পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ) ঠিক হইয়া গিয়াছে । মোহিতবাবুর সহিত এই বিষয়ে দুই চারিটা কথা কহার পর উপরে যাইবার সময় অসীম অপরাজিতার প্রতি চাহিয়া বলিল “এস, তুমি এখন উপরে যাবে না ?” ● অপরাজিত বিস্মি তা হইল, কাবণ অন্ত কোন দিন ত অসীম যাওয়া ব সময় তাহীকে ডাকে না ! সিড়িতে উঠিতে উঠিতে অসীম কহিল-—“কাল হ’তে দু-ম-স আর দেখা হবে না। পরি, আমায় মাঝে মাঝে চিঠি লিখবে ত’ ?” এ কি কথা ! অসীম যেন আজ কেমন হইয়। গিয়াছে ! “পরি” বলিয়া সম্বোধন করা এই তাহার প্রথম ! অপর - জিতা কোন উত্তর দিল না । গৃহমধ্যে প্রবেশ করিবার পূৰ্ব্বে অসীম দ্বারদেশের অস্পষ্টীলোকে অপরাজিত৷র প্রতি চাহিয়া দেখিল—তাহার মুখ দেখিয়া বিশেষ কিছু বুঝিতে পারিল না ;-অপরাজিতা কি রাগ করিয়াছে ? —-ছিঃ –অকস্মাৎ অত পরিচিতের ন্যায় সস্তlষণ সে করিল কেন । তাহার পর আর কোন কথা হইল না । পরদিন নির্দিষ্ট সময়ে অসীম ষ্টেশনে গিয়াছিল । তথল রাত্রি ;– সেখানকার উত্তম্বুলালোকে অসীম গতরাত্রির কথাটার জন্য লজ্জিত হইয়া (ড়িল। মোহিতবাবু ও র্তাহার স্ত্রীর সহি তই সমস্তক্ষণটা কথাবাৰ্ত্ত কহিল ! অবশেযে গাড়ী ছাড়িলে অসীম যখন অপরাজি তার প্রতি তাকাইয়া নমস্কার জানাইল তখন দেখিল— বালিকা বিদেশগমনোৎসাহিতা; তাহার মুখে সহানুভূতির লেশমাত্রও নাই! ক্ষুঃমনে উদাসভাবে অসীম গুহে ফিরিয়৷ গেল । ૨ ওয়ালটেয়ারে তখন অনেকেই বায়ুপরিবর্তনের জন্য গমন করিয়াছে। মোহিতবাবুর পরিচিতের মধ্যে এক গগনবাবু ও র্তাহার পরিবারবর্গ সেখানে পূৰ্ব্বেই গমন করিয়াছিলেন । গগনবাবু মোহিতবাবুর আগমনের দিন ষ্টেশনে তাহাকে অভ্যর্থনা করিতে যান ও সেদিন তাহাদিগকে নিমন্ত্রণ করিয়া খাওয়ান । গগনবাবুর এক পুত্র ও এক কন্যা। র্তাহার কন্যার সহিত অপরাঞ্জি তার এক দিনেই সখীত্ব হইয়া গেল। পুত্র হিরন্ময় সেবার পরিচয় ২৯৭ হাঙ্গুণরিবাগ হইতে বি, এ পাশ করিয়াছে | * এম, এ আর পড়িবে না । হিরন্ময় বেশ চতুর যুবক । মোহিতবাবু ও র্তাহার স্ত্রী যখন গল্পপ্রসঙ্গে অসীম সুন্দরের কথা পাড়িলেন তখন অপরাজিতার ঈষৎ সতর্ক মুখস্তাব দেখিয়াই সে কিছু অনুভব করিয়া লইল । বিশেষতঃ অসীমু৫ গৈ ভাগরূপে চিনিত ; হাজারিবাগে উভয়ে সহপাঠী ছিল এবং একসঙ্গেই বি, এ পরীক্ষায় উত্তীর্ণ হয় । সহপাঠী হইলেও উভয়ের মধ্যে সখ্য ছিল না । হাজারিবাগে হিরণুয়ের একটা দগ ছিল । ইহার রীতিমত সাহেবিয়ানা করিয়া কাল কাটাইত। ইহার চোঙ্গা পায়জামা পরিধান করিত, মস্তকে ঢাকনা দিত, গলদেশে শক্ত বস্ত্রখণ্ড আঁটিয়া উন্মুখ হইত, ও সেই কঠিন বস্ত্রখণ্ডের উপরে রঙ্গিন বস্ত্র খণ্ডের গ্রস্থি বাধিত । তাহদের ক্লাবগৃহ ছিল । সেখানে সাহেবী ক্রীড়া-কৌতুকাদি হইত ও মাঝে মাঝে ভোজ ও হইত। ভোজের শেষে মাদক পানীয় সেবন একটা বিশেষ সভ্যতার মধ্যে। এটা যখন তাহার একটু করিয়া আরম্ভ করিল তখন আপনাদিগের উন্নত সংস্কারে তাহাদিগেব হৃদয় উৎফুল্ল হইয়। উঠিল । এই সকল বাবু-সাহেবদিগকে হোষ্টেলের সাহেব তত্ত্বাবধায়ক বিশেষ শ্রদ্ধা করিতেন । অসীম যেদিন এষ্ট উন্নতির প্রথম পরিচয় পাইয়া হিরন্ময়কে ও তাহার অন্তরঙ্গ বন্ধুকে সাবধান করিয়া দেয়, সেইদিন তাহার এই রীতি-বিরুদ্ধ অনধিকার-চর্চার জন্য উহারা অসীমের প্রতি ঘৃণা প্রকাশ করে ও সেইদিন হইতে শক্র তা শুরিস্ত হয় । পরে ক্রমশঃ পানের মাত্রা চড়িতে অরস্ত করিল। একদিন নেশার ঝেণকে উভয়ে অসিয়া সাহেবীধরণে অসীমকে গালি দিয়া পদাঘাত করে । অসীম পুরুষোচিত বলবীৰ্য্যশালী, শয়ন করিয়া ছিল, ক্রোধে উঠিয়া প্রহারের চোটে উভয়কে তুমিশায়ী করিয়া দিল । স্বপারিন্টেণ্ডেণ্ট সাহেবের রাগ হইল অসীমের উপর । কারণ শ্রদ্ধেয় হিরন্ময় অতি বিনীতভাবে বাছ ইংরেজীতে অসীমের অপরাধ সপ্রমাণ করিয়া দিল । ফলে অসীমের c*研i53び6ló B型 5f受iび卒 অর্থদণ্ড দিতে হইল !