পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] નામઃ નકાcજી , લશન ફુ જ ૭ જાના છો? મન જ૮૧ મા દ્રિશ્નો . !ড়, যদি তাঙ্গাদের সকলের বক্তব্য শুনেন, ও যথাসম্ভব পক্ষপাতশৃঙ্গ কমিশন দ্বার সমুদয় ঘটনাটির তদন্ত কবন, তাহ ৩ইলে তাহার মত পারবুদ্ধি রাজনীতিজ্ঞের উপযুক্ত কার্য হয়, এবং দেশব্যাপী অসন্তোযও দূর হয়। ২৫ অক্টোবর তারিখের পাইয়োনীয়ারে বঙ্গ বজের দুর্ঘটনা সম্বন্ধে যে টেলিগ্রাম বাহির হয়, তাহতে এই কথা গুলি ছিল ;– “The Bengal Government refuse to allow news paner, to publish details except as given in otti. 1.tl эн т. Itлiуг/см.” “বাঙ্গাল। গধর্ণমেণ্ট সরকারী বৃত্তান্তে লবরণ ছাড়া, সংবাদপত্রগুলিকে আর কোন বিবরণ প্রকাশ করিতে দিতে অস্বীকার করিতেছেন ।” বাস্তবিক গবর্ণমেণ্ট এরূপ আদেশ করিয়ছিলেন কি কিন্তু গবর্ণমেণ্টের বিশ্বাসভাজন এক পানি এংলো চণ্ডিয়ান কাগজে এরূপ কথা বাহির হওয়ায় লোকে নানা রকম ভাবিতেছে। এই জন্যও তদন্তের প্রয়োজন । প্রকাশিত ના, sifને ના ! বিদেশে এই দুর্ঘটনার ফল। এই দুর্ঘ চনায় উপনিবেশসমূহে আমাদের প্রবেশাধিকার ল শু কঠিনতর উপনিবেশবাসীরা সহজেই আম! বগকে মন্দ বলিয়া মনে করিতে চায়। এখন তাঙ্গার এই বলিবার সুযোগ পাইল য়ে ভারতবাসীরা খুন্তে স্বভাণের লোক ; তাহার উপনিবেশসমূহে ঢুকিবার উপযুক্ত হইল । ”হে । এই মিথ্যা অপবাদ ক্ষালন করিবার জন্ত আমাদের . যথাসাধ্য চেষ্টা কর। কৰ্ত্তব্য । গবৰ্ণমেণ্টও যদি তদন্তের পর একটি রিপোর্ট বাহির করিয়া ভারতবাসীদের সম্বন্ধে এই সস্তাবিত শান্ত ধারণার নিরসন করেন, তাহন হইলে ভাল হয় । একজন “স্বদেশী" মুসলমান । স্বদেশী আন্দোলনের সময় কলিকাতার নানাস্থানে এবং কলিকাতার নিকটবৰ্ত্তী স্থানসমূহেও সভাস্থলে একজন বুদ্ধ মুসলমান ভদ্রলোককে દશ માફક iাধ যেীপপা দেদার বখশ । সম্প্রতি ৭৫ বৎসর বয়সে, গারস্থান লেনের ৩৫ সংখ্যক ভবনে, তাহার নিজগৃহে তিনি দেহত্যাগ করিয়াছেন। হুগলী জেলার অন্তর্গঙ তাঙ্কণর বিবিধ প্রসঙ্গ—একজন “স্বদেশী” মুসলমান >> স্বৰ্গীয় মৌলবী দেদার বখশ । পাণ্ডুয়া সহরে তাহার জন্ম হয়। তিনি কলিকাতায় ইংরাজা,শিক্ষালাভ করেন। স্বদেশী আন্দোলনের সময় তিনি পদেশার সমর্থন করায় এবং দ্বিখণ্ডিত বঙ্গকে আবার অখণ্ড কৰিব। র জন্য আন্দোলনে হিন্দুদের সহিত যোগ দেওয়ায় তাহার স্বধৰ্ম্মাবলম্বী অনেকে তাহার উপর বিরক্ত হন । কিন্তু পরে তাহণদের মধ্যেও র্তাহার গুণের আদর ' হইয়য়ছিল । তিনি যে খুব বাগ্মী ছিলেন, বা খুব বিদ্বাম ছিলেন, তাহী নহে ; কিন্তু তিনি আন্তরিক সৌজন্ত, অমায়িক তা এবং সকলের প্রতি প্রীতি দ্বারা শ্রদ্ধাভাজন হইয়াছিলেন। তিনি হিন্দুদের সহিত অবাধে মিশিতে পাপিতেন"। আমরা একদিন এক সভায় শুনিলাম তিনি রায় যতীন্দ্রনাথ চৌধুরীকে বলিতেছেন, “আপনার বাড়ীতে গীতাপাঠ হইতেছে, আমাকে কেন জানান নাই ? তাহা হইলে আমি যাইতাম।”