পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] মেলিস্তাগু। আমায় ছুয়োন ! আমায় ছুয়োনা । নাহলে আমি জলে ঝাপ দেব !... গোলড আমি ত তোমায় ছু"চ্ছি না...দেখ, আমি এইখানে গড়ালাম, ঠিক গাছে পিঠ দিয়ে । ভয় পেয়ে না। কেউ তোমায় আঘাত কৰােঁ ছে ? 输 মেলিস্তাও। ই ! হ ! { অত্যন্ত ক্রনন করিতে লাগিলেন । ] গেtলড ই ! \8: ! কে তোমায় আঘাত করলে ? মেলিস্তাও। ওর। সকলেই ! গোলড কি করে ওরা আঘাত করলে ? ওরা সকলেই ! মেলিহ্যtণ্ড। আমি বলব না ! আমি বলতে পারব না ! গোলড় শোন ; ওরকম করে” কেঁদো না । কোথা থেকে আসছ তুমি ? মেলিস্তাগুণ আমি পালিয়ে এসেছি ! আমি পালিয়ে এসেছি ! গোলড তা বুঝলাম ; কিন্তু কোথা থেকে পালিয়ে এসেছ ? ফেলিস্তাগুt অামি হারিয়ে গেছি!...হারিয়ে গেছি ...ওঃ ! এইখানে তারিয়েছি...আমি এথানকার নয়...আমি ওখানে জন্মাই নি... গোলড কোথা থেকে আসছ তুমি ? কোন দেশে তোমার জন্ম ? মেলিস্তাগু। ওঃ ! ওঁ ! এখান হতে অনেক দূরে...দূরে...দুরে... গোলড জলের তলে অভ্যত ঝকৃঝকৃ করছে ওটা কি ? পিলীয়াস ও মৃেলিষ্ঠাণ্ড o ১১১ মেলিস্তাগু। কোথায় ?—আ! ওটা তার-দেওয়া সেই মুকুট । কাদবার সময় ওটা পড়ে গেছে... " গোলন্ত মুকুট !—কে তোমায় মুকুট দিলে ? আমি ওটা তোলবার চেষ্টা করছি... - মেলিস্তাও। না, না ; আমার চাই না! আমার চাই না ...তার আগে অামার মরণ ভাল...এখনি মর!... গোলড আমি সহজেই ওটা তুলতে পারি। জল ওখানে খুব বেশী নয় । মেলিস্তাগু। আমি চাই না ! জলে ঝাপ দেব ! . তোল যদি তুমি, তাহলে আমি গোলণ্ড না, না ; থাকগে যাক ওখানেই ওটা । সে যা হোক, সহজেই ওটা পাওয়া যেতে পারত। খুব চমৎকার মুকুট বলেই মনে হচ্ছে —অনেক দিন হল কি, তুমি পালিয়ে এসেছ ? মেলিস্তাগু। ই, হা ...তুমি কে ? গেলিড আমি রাজপুত্র গোলড—আলিমণ্ডির বুদ্ধ রাজা আর্কেলের দৌহিজ... মেলিস্তাও ওঃ ! এর মধ্যেই তোমার চুল পেকেছে ?... C 5 ই ; কয়েকটা মাত্র, এই কপালের উপর... মেলিস্তাগু। আর তোমার দাড়িতেও...ওরকম করে আমার দিকে তাকাচ্ছ কেন ? 赣 গোলড আমি তোমার চোখ দুটি দেখছি। তুমি কখন চোখ বোজ না ? - মেলিস্তাগু। ই, হঁ বুজি বৈকি ; রাত্রে বুজি...