পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`s اسی - ، বজবজ ষ্টেশনে পুলিশ পাহারাওয়ালা ও বন্দী শিখগণ । টি, পি, দেনের ফোটে। গবর্ণমেণ্টের উদ্দেশ্য যে কেবল তাহাদিগকে স্বদেশে পৌছাইস্ক। দওয়া, তাহা তাহাদিগকে বিশ্বাস করাইবার সমুচিত উপায় অবলম্বন . Fরা উচিত ছিল । ইহার জঙ্গ {ঞ্জাব রাজকৰ্ম্মচারী ও পঞ্জাবে নযু ও ইংরেজ রাজপুরুষকে ভার দওয়া সুবিবেচনার কাজ হয় নাই। শখরা কানাডার সরকারী লোকদর নিকট হইতে যে ব্যবহার Iাইয়াছিল, তাহাতে তাহাদের Iন সরকারী কৰ্ম্মচারী ও সরকারী নয়মের প্রতি fরুপ হইয়াই ছিল । কৰ্ম্মচারীরা নিকৃষ্ট বলিয়া-বিবেচিত লোকদের সহিত ব্যবহারে অভ্যস্ত। যদি গবর্ণমেণ্টের প্রকৃত অভিপ্রায় যাত্রী শিখদিগকে বুঝাইবার জন্তু, পঞ্জাবের । কয়েকজন সৰ্ব্বজনমাষ্ঠ শিখ নেতাকে আনা হইত, এবং তাহার বজবঙ্গে শিখদের সঙ্গে কথা কহিতেন, তাই। হইলে, খুব সম্ভব, কোন দুর্ঘটনা ঘটিত না । কলিকাতার পুলিশ-কমিশনার সার ফ্রেডরিক হালিডে সাক্ষ্যে দিয়াছেন যে শিখদের বাক্স জিনিসপত্র সমস্ত খানাতল্লাসী করা হইয়াছিল, কিন্তু তাহদের পোযাক ও দেহ পরীক্ষা করা হয় নাই । দাঙ্গার সরকারী বৃত্তান্তে লেপ। দ্ভিন্ন কানাডার সরকারী কৰ্ম্মচারী এখানকার সরকারী কৰ্ম্মচারীদর আবেষ্টনের ( environmenta: ) (87 & 2Cess iাছে, তাহীতে এখানকার রাজভূত্যের। শিখদের সহিত নাডার সরকারী কৰ্ম্মচারীদের চেয়ে বেশী সাবধানতা ও বিবেচনার সহিত ব্যবহার করিবে, ইহা অকপ্তম্ভাবী মুনে "া কাহারও উচিত ছিল না । কারণ, কানাডায় হোর। সমকক্ষের সহিত ব্যবহারে .অভ্যস্ত, এখানকার r বজবজের যে রাস্ত দিয়া শিখের কলিকাতা আসিতেছিল । টি, পি, সেনের ফোটে। আছে যে শিথর বন্দুক, তলোয়ার, ছোরা, লাঠি প্রভৃতি ব্যবহার করিয়াছিল। বন্দুকগুলা যদি সমস্তই রিভল্বার ছিল, তুহো হইলে ২১ জনের পোষাকে এক আধটা লুকাম সম্ভব ; বড় রকমের কোন বন্দুক ব্যবহৃত হুইয়া থাকিলে তাহা লুকাইবার উপায় ছিল না। শিখেরা যে রকম পোষাক পরিয়াছিল ও পরে, তাহাতে তলোয়ার লুকাইবারও