶یس ۶۹. سیاه ۶ی X > 3 প্রত্যেক উদ্ভিদ ব্যতীত অন্যান্ত সৰ্ব্বপ্রকার স্থাবর জীব “স্বল্প” ও “বাদর’ হইয়া থাকে । সংসারী জীবের দ্বিতীয় প্রধান বিভাগ “এস্!” জীব চারি প্রকার – (১খ) দ্বন্দ্রিয় অর্থাৎ ইহাদের স্পর্শ ও রসন। জ্ঞান আছে। যথা শঙ্খ, কপর্দকৃ, ক্রিমি, জলেীক, কেঁচো ইত্যাদি । " (২থ) ত্রীন্দ্রিয় অর্থাৎ ইহাঙ্গের স্পর্শ, রসন ও ভ্রাণ এই তিনটি ইন্দ্রিয় আছে। যথা কৰ্ণকীট, উকুণ, পিপীলিকা, মাকড়সা, আরিসোলা ইত্যাদি । (৩খ) চতুরিস্ক্রিয় অর্থাৎ ইহাদের স্পর্শ, রসনা, স্বাণ, ও নেত্র এই চারিটি ইন্দ্রিয় আছে। যথা বৃশ্চিক, ভ্রমর, পঙ্গপাল, মশক, মক্ষিক। ইত্যাদি । (৪খ) পঞ্চেন্দ্রিয় অর্থাৎ ইহাদের স্পর্শ, রসনা, ভ্ৰাণ, নেত্র ও শ্রোত্র এই পাচ ইঞ্জিয় আছে । ইহাদিগকে নারকীয়’ ‘তিৰ্য্যকৃ', 'মনুষ্য’, ও দেবতা এই চারি শ্রেণীতে বিভাগ করা হইয়াছে। d (১) ‘নারকীয় জীবেরা তাহাদের বাসস্থােন ভেদে সাত প্রকার যথা—-রত্নপ্রভাবাসী, শর্করা প্রভাবাসী, বালুকাপ্রভাবাসী, পঙ্কপ্রভাবাসী, ধূমপ্রভাবাসী, তমঃপ্রভাবাসী, ও তমস্তমঃ প্রভাবাসী । (২) তিৰ্য্যকৃ জীব ত্রিবিধ,—জলচর, ( মৎস্য, কচ্ছপ, মকর, হাঙ্গর ইত্যাদি ), স্থলচর ও বেচর। স্থলচর তিন প্রকার—চতুষ্পদ, উরঃপরিসর্প, ও ভুজপরিসর্প। চতুষ্পদ—যথা, গো, অশ্ব, মহিষাদি । উরঃপরিসপ—যথা, সপ ইত্যাদি। ভূজপরিসপ—যথা, নকুল ইত্যাদি । থেচর—ইহার দুই প্রকার – রোমক ও চৰ্ম্মজ। রোমজ—যথা—হংস, শারস ইত্যাদি । চৰ্ম্মজ- যথা— চৰ্ম্মচাটক ইত্যাদি । 劇 যাবতীয় জলচর স্থলচর ও থেচর জীবগণ “সমূদ্ধ,ম” ও “গর্ভজ” এই দুই ভাগে বিভক্ত। মাতৃ পিতৃ নিরপেক্ষতায় যাহাঁদের উৎপত্তি তাহারা “সমূছ,ম"। গর্ভে যাহার। জন্মে তাহার। “গর্ভজ” ।