পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৪ অন্য পরিচারিক। [ ভিতর হইতে ] এখানে মস্ত ব্যাপার সব হবে ! তৃতীয় পরিচারিক { ভিতর হইতে ] এখানে খুব আমোদ-প্রমোদ হবে । শাম্ব খোল !... পরিচারিকাগণ থেtল ! খোল ! দ্বাররক্ষক থাম ! থাম ! এ দুয়ার খোলবার সামর্থ্য আমার নেই ...এ দুয়ার কখনও খোলা হয় না...সকাল হওয়া পৰ্য্যন্ত অপেক্ষা কর... প্রথম পরিচারিক। বাহিরে যথেষ্ট আলো হয়েছে ; ফণক দিয়ে আমি সূর্য। দেখতে পাচ্ছি... দ্বাররক্ষক এই নাও বড় চাবিগুলো...উঃ ! উঃ ! কি ভয়ানক কড় কড় শব্দ, হড়কোগুলোর আর তালাগুলোর !... একটু সাহায্য কর আমাকে সাহায্য কর! পরিচারিকাগণ আমরা টানছি, আমরা টানছি... দ্বিতীয় পরিচারিক এ কিছুতেই খুলবে না... প্রথম পরিচারিক। ই ! এই যে ! খুলছে ! ধীরে ধীরে খুলছে.. f দ্বাররক্ষক কি ভয়ানক র্ক্যাচ কঁ্যাচ শব্দ করছে! সমস্ত বাড়ীট। এ জাগিয়ে তুলবে... দ্বিতীয় পরিচারিক { চৌকাঠের উপর আসিয়া ] ওঃ ! বাহিরে এর মধ্যে কত আলো হয়েছে ! প্রথম পরিচারিকা সমুদ্রের উপর স্বর্য্যোদয় হচ্ছে । দ্বাররক্ষক এইবার দুয়ার খুলেছে ! - সম্পূর্ণ খুলেছে !... [ পরিচারিকাগণ চৌকাঠের উপর আসিমু চৌকাঠ অতিক্রম করিল । ] প্রথম পরিচারিক। আমি শিলাপাট হতে ধুতে অরস্ত করব । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড দ্বিতীয় পরিচারিকা এ সমস্ত পরিষ্কার করতে আমরা কখনও পেরে উঠব না । অন্যান্য পরিচারিকাগণ জল আন । জল আন । স্বাররক্ষক ই, ই ; জল ঢাল, জল ঢাল, সমুদ্রের সমস্ত জল এনে ঢাল ; তা হলেও এর কিছু করতে পারবে না... 豪 臺 樣 দ্বিতীয় দুষ্ঠা একটি অরণ্য । [ একটি নিঝরের পার্থে মেলিস্তাও উপস্থিত । গোলডের প্রবেশ। ] গেtলড় বন হতে বেরোতে আর কিছুতেই পারব না । জন্তুটা যে আমায় কোথায় এনে ফেললে তা ভগবানই জানেন । মনে করেছিলাম আমি তাকে মরণঘাই দিয়েছি ; আর এই ত এথানে রক্তের দাগ সব দেখছি। এইমাত্র সেটাকে আমি হারিয়েছি ; আমি নিজেই হারালাম না কি— আমার কুকুরগুলোও আর আমায় খুজে পাবে না।— যে পথে এসেছি সেই পথ দিয়েই ফিরি...কে যেন কঁদিছে না...ঐ যে ! ঐ ! জলের ধারে ও কি ?... না ? জলের ধারে বসে ছোট একটি মেয়ে কাদছে ? [ কাশিলেন । ] বোধ হয় শুনতে পেলে না । আমি ওর মুখ দেথতে পাচ্ছি না । [ অগ্রসর হইতে হইতে মেলিস্যাণ্ডার স্কন্ধ স্পর্শ করিলেন । ] তুমি কাদছ কেন ? [মেলিস্তাণ্ড চমকাইয়া উঠিলেন ও পলাইবার উপক্রম করিলেন । j কোনও ভয় নেই । ভয়ের তোমার কোনও কারণ নেই। এখানে একলাটি বসে কাদচ কেন ? মেলিস্তাও। আমায় ছুয়ো না! আমায় ছুঁয়ে না ! গেtলড কোনও ভয় নেই...আমি তোমার কোনও...ওঃ ! তুমি সুন্দরী !