পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] প্রাচীন ভারতের ইতিহাস সঙ্কলন সম্বন্ধে কয়েকটি কথা * প্রাচীন ভারতের ইতিহাস সঙ্কলন সম্বন্ধে কয়েকটি কথা ভারতবর্ষে আৰ্যসভ্যতার অভু্যদয় হইতে মুসলমান-শাসনপ্রতিষ্ঠা পর্য্যন্ত যে কাল, বৰ্ত্তমান প্রবন্ধে তাহাই প্রাচীন কাল বলিয়, ধরিয়া লওয়া হইয়াছে। এই কালের পরিমাণ নৃনেকল্পে চারি হাজার বৎসর । সুবিখ্যাত ইংরেজ ঐতিহাসিক গ্রোঢ় ( Grot": তাহার গ্রীসের ইতিহাসে প্রাচীন গ্রীসের জীবনকাল হোমরের পূর্ববর্তী যুগ হইতে সেকেন্দর সাহার মৃত্যু পৰ্য্যন্ত অর্থাৎ নূ্যনাধিক এক হাজার বৎসর নির্দেশ করিয়াছেন । সুতরাং বলা যাইতে পারে যে এই এক কারণেই প্রাচীন ভারতের ইতিহাস-রচনা প্রাচীন গ্রীসের ইতিহাস-রচনা অপেক্ষ চতুগুণ শ্রমসাধ্য। আন্তান্ত কারণে এই শ্রম বহু গুণে বৰ্দ্ধিত হইয়াছে । সেই কারণ গুলি ক্রমে উল্লিখিত হইতেছে । ইতিহাস ত্ৰিবিধ । ( ১ ) সমসাময়িক । অমর কীৰ্ত্তি গ্রীক ঐতিহাসিক থুকিডডাস ( Thucydides ) স্বপ্রণীত ইতিহাসের প্রারস্তেই বলিতেছেন, “আথেন্সবাসী যুকিডিডাস পেলপনীসীয় ও আর্থানীয়দিগের যুদ্ধ-বৃত্তান্ত প্রথমাবধি লিপিবদ্ধ করিয়াছেন ; তিনি যুদ্ধারস্তেই বুঝিতে পারিয়াছিলেন, গ্রীসে এতবড় যুদ্ধ আর হয় নাই।” খুকিডিডাসের তিগাস সমসাময়িক ইতিহাস । এই শ্রেণীর ইতিহাসের .দশি গুণ দুই-ই আছে । ইহার গুণ এই যে ইহাতে স ও নির্ণয়ের সম্ভাব্যতা পর্বত্তীকালের ইতিহাস অপেক্ষা অধিক । দোষ এই ঘটিতে পারে যে লেখক সমসাময়িক উত্তেজনার বশবৰ্ত্তী হইয়। আপনার মতে অত্যধিক আস্থাবান ও প্রতিপক্ষের প্রতি একাস্ত বিদ্বেষপরায়ণ হইয়া ঘটনার যাথার্থ নির্ণয়ে অক্ষম হইয়া পড়িতে পারেন । বলা বাহুল্য যে অসমসাময়িক ঐতিহাসিকের লক্ষেও এই বিপদ পূর্ণমাত্রায় বিদ্যমান রহিয়াছে। }্যকিডিউীস এই দোষ হইতে মুক্ত ছিলেন, এবং তাহাতে ইতিহাস-লেখকের পক্ষে অত্যাবশ্যক বহুগুণের মিলন হইয়াছিল, এজন্য তাহার গ্রন্থখানি ইতিহাসের মধ্যে ২৬৩ সবধশ্রেষ্ঠ স্থান লাভ করিয়াছে । ইয়রোপে এই শ্রেণীর পুস্তক বিস্তর আছে । প্রাচীন ভারতের এই প্রকার কোনও ইতিহাস আজও আবিষ্কৃত হয় নাই । SS S BBBBBB KgS B BBBB BBBBBB BBB BBBBS থাকিড়িষ্ট্রীস, ট্যাসিটাস ( Tacitus ) প্রভূতির দ্যায় সমসাময়িক ঐতিহাসিক ছল ত এবং এমন কোন দেশ নাই, যাহার দীর্ঘকাল ধরিয়া নির্ভরযোগ্য ধারাবাহিক, সমসাময়িক ইতিহাস আছে । সুতরাং বৰ্ত্তমান সময়ে র্যাহারা পুৰ্ব্ববৰ্ত্তী কালের ইতিহাস রচনা করেন, তাহাদিগকে নিৰ্ব্বাচিতকালের সমসাময়িক ইতিহাস, জীবনচরিত, সংবাদপত্র, পুস্তিকা ( pamphlets ), কাব্য, নাটক প্রভৃতি অবলম্বন করিয়া তথ্য নির্ণয় করিতে হয় । গ্রো স্বায় গ্রীসের ইতিহাসে হীরডটস, পূকিডিডীপ, জেনফোন প্রভৃতি সমসাময়িক ঐতিহাসিক হইতে বহু উপকরণ সংগ্ৰহ করিয়াছেন, তদ্ব্যতীত অন্যান্য কত পুস্তক হইতে সত্যনির্ণয়ে সাহায্য পাইয়াছেন । গিবনও (ribbon) রোমের ইতিহাস-প্রণয়নে প্রণালীর অমুসরণ করিয়াছেন । এমন কি, সমিস (Sozimos), জfসমস্ ( Zosinos ) প্রভূতি ধে-সকল সমসাময়িক ঐতিহাসিকের নাম ও এখন কেহ জানে না, গিবন তাহাদিগের গ্রন্থও উপেক্ষা করেন নাই । এই প্রণালীর অনুসরণ করিতে যাইয়া মেকলেকে কি দুরন্ত পরিশ্রম করিতে হইয়াছিল, তাহ। তাহার জীবনচরিতে বিবৃত রহিয়াছে। প্রাচীন ভারতের এই শ্রেণীর ইতিহাস-রচনা আসস্তব । ৩ ) জাতীয় সাহিত্য, মুদ্রা, অনুশাসনলিপি, স্থাপত্য, ভাস্কৰ্য্য প্রভূতি অবলম্বনে লিখিত ইতিহাস । 零 [كt প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ইতিহাস মুখ্য বা প্রত্যক্ষ প্রমাণ অবলম্বনে লিপিত ; তৃতীয় শ্রেণীর ইতিহাসের নির্ভর গৌণ বা পরোক্ষ প্রমাণের উপরে । প্রাচীন মিসর, আসীরিয়া, বাবিলোনীয় প্রভূতির যে-সকল ইতিহাস লিখিত হইতেছে, তাহা এই তৃতীয় শ্রেণীর অন্তর্গত। গ্রোটু-প্রণীত গ্রীসের ইতিহাসে উপরে উক্ত উপকরণগুলি উপেক্ষ ৩ হয় নাই ; কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস-সঙ্কলনে এগগুলিই একমাত্র বা প্রধান অবলম্বন। মনস্বী রমেশচন্দ্র