পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પાના 8 আসিলাম। এখানে দুইটি ওবেলিস্ক রহিয়াছে—পূৰ্ব্বে আরও ছিল । 曾 এই পূৰ্ব্বদিকেই য়্যামন-মন্দির প্রথম নিৰ্ম্মিত হয়। দ্বাদশ রাজবংশ যখন থৗবসনগরে রাজধানী প্রবর্তন করেন তখন এই অংশেই তঁহাদের উপাস্ত দেবতার গৃহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। পরবত্তী ফ্যারাওগণ নিজ নিজ ক্ষমত। ও ঐশ্বর্য্যের বৃদ্ধি অনুসারে পশ্চিম দিকে অগ্রসর হইতে হইতে নাইলের কিনারায় উপস্থিত হইয়াছিলেন । আজ যে চমৎকার গৃহ দেখিতে পাই৩েছি তাহ পরবত্তী সম্রাটুগণের প্রস্তুত । ইহার ১৫০ •—১০ ০০ খ্রীঃ পূর্ববাদ কালের মধ্যে রাজত্ব করিয়াছিলেন । আমেনহপিস, খুটুমসিস, সেথস, রামসেস ইত্যাদি এই বংশীয় রাজগণের নাম । [ ১৪শ ভাগ, ২য় খণ্ড তাহার মধ্যে ৭•• ০৮০০০ মূৰ্ত্তি পাওয়া গিয়াছে। এগুলি এক্ষণে কাইরোর মিউজিয়মে রক্ষিত হইতেছে । সরোবরের জল তুলিয় ফেলা হইয়াছে—এবং মৃত্তিক দ্বারা ইহাকে পুর্ণ দেখিতে পাহলাম । কর্ণাকের মন্দির দেখিলে লুক্সরের মন্দির না দেখিলেও চলে। রচনা-কৌশল একপ্রকার—সম্রাটের ক্ষমতা, শিল্পীদিগের কল্পনা, ঠ ত্যাদি সকলই একপ্রকার মনে হয়। কোন বিষয়ে খৰ্ব্বত। লক্ষ্য করিবার নাই । লুক্‌সর আয়তনে কিছু ক্ষুদ্র । কাণকের গায় লুকুসরও যুগে যুগে পরিবৰ্দ্ধিত হইয়৷ চলিয়াছে। এখানেও গুপ্তসমূহত বিশেষত্ব, প্রাচীরগাত্র এবং ছাদসমুহ লিপি-খোদিত । স্তস্তসমুহের শিরোদেশে পুৰ্ব্বদিকের একটা গৃহগাত্রে উদ্যানের চিত্র অঙ্কিত দেখিলাম । অষ্টাদশ রাজবংশের ইহা কীৰ্ত্তি । ১৫০০–১৩০০ খ্ৰীঃ পূৰ্ব্বাদকালে এই ংশ রাজত্ব করিয়াছিলেন । খুটুমসিস এই রাজবংশের প্রবর্তক । এই উদ্যানে নানাবিধ গুীবজন্তু ও উদ্ভিদের চিত্র দেখা গেল । কতকগুলি উদ্ভিদ্‌ চিনিতে পারা গেল ন! ! সেগুলি বোধ হয় আধুনিক মিশরে আর পাওয়া যায়?" নী । মন্দিরের পূর্বদিক শেষ করিয়া বাহিরে আসিলাম । পূৰ্ব্বদক্ষিণ কোণে একট। সরো বর দেখিলাম এই সরোবরে আসিবার জন্য য়ামনমন্দির হইতে ভূগর্ভস্থ সুড়ঙ্গ আছে। এষ্ট সরোবর ভূগর্ভস্থ স্বাভাবিক জলস্রোত দ্বারা পুষ্ট হয় । এষ্ট সরোবরের উত্তরপূৰ্ব্ব কোণে একটি উচ্চ মঞ্চের উপর একটি গোলাকার জন্থ দেখিতে ইহার নাম “স্কারাব” । এই জন্তুই প্রাচীন মিশরের ধৰ্ম্মতত্ত্বে আদি জীব স্বৰ্য্যদেবের প্রভাবে এই জীব জগতের সকলপ্রকার জীবের সৃষ্টি করে । g আর একটি সরোবর ইহার পাশ্বে পশ্চিমদিকে ছিল । কচ্ছপের মত । o ,్న శుష్ర Koo. কাণকের একটি “পাইলন' বা গোপুরমূ । প্রস্তরফলক অথবা পুষ্পের বহিরাবরণের আকৃতি । তবে স্তস্তগাত্রে লিপি ও চিত্রসংখ্য। কিছু অল্প । এবং মন্দির উত্তরদক্ষিণে বিস্তৃত। কিন্তু য়্যামনমন্দির পূর্বপশ্চিমে বিস্তৃত । সৰ্ব্বপুরাতন অংশ অষ্টাদশ রাজবংশের আমেনহোপিস ফারাও কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল । এই অংশ দক্ষিণদিকে অবস্থিত। রোমায়েরা এই অংশকে গির্জায় পরিণত করিয়াছিল । উনবিংশ রাজবংশীয় রামসেস উত্তরদিকে মন্দিরকে