পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

اه مه ۹ ام جی < - ه -- بر . কৃতী বিদ্যার্থী ঐযুক্ত ইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় এদেশে শিক্ষার পথে কতক দুর অগ্রসর হইয়া সংসারী ও কৰ্ম্মী হইয়াছিলেন । তিনি জাতীয় শিক্ষাপরিষদের শিক্ষণশালায় অধ্যাপকত। করিতেন, এবং কয়েকখানি বাংলা বহিও লিখিয়াছিলেন । কিন্তু তাহারু উচ্চ আকাঙ্ক্ষা ছিল, জ্ঞানপিপাস ছিল। উদ্যোগিতা থাকায় ও মনের বল থাকায় তাহার এই আকাজক্ষা ও পিপাসা হৃদয়ে উথিত হইয়া হৃদয়েই লীন হয় নাই । তিনি নিজের চেষ্টায় সামাষ্ঠ কিছু অর্থ সংগ্ৰহ করিয়া আমেরিকার নেব্রাস্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিতে গিয়াছিলেন । তথায় শিক্ষা করিতেন এবং শ্ৰীইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা দিতেন । অল্প সময়ের মধ্যেই তিনি বিএ উপাধি লাভ করেন । পুনৰ্ব্বার অল্প সময়ের মধ্যে এমৃএ উপাধি পাইয়াছেন । র্তাহার এই কৃতিত্বে আমরা আনন্দিত । তিনি এক্ষণে উচ্চতর পী এইচ, ডী, উপাধির জন্য প্রসিদ্ধ প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়িতেছেন । আমেরিকার বর্তমান দেশপতি উড়ে উইলসন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন । ৩য় সংখ্যা । বিবিধ প্রসঙ্গ—ছোটনাগপুর উচ্চইংরাজী বালিকাবিদ্যালয়, গিরিড়ি ২৫৭ ছোটনাগপুর উচ্চইংরাজী বালিকাবিদ্যালয়, গিরিডি গিরিডি অতি স্বাস্থ্যকর স্থান । নানাস্থান হইতে নানা সম্প্রদায়ের অনেক ভদ্রলোক এখানে সপরিবারে বাস করিতেছেন। স্বাস্থ্যলাভের জন্যও আবার প্রতিবর্ষে অনেক লোক আসিয়া থাকেন । খাদ্যদ্রব্যাদিও অপেক্ষাকৃত সুলভ এবং সহজলভ্য । এই-সকল সুবিধা দেখিয়া কতিপয় স্বদেশানুরাগী ব্যক্তি দ্বার। এখানে, প্রায় চারি বৎসর হইল, বালিকাদের জন্ত একটি উচ্চ ইংরাজী বিদ্যালয় ও ছাত্রীনিবাস প্রতিষ্ঠিত হইয়াছে। প্রথম বৎসর যে পাচটি বালিক। প্রবেশিক পরীক্ষার জন্য প্রেরিত হয়, তাহার। সকলেই প্রথমবিভাগে উত্তীর্ণ ও তিন জন বৃত্তি প্রাপ্ত হয় । অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের এইরূপ উন্নতি দর্শন করিয়। গবৰ্ণমেণ্ট ইহার জন্য মাসিক ৪৮০ টাকা সাহায্য দান করিয়াছেন । বিদ্যালয় ও ছাত্রীনিবাসের জন্য গৃহনিৰ্ম্মাণের প্রস্তাব হইয়াছে। কর্তৃপক্ষ তাহার প্রতি বিশেষ মনোযোগ দিতেছেন। . প্রায় আট মাস হইল সাধারণ ব্রাহ্মসমাজ এই বিদ্যালয়ের পরিচালনভার গ্রহণ করিয়াছেন। গৃহীতবসর সরকারী ভূতত্ত্বনির্ণয়বিভাগের উচ্চপদস্থ কৰ্ম্মচারী শ্ৰীযুক্ত পাৰ্ব্বতীনাথ দত্ত, বি, এসসি ( লণ্ডন ), মহাশয় ইহার সম্পাদকের কৰ্ম্মভার গ্রহণপূৰ্ব্বক সৰ্ব্বাঙ্গীন উন্নতির জন্য, যথাসাধ্য চেষ্টা করিতেছেন । তিনজন বিএ-উপাধিধারিণী মহিলা, তিনজন এফ এ-পাশ এবং আরও কয়েকজন শিক্ষয়িত্রী বিদ্যালয়ে শিক্ষাদান করিতেছেন । বালিকার যাহাতে মাতার যত্ন ও ভগিনীর ভালবাসা লাভ করিয়া দেহমনের উন্নতুিলাভ করিতে পারে ; নীতি, ধৰ্ম্ম, গৃহকার্য্য প্রভূতিতে শিক্ষালাভ করিতে পারে, তাহার সুব্য বস্থা হইয়াছে । তাহদের আহারাদির ভাল বন্দোবস্ত হইয়াছে । এই ছাত্রীনিবাসে সকল সম্প্রদায়ের বালিকারই স্থান আছে। বর্তমানে ১২১৩ টি হিন্দুপরিবারের কন্যা এই ছাত্রীনিবাসে বাস করিতেছে । র্যাহাব। ক্যাদিগকে স্বাস্থ্যকর স্থানে রাথিয়া শিক্ষা দিতে ইচ্ছা করেন, র্তাহীদের পক্ষে গিরিডি বিদ্যালয় উপযুক্ত মনে করি । কোন-না-কোন রকমের ব্যায়াম ও বিশুদ্ধবায়ু সেবন সকল মানুষেরই প্রয়োজন । যjহার। মস্তিষ্কচালনা করে, তাহাদের আরো বেশী দরকার । যে-সকল বালক ও যুবক লেখাপড়া করে, তাহার ইচ্ছা করিলেই অন্ততঃ ভ্রমণ করিতে পাবে। কিন্তু ছাত্রীদের এরূপ সুবিধা নাই। কলিকাতার মত বড় সহরে তাহাদের পক্ষে ভ্রমণ ও fবশুদ্ধবায়ু সেবন অতি দুর্ঘট গিরিডির বালিকাবিদ্যা