পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য। ] ASAS SSAS SSAS SJSeSAS A SAS *「マ *** タ * ヘ * ぐ ぶ 、 めぐ *下、 ジ " তখনও মাদকের প্রভাবে রক্তবর্ণ ও নিদ্ৰালস, তিনি গুর্জরপতিকে যথারীতি অভিবাদন করিয়া তাহার হস্তে ইন্দ্রায়ুধের পত্র প্রদান করিলেন । রাজাদেশে প্রধানামাত্য বাছক ধবল লিপিপাঠ করিলেন – “পরমেশ্বর পরম মাহেশ্বর পরমবৈষ্ণব পরমভট্টারক মহারাজাঞ্চিাঙ্গ শ্ৰীমদূনাগভট্টদেব সমীপে, সমস্তআর্য্যাবৰ্ত্ত-ক্ষেীণীশরাজচক্রবত্তী ভণ্ডিকুলাবতংস মহোদয়াধিপতি পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ ইন্দ্রীয়ুধদেবের নিবেদন, “রাজদ্রোহাপরাধে অভিযুক্ত স্বর্গগত মহারাজাধিরাজের পুত্র রাঙ্গাদেশে কান্যকুজেশ্বরের সীমান্ত হইতে তাড়িত হইয়া বংশপরম্পরায়ু ক্রমে রাজদ্রোহী এবং সম্প্রতি সম্রাট উপাধিধারী গৌড়পতির আশ্রয়লাভ করিয়াছে, বারাণসীভুক্তি ও বারাণসীমণ্ডলের তরিক ও কুমারামাত্যগণ মহোদয়ে সংবাদ প্রেরণ করিয়াছে যে বিদ্রোহী গৌড়পতির পুরোহিত পবিত্র "বারাণসীক্ষেত্রে পুতসলিল৷ জাহ্নবীজলে আবক্ষ নিমগ্ন হইয় প্রতিজ্ঞা করিয়াছে যে গৌড়পতি আমরণ রাজদ্রোহাপরাধে অভিযুক্ত চক্রায়ুধকে রক্ষা করিবে এবং তাঁহাকে মহোদয়ের সিংহাসনে প্রতিষ্ঠা করিবে। “রাজাদেশে লিখিত মহকুমারামণত্য তক্ষদত্ত ।” লিপিপাঠ শেষ হইলে নাগভট্ট হাসিয়া উঠিলেন এবং কহিলেন “দুত, কান্যকুজপতি কি নিঃসহায় ভ্রাতুপুত্রের ভয়ে উন্মাদ হইবেন ?” দুত নিরুত্তর রহিল, তখন নাগভট্ট বাহুকধবলকে জিজ্ঞাসা করিলেন, “বtহুক, গৌড়দেশ কোথায় ? সরস্বতীতীরে, ন দৃশদ্বতীতীরে ?” বাহুক – ভট্টারক, গৌড়দেশ মগধের পূৰ্ব্বসীমান্তে অবস্থিত প্রভুর স্মরণ থাকিতে পারে গৌড়বঙ্গের অধিবাসীগণ স্বর্গগত মহারাজাধিরাজ বৎসরাজের প্রবল প্রতাপে ভীত হইয়া যুদ্ধের পরিবর্তে র্তাহাকে গৌড়বঙ্গের ধবল রাজছত্ৰদ্বয় স্বেচ্ছায় প্রেরণ করিয়াছিল। বাহুকখবলের কথা শুনিয়া গুজ্জ রপ্রধানগণ প্রথমে উচ্চহাস্য করিয়া উঠিলেন, কিন্তু পরক্ষণেই গম্ভীর হইলেন । গৌড়বঙ্গবাসীগণ বৎসরাজের ভয়ে যে শ্বেত রাজছত্ৰদ্বয় বিনা যুদ্ধে সমর্পণ করিয়াছিল, রাষ্ট্রকুটরাজ ধ্ৰুবধারাবর্ষ ● リア ধৰ্ম্মপাল >ぐ。 বৎসরাজকে পরাজিভ করিয়া তাহ মান্তক্ষেত্রে লইয়া গিয়াছিলেন, সেই পরাজয় তখনও গুজ্জরগণের বক্ষে শেলসম বিদ্ধ ছিল । 爱 কিয়ৎক্ষণ নীরবে থাকিয়৷ নাগভট্ট জিজ্ঞাস করিলেন, “গৌড়ে সম্রাট হইল কবে ?” • * কন্যকুজরাজের দূত উত্তর করিলেন, “সম্প্রতি গৌড়ের প্রধানগণ একজন সমস্তকে সম্রাট পদধী প্রদান করিয়াছেন।” “সে সাম্রাজ্যের বিস্তুতি কত দূর ?" “লৌহিত্য তীর হইতে হিরণ্যবহা পৰ্য্যন্ত ।” নাগভট্ট পুনরায় হাসিয়া কহিলেন, “এই সাম্রাজ্যের সম্রাটের ভয়ে মহোদয়পতি যদি ব্যাকুল হইয় উঠেন, তাহা হইলে তাহাকে বানপ্রস্থ অবলম্বন করিতে বলিবেন।” গুর্জররাজের কথা শুনিয়া গুর্জরপ্রধানগণ উচ্চহাস্য করিয়া উঠিলেন, লজ্জারত্তনেত্ৰ কন্যকুজরাজদূত অধোবদন হইয়া রহিলেন । কিয়ৎক্ষণ পরে নাগভট্ট জিজ্ঞাসা করিলেন, “আপনি কতদিন পূৰ্ব্বে কান্যকুব্জ হইতে যাত্রা.করিয়াছেন ?” “প্রায় চারিমাস পূৰ্ব্বে।” “ভিন্নমালে কি অদ্যই আসিয়াছেন ?” "না, কল্য নগর প্রান্তে আসিয়াছি।” “কল্যই নগরে প্রবেশ করেন নাই কেন ?” "মহারাজাধিরাজ, নগরপ্রান্তে আমাকে বিপদগ্ৰস্ত হইতে হইয়াছিল ।” “আপনি দূত, আপনার কি বিপদ ?” "মহোদয়পতির আদেশে আমি ছদ্মবেশে আসি য়াছি।” ● “আপনি যে বেশেই আসুন, নগরপ্রাস্তে আপনার কি বিপদ হইতে পারে ?” “একজন সন্ন্যাসী মরুপ্রাস্তে জলাশয়তীরে আমাকে মাদকমিশ্রিত পানীয় দিয়া প্রায় তিন প্রহর চেতনাশূন্ত করিয়া রাখিয়াছিল।” “আপনার কোন সম্প্রক্তি অপহৃত হইয়াছে ?” “কিছু নহে।” “তবে কেন মাদক সেবন করাইল ?”