পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] অদূরবর্তী দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন করিয়াছিল। কিন্তু আবার যখন ব্রাহ্মণদের প্রাধান্ত স্থাপিত হইল, তখন সমুদ্রবাত্রা কতকটা নিষিদ্ধ হইল, এবং নদীর পলি পড়িয়া নদীর মোহানায়'নুতন করিয়া ভূমি নির্মিত হওয়ায়, সমুদ্র বন্দরগুলি হইতে দুরে গিয়া পড়ায়, সমুদ্রযাত্রা আর সহজসাধ্য রহিল না । এই প্রক্সারে বাঙ্গালীর সমুদ্রপথে যাতায়াতে অনভ্যস্ত ও অপটু হইয়। উঠিল। আশার কথা—কিন্তু ইহাতে হান্টার নুিরাশার কোন কারণ দেখেন নাই । তিনি বলেন – “But what they have been, they may under a higher civilization again become...... . To any one acquainted with the revolutions of races, it must seem inere inpertinence ever to despair of a people ; and in maritine courage, as in other national virtues, I firmly believe Bengal have a new career before them under British rule.” ইহার তাৎপৰ্য্য এই—বাঙ্গালীরা যাহা ছিল, উচ্চতর সভ্যতার প্রভাবে আবার তাহ হইতে পারে। জাতীয় জীবনে যেরূপ বিপ্লব ঘটে তাহার সহিত র্যাহার। পরিচিত, তাহাwের চক্ষে, কোন জাতি সম্বন্ধে নিরাশ হওয়৷ অসঙ্গত বলিয়া মনে হইবেই হইবে ; আমার দৃঢ় বিশ্বাস, বৃটিশ রাজত্বে, সামুদ্রিক সাহসের ও অঙ্গুষ্ঠে জাতীয় সদগুণের বিকাশসাধন ও পরিচয় দিবার জন্য বঙ্গের অধিবাসীদের নুতন কার্যাক্ষেত্র ও সুযোগ জুটিবে। বৰ্ত্তমান যুদ্ধের পুৰ্ব্ব হইতেই ভারতবর্যের ব্যয়ে ভারত বর্ষের জন্য কতকগুলি রণতরা নিৰ্ম্মাণের কথা চলিতেছিল। এখন এমডেনের দ্বারা যে ক্ষতি হইয়াছে, তাহাতে ও অন্তাষ্ঠ কারণে এই প্রস্তাব পাইয়োনীয়ার প্রভৃতি কাগজ নুতন করিয়া উত্থাপন করিয়াছেন । সুতরাং ভারতবর্ষের একটা যে রণতরীবিভাগ স্থাপিত হুইবে, ইহা একরূপ স্থির । এই সব জাহাজে বাঙ্গালী কাজ করিবার মযোগ পাইবে কি ? • আমরা অন্ততঃ একখানা সমুদ্রগামী জাহাজ কিনিয়া যদি তাহার অধস্তন কৰ্ম্মচারীর ( officers) কাজগুলিতেও দেশী যুবকদিগকে শিক্ষা দিতে আরম্ভ করিতে পারিতাম, তাহা হইলে হাণ্টারের ভবিষ্যদ্বাণী সফল হইবার সম্ভাবনা ঘটিত । • পরিবর্তনে কত সমক্স লাগে-- আমরা লুষিাঢ় ও আশ্বিনের প্রবাসীতে এবং বর্তমান যাসের কাগজে যে সকল দৃষ্টান্ত দিলাম, তাহাতে দেখা যায় যে কোন কোন জাতির চরিত্রে পরিবর্তন ঘটিতে অনেক সময় লাগিয়াছে। কিন্তু সৰ্ব্বত্র এ নিয়ম খাটে না । শর্মেনরা এক শত বৎসরেরও কম সময়ে বদলিয়া" that the inhabitants of গিয়াছে। জাপানীরা ত্রিশ বৎসরের মধ্যেই জাতীয় বিবিধ প্রসঙ্গ— কৃষকের দুর্দিন (? خاصیت حصرا یحی চরিত্রের চেহারা নূতন করিয়া কেলিয়াছে। সময়ট গৌণ ব্যাপার । উন্নতির প্রকৃত ও মুখ্য কারণ প্রবল ইচ্ছা ও কঠোর সাধন । যে জাতি যাহা হইতে চায়, তাহাই হইতে পারে, যদি– ( ) r (১) এই চাওয়াট জাতির প্রবলতম ইচ্ছা হয়, বং (২) এই ইচ্ছাকে বাস্তৰুে পরিণত করিরার জন্য ঐ জাতি একাগ্র তার সহিত সাধনা করে | es অনেক জাতিকে ভীষ, যুদ্ধবিগ্রহে লিপ্ত হইতে হয়। তাহার নানাদিক আছে । মন্দ্ব এই যে তাহাতে লোকক্ষয়, ধনক্ষয় ও,শক্তিক্ষয় হয় । আমাদিগকে যুদ্ধ করিতে হয় ন}। অতএব, আমাদের সমুদয় শক্তি বাঞ্জিত দিকে প্রয়োগ কর। আমাদের কৰ্ত্তব্য । তাহা করিবার সুযোগও রহিয়াছে । ইতিহাসের আবশ্বকত৷ কৰ্ত্তব্যনির্ণয়ের জন্য এবং আশাম্বিত হইবার জন্ত ইতিহাস পাঠ একান্ত আবশুক । * এই জন্ত আমাদের দেশের এবং পৃথিবীর সমুদয় প্রধান প্রধান দেশের ইতিহ্লাস অচিরে দেশভাষায় লিখিত হওয়া কৰ্ত্তব্য। এই কাজটি করিতে ন পারিলে বুঝিতে হইবে ঘুে আমরা বড় অকৰ্ম্ম৷ জাতি ৷ য'ত ছাত্র ইতিহাস পড়িয়া সম্মানের সহিত বি, এ, পাশ করেন, তাহারা প্রত্যেকে বাংলা ভাষায় - একখানি করিয়া ইতিহাস লিখিলে তবে দেশের লোকদের প্রতি র্তাহীদের ঋণ কিঞ্চিৎ শোধ হইবে । র্যাহার। ইতিহাসে এম, এ, পাশ করিয়াছেন; তাহাদের ত এই প্রকারে ঋণ শোধ করাই চাই । আট আনা কি জোর এক টাকা দামে বিক্ৰী হইতে পারে, সোজা ভাষায় এইরূপ একখানি করিয়া ইতিহাস লেখা চাই । ইতিহাসে কি থাকিবে, এবং ইতিহাস কেমন করিয়া লিখিতে হইবে, তাহার আলোচনা পরে করিবার ইচ্ছা রহিল । কৃষকের দুদিন যুদ্ধের জন্ত পাটের বিক্ৰী প্রায় বন্ধ হইয়া যাওয়ায় পূৰ্ব্ব ও মধ্যবঙ্গের চাষী গৃহস্থদের বড় কষ্ট হইয়াছে। এ বিষয়ে দেশের লোকে যে যথেষ্ট মন দিতেছেন না, তাহার কারণও ঐ যুদ্ধ। এ বিষয়ে মন দেওয়া প্রত্যেক জেলার ও কলিকাতার নেতাদের একান্ত কৰ্ত্তব্য। বড়লাট বলিয়াছেন যে যে-কোন শ্রেণীর লোকের যুদ্ধজনিত অল্পকষ্ট নিবারণার্থ যুদ্ধে বিপন্ন লোকদের সাহায্যার্থ সংগৃহীত অর্থ, প্রযুক্ত হইতে পরিবে। অতএব রাজপুরুষদের দৃষ্টি বঙ্গের চাৰীদের দিকে পড়া প্রার্থনীয়।