পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] S S AAAA S S S JSSS SSSS AAAA S S আমার নির্বুদ্ধিতার ক্ষমার কারণ হতে পারবে না। সে যা হোক, এ সমস্ত সত্ত্বেও যদি তিনি মেলিস্তাণ্ডাকে নিজের কন্যার মত আদর করে গ্রহণ করতে রাজী হন, তা হলে চিঠি পাবার তিন দিন পরে সন্ধ্যার সময়ু সমুদ্রের দিকের বরুজের উপর একটি আলো জেলে রেখো। অামাদের জাহাঙ্গের উপর হতে আমি সেট। দেখতে পাব ; যদি তা না পাই, তা হলে আমি আরও এগিয়ে যাব, আর কথনও ফিরব না ...” এতে আপনার fক মত ? আর্কেল কিছুই না । যা করবার ছিল হয়ত তাই সে করেছে । আমি খুব বুড়ো হয়েছি, তবুও আমি এক মুহূৰ্ত্তের জন্তেও আমার নিজের আস্তরটা ভাল করে দেখতে পাইনি ; তবে অন্ত্যেব কাজ সম্বন্ধে মতামত প্রকাশ করব কি করে ? মৃত্যু হতে আর আমি বেশী দূরে নেই, কিন্তু তত্ৰাচ নিজের কাজই বিচার করবাব অামার শক্তি হয়tন ... যতক্ষণ না চোথ বোজা যায় ততক্ষণ সকলেই সমস্ত ভুল করে ফেলে। ও যা করে ফেলেছে সেটা আমাদের কাছে আশ্চৰ্য্য লাগতে পারে ; এইমাত্র। ওর বয়সও যথেষ্ট হয়েছে, তবুও ছেলেমামুষের মত একটি ছোট মেয়েকে ঝরণার পাশে পেয়ে বিবাহ করে ফেলেছে ... এটা অামাদের কাছে অtশচর্য্য বোধ হতে পাবে ; কারণ আমরা ভাগ্যচক্রের উণ্টে দিকটাই শুধু দেখতে পাই ... এমন কি নিজেদের ভাগ্যলিপির উণ্টে পিঠটাই দেখতে পাই ... এ পর্য্যস্ত আমার পরামর্শ অনুসারেই সে চলেছে ; রাজকন্যা উরসুলার সঙ্গে বিবাহের প্রস্তাব করে আমি তাকেই সুখী করতে চেয়েছিলাম ... ও একা থাকতে পারত না, আর ওর স্ত্রীর মৃত্যুর পর হতে একা থাকতে হলেই ও মনে কষ্ট পেত ; এই বিবাহটা হতে পারলে বহুকালের যুদ্ধ বিগ্রহ আর বহুদিনের শক্রতার অবসান হত ... ওর তা ইচ্ছে নয় । ওর যা ইচ্ছে তাই হোক । কখনও আমি কারও ভাগ্যের বিরুদ্ধে দাড়াইনি ; আর ওর ভবিষ্যৎ আমার চেয়ে ও-ই ভাল জানে। এ জগতে উদ্দেগুবিহীন ঘটনা বোধ হয় কিছু হতে পারে না । ... \ు পিলীয়াস ও মেলিষ্ঠাণ্ড § SS ○ গেনেভিণ্ড গোলড সব সময়েই খুব বুদ্ধিমান, খুব গম্ভীর, খু দৃঢ় ... যদি পিলীয়াস এ রকম করত তবে না হয় বুঝতে পারতাম --- কিন্তু ও ... এত বয়স হয়েছে ... আমাদের মাঝে কাকে আনবে, কাকে ? রাস্তার ধার থেবে একটা অঙ্গান লোককে কুড়িয়ে আনছে ... ওর স্ত্রীং মৃত্যুর পর হতে ও কেবল ওর ছেলে ইনিয়লডের জন্যেই বেঁচে রয়েছে ; আর যদিও ও আবার বিবাহ করছিল, সে কেবল আপনার ইচ্ছে বলে ... বনের মধ্যে একটা ছোট মেয়ে ... ও সমস্ত ভুলে গেছে . কি করি এখন অণমরা ? { পিলীয়াসের প্রবেশ । ] আর্কেল কে আসছে ? গেনেভিন্ড পিলীয়াস আসছে। ও কাদছিল। অীর্কেল এসেছ তুমি, পিলীয়াস ? আর একটু কাছে এস, আলোয় তোমায় ভাল করে দেখি... পিলীয়াস দাদা মশায়, আমার ভাইয়ের চিঠি পাবার সঙ্গে সঙ্গে আর একথান চিঠি পেলাম ; সেটা আমার বন্ধু মাসে লাসের । বন্ধু আমার মরণাপন্ন, সে অমিীয় ডেকে পাঠিয়েছে। - মৃত্যুর পূৰ্ব্বে সে আমার সঙ্গে দেথা করতে (503I(§... আর্কেল তোমার ভাই ফেরবার পূৰ্ব্বেই তুমি যেতে চাও ?— তোমার বন্ধু নিজেকে যতখানি অসুস্থ মনে কবেন হয়ত তার তত আ মুখ নয়... পিলীয়াস তার চিঠিটি এত দুঃখের যে তার প্রত্যেক দু ছত্রের মাঝে মৃত্যুর ছায়া দেখতে পাওয়া যায়...মৃত্যু কোন দিন তার কাছে এসে উপস্থিত হবে তা সে ঠিক জানে, সে তাই লিখেছে...আরও লিখেছে যে যদি আমি ইচ্ছে করি তাহলে তার মৃত্যুর আগেই আমি সেখানে পৌছতে পারি, কিন্তু সময় নষ্ট করলে চলবে না। অনেক দূর