পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ 28 যেতে হবে । আর যদি আমি গোলডের ফের। পর্য্যন্ত অপেক্ষা করি তাহলে হয়ত আর... অর্কেল তা হলেও একটু অপেক্ষা করা ভাল । এই নুতন লোকের অপসার ফলে আমাদের কিসের জন্য প্রস্ত ষ্ট হতে হবে তা এখন বলতে পারা যায় না। আর তা ছাড়া তোমার বাবা এখানে বুয়েছেন না, এই উপরের ঘরে, খুব অস্থ হয়েছে না, হয়ত তোমার বন্ধুর চেয়ে বেশী...বাপ আর বন্ধুর মধ্যে কাকে চাও তুমি... ? [ প্রস্থান । ] গেনেভিভ আজই সন্ধ্যায় আলোটি যেন নিশ্চয় জেলে দিও, পিলীয়াস... { পৃথকভাবে প্রস্থান । ] 窍 發 肇 5ತ್ತಿ ಆ দুর্গপ্রাসাদের সম্মুখে । { গেনেভিভ ও মেলিস্তাওরি প্রবেশ । ] মেলিস্তাণ্ড। বাগানে অন্ধকার হয়ে এসেছে । প্রসাদের চারিদিকে কি মস্ত বল !... গেনেভিভ ঠ। ; আমিও যখন প্রথম এখানে এসেছিলাম তথন এতে খুব আশ্চর্য বোধ করেছিলাম, আর সকলেই এতে আশ্চর্য্য বোধ করে । অনেক এমন জায়গা আছে যেখানে সূর্য্যের আলো আদেী দেখতে পাওয়া যায় না । তা হলেও খুব শীঘ্রই সব সয়ে যায়...অনেকদিন আগে... কি প্রকাণ্ড বন, অনেকদিন আগে... প্রায় চল্লিশ বৎসর আগে আমি এখানে এসেছিলাম...অপর দিকে তাকাও, সমুদ্রের আলো দেখতে পাবে... মেসিস্তাগু। নীচে একটা শব্দ শুনতে পাচ্ছি... গেনেভিভ ঠিক ; কেউ এথানে উপরের দিকে আসছে...অ । পিলীয়াস আসছে...তোমাদের জন্যে অনেকক্ষণ অপেক্ষা করায় ও যেন এখনও ক্লfত্ত হয়ে রয়েছে... প্রবাসী--অগ্রহায়ণ, ১৩২১ { ১৪শ ভাগ, ২য় খণ্ড মেলিস্তাগু। এখনও আমাদের দেখতে পায়নি । গেনেভিভ আমার মনে হয় দেখতে পেয়েছে, কিন্তু কি যে করতে হবে তা ও ঠিক বুঝে উঠতে পারছে না...পিলীয়াস পিলীয়াস, ওখানে কি তুমি ? • পিলীয়াস ই !...আমি সাগরের দিকে আসছিলাম... গেনেভিভ আমরাও তাই আসছিলাম ; আমরা আলোকের সন্ধানে বেরিয়েছি । অন্য জায়গার চেয়ে এই থানটায় একটু বেশী আলো রয়েছে ; তবুও আজ সাগর বিষাদময়। পিলীয়াস আজ রাত্রে ঝড় হবে । ক দিন ধরে প্রতি রাত্রেই ঝড় হচ্ছে, তা হলেও এখন চারিদিক কি রকম শাস্ত...না জেনে এখন পাড়ি দিতে বেরোলে তাকে আর ফিরতে হবে না । মেলিস্তাও। বন্দর ছেড়ে কি যেন চলেছে... পিলীয়াস ওটা নিশ্চয় একটা মস্ত জাহাজ...ওর আলো গুলো খুব উচুতে, এখনি যখন ঐ আলোর জায়গায় এসে পড়বে তথন আমরা ওটাকে দেখতে পাব... গেনেভিভ দেথতে পাব বলে আমার উপর এখনও কুয়াশ হয়ে রয়েছে... পিলীয়াস বোধ হচ্ছে যেন কুয়াশ। ধীরে ধীরে সরে যাচ্ছে... মেলিস্তাগু। ই। ; ঐ ওখানে আগে আলো ছিলনা, এখন দেখতে পাচ্ছি... মনে হয় না...সমুদ্রের পিলীয়াস ওটা জাহাজ-পথের আলো ; আরও আলো আছে, আমরা এখনও দেখতে পাচ্ছি না। মেলিস্তাগু। জাহাজটা আলোর জায়গায় এসেছে...এর মধ্যেই অনেক দূরে চলে গেছে..