পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] সীসারই; কিন্তু সীসা গলিয়। গলিয়া বন্দুকের নলে একটা লেপ পড়িয়। 2." ير3 -م - وهو নলের প্যাচোয়। খাজ ভরিয়া এ H. তোলে, এজন্য সীসার গুলি নিকে- , tলের একটা ঠোঙার মধ্যে মোড় থাকে ; সেই ঠোঙার আকার লম্বাটে ডিম্বাদ্ধের মতন । গোল গুলির অপেক্ষ: আধুনিক কালে ছোলং আকারের এক-মুখ-দু চলে গুলি বেশি চলে ; ইহা হাল্কা, দুর পাল্লা পাড়ি দিতে পারে এবং অত্যন্ত গভীর ভাবে বিদ্ধ হয়। ইংরেজী গুলির ব্যাস ৩০৩ ইঞ্চি, ওজন ২১৫ গ্রেন হইতে ১· ০ গ্রেন \ 立況 o 4. 鲨朝 *姆罗锣 ° [... s টপেডো—চলিতেছে । ব। আধ আউন্স ; জৰ্ম্মান গুলির ব্যাস ৩১১ ইঞ্চি, ওজন ১৫৪ গ্রেন ; ফরাশী গুলির ব্যাস ৩১৫ ইঞ্চি, ওজন ১৯৮ গ্রেন—ইহা -তাম ও দস্তার মিশালে তৈয়ারী, ইহার গায়ে নিকেল ঠোঙা মোড়া থাকে না । দমদম গুলি আমাদেরই বাংলা দেশের দমদমার কারখানায় উদ্ভাবিত, নাকি একজন বাঙালী কামার মিস্ত্রীর বুদ্ধির ফল । দমদম ” >b ○ চলিয়াছে । গুলি বড় সাংঘাতিক ; সাধারণ গুলির নিকেল ঠোঙার ছু চলো ডগায় একটা ছিদ্র করা থাকে, তাহাতে গুলির সীস দেহ ভেদ কfরয়াই ছত্রকারে ছড়াইয়া যায় এবং গভীর বৃহৎ ক্ষত করে । সাধারণ গুলির নিকেল ঠোঙার চূড়ায় ছিদ্র করিয়া দিলেই দমদম গুলির কাজ হয় । এই গুলি নাকি ভারতসীমাস্তের দুৰ্দ্ধৰ্ম প্রাণবন্ত পাঠানদের জবা করিবার জন্য প্রথম উদ্ভাবিত হইয়াছিল ; তাহারা সাধারণ গুলিতে জখম হইয়া কিছুতেই কাবু হইতে চাহে না, এমনি তাঙ্গাদের প্রচুর জীবনীশক্তি ! সভা জাতির সংগ্রামে এই দমদম গুলি চালানো রীতিবিরুদ্ধ । বন্দুকের ডগায় তরোয়ালের ন্যায় যে ফলক সংলগ্ন থাকে তাহাকে সঙ্গিল • বলে। আজকাল তরোয়াল ও বর্শা বল্লমের ব্যবহার নাই বলিলেই হয়, দুর হইতেই যুদ্ধ শেষ হইয়া যায় ; হাতাহাতি যুদ্ধে