পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)న8 এই খালের পার্থে চষ। জমি—সবই আমাদের বাম দিকে । বলদের সাহায্যে সাধারণ লাঙ্গলে এখানে চাষ চলিতেছে । উষ্ট্র, গর্দভ, অর্থ ইত্যাদির উপর চড়িয়া লোকের চলাফেরা করিতেছে। এই সবুজ উদ্যান ও আবাদভূমির দক্ষিণে বালুকরোশি সমুদ্রের ন্যায় চক্চক্ করিতেছে । আমাদের ডাহিনে অর্থাৎ উত্তর দিকেও কেবল মরুভূমি । আমরা দক্ষিণ-পশ্চিম দিকেই চলিতেছি । বাইবেলের সুবিখ্যাত “গশেন” ভূমি আমাদের চতুর্দিকে রহিয়াছে। চাধীরা স্ত্রীপুরুষে কৰ্ম্ম করে দেখিতেছি। সকলেই সৰ্ব্বদ। পুরা পোষাক পরিয়া রহিয়াছে। ভারতবর্ষের কৃষকগণের দ্যায় ইহারা ধালি গায়ে মাঠে কাজ করে না । খেজুর গাছ, স্থানে স্থানে কলাগাছ ইত্যাদিই বড় গাছের মধ্যে বেশী দেখা যায় । চষ। জমি কৃষ্ণ বর্ণ। ইস্মাইলিয়া-নগরে আমরা সুয়েজের রেলপথ দক্ষিণে ছাড়িয়া আসিয়াছি । এক্ষণে প্রায় ৩০ মাইল দক্ষিণপশ্চিমে আসিয়। আবু হাম্মাদ নগর অতিক্রম করিয়া চলিলাম । এখন হইতে অতিশয় উৰ্ব্বর ক্ষেত্ৰ দিয়া যাইতেছি । সুজলা মুফলা, শস্যগুমলা বঙ্গ ভূমি ব্যতীত ভারতবর্ষে এরূপ সুশ্রী ও কোমল এবং নয়ন- তৃপ্তিকর স্থান আর আছে কিনা সন্দেহ । আমাদের উভয় পাশ্বেই যতদুর দৃষ্টি পড়ে কেবল চষ। জমি দেখিতেছি। পীত গোধূম্ৰ শস্ত, কৃষ্ণবর্ণ তুলার জমি, গবাদির জন্য সবুজ ঘাস এবং শাকশঙ্গী—এই-সমুদয় নানা রঙ্গে রঞ্জিত কৃষিক্ষেত্র আমাদের চারিদিকে বিস্তৃত রহিয়াছে । এই ήσι ভুলিয়া যাওয়; কঠিন। এমন ঐশ্বৰ্য্যপূর্ণ মনোরম স্থান জগতে বোধ হয় বেশী নাই । মিশরীয় বদ্বীপের এই অঞ্চলের অধিবাসীল। সত্য সত্যই বড়াই করিতে পারে— “ধনধান্ত-পুষ্পে-ভরা আমাদের এই বমুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ॥" অবশ্য মিশর যে “স্বপ্ন দিয়ে তৈরী সে যে স্থতি দিয়ে ঘেরা” সে বিষয়ে ত কোন সন্দেহই নাই । গাড়া জাগাজিগ, ষ্টেসনে আসিল। ইহাই এই পথে সৰ্ব্ব প্ৰধান নগর । ইহা বড় বড় কারবারের কেন্দ্র । রেলপথে চলিতে চলিতে দেখিলাম—বদ্বীপের মধ্যে নগর পল্পী ইত্যাদি অতি ঘনসন্নিবিষ্ট । জনপদগুলি খুবই লাগা প্রবাসী—অংগহায়ণ, ১৩২১ [ s४१ छाशं, ५ ।। { 9 লাগি। নগরের গৃহসমূহ ইঃক- ও প্র গুর-নির্মিত। পল্পীগ্রামের গৃহ মৃত্তিক-নির্মিত। বোধ হয় বঁাশ বা চাটাইয়ের বেড়ার দুই দিকে বালি লেপিয়া দেওয়াল নিৰ্ম্মিত হয়। কি নগর, কি পল্লী, কি ইষ্টকনিৰ্ম্মি ত ভবন, কি মৃত্তিকাময় কুটার, সকল গৃহ নিৰ্ম্মাণেই এক কায়দ। অনুসরণ করা হইয়াছে। গুহমাত্রই চতুষ্কোণ । জ্যামিতির নিয়মে যেরূপ ক্ষেএ নিৰ্ম্মিত হয়, এই গুহ গুলি সেইরূপ । বাবান্দা | | মিশরীয় রমণী । প্রায়ই নাই—ভূমির উপর গৃহসমূহ মসজিদের স্তায় দণ্ডায়মান। দেওয়াল চুনকাম করা অথবা মসজিদের নিয়মে চিত্রিত। সকল গৃহই এই ধরণে গঠিত। আমরা কাইরো নগরের নিকটবৰ্ত্তী হইলাম । আমাদের দক্ষিণে কাইরে এবং পূৰ্ব্বে ইহার সন্নিহিত পন্থী হেলিয়ো পোলিস। এই পল্লীতে মিশরের খেদিত সাধfবণতঃ পাস করেন । এষ্ট দুই নগরের পশ্চাতে শক্ত