পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য ] মারমুখে হয়ে উঠল! কেন রে বাপু ? বেচারার অপরাধ ? সে যদি শ্ৰীকৃষ্ণের মতন রুক্মিণী-হরণ বা অৰ্জুনের মতন সুভদ্রা-হরণ করত তাহলে না হয় ওর می -سمر ، ۶ - اه বলতে পারত যে অঙ্গ অন্যায় করেছে, ইন্দুমতাকে পছন্দ, করবার সুযোগ দিলে না, হয়ত তার শ্রীহস্তের বরমাল্য তাদের কারো গলায় পড়তে পারত। কিন্তু ইন্দুমতী ত তাদের সে ক্ষোতটুকু করবারও অবসর রাখেনি। আহাম্মকের। এটুকুও বুঝতে পারে না যে যাকে তার। প্রার্থিত রমণীর সম্ভাব্য ভালবাসা থেকে দূরে রাখতে যায়, তাকে নিৰ্য্যাতিত দেখে সেই রমণীর অসম্ভব তালবাসাও করুণায় যে সম্ভব হয়ে আসে। তাকে দূর করতে গিয়েই তাকে আরো নিকট করে’ তোলে ! এমনি করেই ওর ভাই, দশচক্রে আমায় এক জনের অনুরক্ত করে তুলছে। এই অনুরাগটা বিপন্ন আশ্ৰিতের পতি করুণা ছাড়া আর কিছু নয় ; ভালবাস। মনে করলে ভুল কবে । - এ আমার ট্রামের সহযাত্রা। প্রায়ু রোজই ট্রামে দেখা হয় । হঠাৎ একদিন দুজনুে ঘনিষ্ঠ হয়ে ওঠার কারণ ঘটে গিয়েছিল ! একদিন আমার আপিস ষেতে বড় বেলা হয়েছিল । যখন টুমি ধরতে গেলাম ৩খন আপিসে ধাবার ঠিক মুখোমুখী সময় । একেবারে লোকে লো কারণ্য। লোক গুলো পদানের ওপর দাড়িয়ে ঝুলতে ঝুলতে চলেছে । অমন গাছে ঝোলা অভ্যাস ত আমাদের নেই ; পুরুষগুলো পূৰ্ব্বপুরুষের ধে নিকট জ্ঞাতি গোপদাড়ি তার জ{জল্যমান প্রমাণ ; আমরা বিবৰ্ত্তনে এগিয়ে এসেছি বলে, আমর। অমন গেছে। কসরৎ পারিও না, পারলে ও লজ্জ নামক মনুষ্যধৰ্ম্মট আমাদের পূরা মাএাতেই আছে। অনেক ক্ষণ অপেক্ষার পর একখান ট্রামে কেউ ঝুলছে না দেখে একটা কামরায় উঠে পড়লাম। একটিও জায়গা খালি নেই। মনে করলাম, পুরুষগুলো রমণীর সেবা করবার কাঙাল, এখনি কেউ-না-কেউ উঠে আমায় জায়গা করে? দেবে । কিন্তু একটাও একটু নড়ল না ! কেউ উঠল না দেখে যখন আমি ভয়ানক অপ্রস্তুত হয়ে কি করব ঠিক করতে পারছিনে, তখন ছ কামর দুর টুমি গুলেt পিঞ্জরের বুাহিরে i • * >\లన z S JJ SAAAAAS SJSA SAAAAS AAASASAAA AAAJJSAAAAAAS AAASASAS SSAS SSAS SSAS থেকে একটি তরুণ যুবক দ৷tড়য়ে উঠে চে'চয়ে বলে – আপনি এই পানে আমিন, আমি উঠে দ। &াচ্ছি । তার কথায় আমার যে কি আপুমি হল ত। আর বলতে পারিনে । আমি যেন এক বাচ। বুনে ভালুকের কবল থেকে অব্যাহতি পেয়ে বেঁচে গেলাম ! • ট্রামের ঘণ্ট। বাজিয়ে ট্রাম থশfময়ে সে আমাকে নিজের জায়গাটিতে নিয়ে গিয়ে বসালে এবং নিজে গাড়ার পিছনে গিয়ে দাড়াল । তার মুথ ৩পন একগাড়ী লোকের ওপর জয়ের আনন্দে দাপ্ত হয়ে উঠেছে! আর বাকি লোক গুলো ও তার দিকে এমন করে’ ৩াকাতে লাগল বডড জিতে গেল !—এ জিত ৩ তারা ও জিততে পারত। কিন্তু যারা থাকে সুযোগের টিকি ধরবার জষ্ঠে, তাদের সুযোগ ফস্কে ই ধায় ; যে বুদ্ধিমান, সে সুযোগের সামনের ঝু'টি ধ1েহ সুযোগকে কাবু করে ফেলে ! এ দেশ; কেবণ ই পেছু ফরে তাকিয়ে তাকিয়ে টিকি ? মমতা করেই গেল ! এখন আমি ট্রামে ওঠ বার সময় এক ৭(এ সব কামরায় . উ"fক মেরে দেtথ সে আছে কি না । શામાં કા કરtડ পহি তা হলে সে যে ক ম31 য় થાઃ (英 < 1 히( উঠি, আর কেউ জায় গ। ন দিলে ও সে আম{য় জায়গ। ८५८७ 6ण८१, ५f4 ७१श् थ५!*प्रे । *N[[* ८१ ८:19 ७1द्रशें কামঃ বেছে উঠি, এট। সে বোধ হয় বুঝতে পেরেছে ; আমি ওঠ৭ামাত্রই সে একমুখ হ'লি নিয়ে ধী ও শ্রীর জ্যোতিতে ভরা চোখ দুটি আর ৩র যুগল প্রদীপের মত fদকে একবার তুলে ধরে, পরক্ষণেই নিজের IC 의 যেন বলতে চাচ্ছে—এঃ ! হাতের বইখানির ওপর •{{Iময়ে রাখে । পুরুষের পরিচয় পেয়ে আমি ও আমার দুষ্টতে ক্ল ৩জ্ঞ তা সাজিয়ে ধfর । ওদের একটি দল আছে ভাfর মজার । সংসারের কাউকে রেয়াৎ করে” ছেড়ে কথা কয় না— সকলেরই নিরিথ কযতে • ব্যস্ত । এর বোধ হয় সাহিত্যিক, কারণ সাহিত্যের আলোচনাই বেশি শুনি । এদের একজন নাfক কবি । তার দুনিয়ার দুচার জন লোক ছাড়া আর পারে লেখা বড় একটা তালে। লাগে না- সে এমনি খুতখুতে আর একগুঁয়ে যে যা গে। ধরে 31 95|