পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] . SJAMMMSMMMMAMMMAAA AAAA AAAA AAAA AAAAeMe MJMJJ MJAeMAMAeJMAAA AAAA AAAA AAAA SSAAAASAASAAAS বিবিধ প্রসঙ্গ—সার তারকনাথ পা s " یا ۶ - ۶ مه ۶ی মৃত্যুশয্যায় সাৰু তারকনাথ পালিত । নিকটের খবরই পাচ্ছি। সমগ্র মহকুমায় যাহা হইতেছে তাহার থবর নিতে পাfরলে আরও লিখিতে পারিতাম । আমাদের গ্রামের পঞ্চায়েতের সঙ্গে আলাপ করিয়া জানিলাম যে প্রায় অৰ্দ্ধেক কৃষকই পেট ভরিয়া আহার পাইতেছেন। শীঘ্রই ক্লেশ আরও গুরুতর আকার ধারণ করিবে । ৪• হাজার টাকা হইলে এই মহকুমার কৃষকের দুঃখ র করা যাইতে পারে । পত্র দুই খানি হইতে উদ্ধত অংশগুলি পড়িলেই ঝা যায় ধে রাইয়ৎদের অবস্থা এখনই খুব শোচনীয় ইয়াছে। কলিকাতার নেতৃবর্গের এখন আর নিশ্চিন্ত fকা উচিত হইবে না। অবিলম্বেই অল্পকষ্ট মোচনের চষ্টা করা কর্তব্য । • সার তারকনাথ পালিত। গত আশ্বিন মাসে সার তারকনাথ পালিত দেহত্যাগ রিয়াছেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্রবে , জানকলেজ স্থাপনাৰ জীবিত কালেই ১৫ লক্ষ টাকা টি, পি, সেনের তোলা ফোটোগ্রাফ । দান করেন। সৎকার্য্যে অষ্ঠাগু দানের মধ্যে ইহাই তাহার প্রধান দান । বিজ্ঞানের অনুশীলন নানা কারণে আবশুক । ইহাতে • বুদ্ধি মার্জিত হয় ও জ্ঞান বৃদ্ধি হয়। বৈজ্ঞানিক জ্ঞান শিল্পে প্রযুক্ত হইলে অপেক্ষাকৃত অল্প সময়ে ও অল্প পরিশ্রমে মামুষের দরকারী বিস্তুর জিনিষ প্রস্তুত হয় । স্থলপথে, জলপথে, ও আকাশপথে যাতায়াতের জন্ত বৈজ্ঞানিক জ্ঞান প্রযুক্ত হওয়ায় পৃথিবীতে কিরূপ যুগান্তর উপস্থিত হইয়াছে, তাহা সকলেই জানেন । বৈজ্ঞানিক জ্ঞান অস্ত্ৰ নিৰ্ম্মাণে প্রযুক্ত হওয়ায় যেরূপ অন্ত্র নির্মিত হইয়াছে ও হইতেছে, তাহ অতি ভয়ঙ্কর তাহাতে মামুষের কল্যাণ বা অকল্যাণ হইতেছে, বলা কঠিন। আত্মরক্ষা, দুৰ্ব্বলের রক্ষা, স্বাধীনতারক্ষা, স্বাধীনতালাভ, বা এবম্বিধ কোন উদ্দেণ্ঠে যুদ্ধ বৈধ। কিন্তু এরূপ উন্ধেগু সেকালের যুদ্ধে সাধিত হইবার অধিক,সম্ভাবনা ছিল, কি একালের যুদ্ধে অধিক সম্ভাবনা হইয়াছে, বলা কঠিন। বৈজ্ঞানিক জ্ঞান মানুষের নানা ব্যাধির চিকিৎসার্থ প্রযুক্ত হওয়ায় যে রোগ নির্ণয় ও রোগ চিকিৎসা পূৰ্ব্বাপেক্ষা