পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ગાcર ની ૬ નઃ অf &য়া ১৪ লক্ষ ইটালি ১১॥০ লক্ষ, প্রবাসী—কান্তিক, ১৩১ { ১৪শ ভাগ, ২য় খণ্ড ফক্ষিপ ৪০ লক্ষ ইংলণ্ড ৬ লক্ষ 갔 151 es \xermany հ Պ(: 1յլ (, Austria-Hungary ! {: M), UIM) Italy I. : 5s 1.4 (A) Russin 6,000,000 England f-[li}.01)í) France 3.01)[]." ()() জামেনী ২৯৬ اه . لا 1:if gة لاهد Elehة ইউরোপে যুদ্ধের আয়োজন কাহার কিরূপ । ইউরোপে প্রধান প্রধাণ দেশের স্থলসৈন্স, রণতরী ও আকাশবুদ্ধযান, বৰ্ত্তমান সংগ্রাম আরম্ভের সময়, কিরূপ ছিল, তাহা আমেরিকার এক খানি ও ফ্রান্সের একখানি কাগজ ছবি দ্বারা বুঝাইতে চেষ্টা কবিয়াছেন । আমরা সেই ছবিগুলির প্রতিলিপি দিতেছি । স্থলসৈন্সের সংখ্যা অনুসারে ভিন্ন ভিন্ন দেশের সৈনিককে দীর্ঘকায় বা খৰ্ব্বকায় করিয়া আঁকা হইয়াছে। যুদ্ধ আরgের পর ইংলণ্ডের সৈন্যসংখ্যা ইতিমধ্যেই দ্বিগুণ হইয়াছে। নূতন সৈন্যেরা এখন শিক্ষাধীন। নৌসৈন্ত ও যুদ্ধজাহাজে কাহার শক্তি কিরূপ, তাহা একটি সংখ্যা দ্বারা বুঝান হইয়াছে। সংখ্যার আধিক্য অনুসারে নৌশক্তির আধিক্য বুঝিতে হইবে । আকাশে যুদ্ধ কfরবার জন্ত এরোপ্লেন ও “চালনায়ত্ত” (dirigible) যে দেশের যত আছে, ঐ দুই যানের বৃহৰ অনুসারে তাই বুঝ বাইবে। এরোপ্লেনে § o T — r -

  • تناسبلشمنف:لسلست سمت 8.5بتایا

ফ্রান্স ৩৮২ శ్వేతాe 8ty 8 রুশিয়া ১৭৩ জার্মেণী, ইংলণ্ড ও ইটালী। চালনায়ত্তে সকলের চেয়ে বড় জার্মেনী ; তার পর যথাক্রমে ফ্রান্স, রুশিয়া, ইটালী ও অষ্টিয়া । যুদ্ধবিরোধী পোপ দশম পায়াস্ । রোমান কাথলিক জগতের ধৰ্ম্মগুরু দশম পায়াস ৮০ বৎসর বয়সে গত আগষ্ট মাসে প্রাণত্যাগ করিয়াছেন। তিনি বর্তমান ইউরোপীয় যুদ্ধের বিরোধী ছিলেন। ইহাতে তিনি সাতিশয় ব্যথিত হন, এবং শাস্ত্ৰ মৃত্যুমুখে পতিত হইবার কারণই এই যুদ্ধজনিত মনোবেদন । মৃত্যুর পূৰ্ব্বে এইজন্য তাহার হৃদয় বিষাদমেঘে আচ্ছন্ন হইয়াছিল । তিনি বলিয়াছিলেন, “প্রাচীন কালে পোপের একটি কথায় যুদ্ধ বন্ধ হইতে পালিত, কিন্তু এখন তিনি শক্তিহীন।” তাহার সাদাসিদে চালচলন, দয়া ও সাধু জীবনের জন্য সকলে তাহাকে ভাল বাসিত ও ভক্তি করিত। তিনি, সকলের চেয়ে বড় ফ্রান্স , তারপর যথাক্রমে রুশিয়া, , যুদ্ধের অশুভ কারণসমূহ শীঘ্র দূরীকরণের জন্য, সমুদয়