পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ প্রবাসী—অগ্রহায়ণ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড А If C T I C O HCELAND oermanie : - Sła ronie |

А

Fyrrus_ " ইউরোপে সাভ ও জৰ্ম্মান জাতীয় লোকের বাসভূমি। তদ্ভিন্ন সে সার্লিয়া, গ্রীস ও তুরস্ক দখল করিতে, অন্ততঃ নিজের প্রভাবের অধীন করিতে চেষ্টা করিবে । জার্মেনীর অধীন হয়, তাহ হইলে ইংলণ্ডের বিপদাশঙ্ক ঘটিবে। কারণ হল্যাণ্ড ও বেলজিয়মের বন্দর-সকল হইতে নাই । বুলগেরিয়া, আলবেনীয়া, হল্যাণ্ড ও বেলজিয়ম যদি জলপথে ইংলণ্ড আক্রমণ করা চলিবে। আবার যদি জার্মেনী আলবেনিয়া, গ্রীস ও তুরস্কে প্রভুত্ব করিতে পায়, তাহা হইলে ইংলণ্ডের পক্ষে ভূমধ্যসাগর দিয়া যাতায়াত সকল সময়ে নিরাপদ হুইবে না। তাহ হইলে এশিয়ায় ব্রিটিশ বাণিজ্য ও'ব্রিটিশ সাম্রাজ্য কেমন করিয়া রক্ষা পাইবে ? অতএব ব্রিটিশ সাম্রাজ্যের জার্মেনীকে পরাজিত করা আবশুক । অপর দিকে জার্মেনীর পরাজয়ের অর্থই রুশিয়ার কল্যাণের নিমিত্ত জয় । রুশিয়ার জয়ে যে ব্রিটিশ সাম্রাজ্যের আশঙ্কা নাই, তাহ বলা যায় না। রুশিয়ার লোকেরা স্বাভজাতীয়। এই সুভেজাতীয় লোক রুশিয়ার বাহিরেও অষ্ট্রিয়া, জার্মেনী, সার্বিয়া, প্রভৃতি দেশে বাস করে। ইউরোপের মানচিত্রের দিকে তাকাইলে দেখা যাইবে যে ইউরোপের বেশীর ভাগ জায়গায় সুভদের বাস । স্বাভদের আধুষি ত স্থানসকলের বার আনারও অধিক বর্তমান সময়েই রুশিয়ার অন্তর্গত। বাকীটুকু গ্রাস করা, অন্ততঃ নিজ অভিভাবকত্বের মধ্যে আনা রুশিয়ার অভিপ্রেত। রুশিয়ার যদি জয় হয়, তাহ হইলে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইবে । তাহার অর্থ এই যে তুরস্কও রুশিয়ার অধীন হইবে, কন্‌ষ্টাণ্টনোপল তাহার সাম্রাজ্যভুক্ত হইবে। তাহা হইলে, ভূমধ্যসাগর দিয়া যাতায়াত ব্রিটিশ রণতরী ও বাণিজ্য জাহাজের পক্ষে এখন যেমন নিরাপদ কোন