পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব।--পোষ, ১৩২১ অসীম যে সাহেবের কাজীর বিচারে জরিমান দিয়াfছল একথা সে নিজেই মোহিতবাবুর বাড়ীতে সৰ্ব্বসমক্ষেই ইতিপূৰ্ব্বে গল্প করিয়াছিল, কিন্তু কেন তাঙ্গা প্রকাশ করে নাই । আজ ভগ্নী ও অপরাজি তার সহিত ভ্রমণে বাহির হইয়া, হিরন্ময় অসীমের শক্রত। সাধিল । সে কথায় কথায় অসীমের কথা পাড়িল ও তাখার পর রং ফলাইয়। অসীমের জরিমানার কথাটা এইরূপে গল্প করিল--বে, অসীম চিরকালই একটু একটু মদ খায় ; একবার সে মাতাল হইয়া আসিয়া হোষ্টেলের সকলকে গালি দেয় ও প্রহার করিতে উদ্যত হয় । কথাট। এতদিন চাপ ছিল, এইবার সাহেবের কানে উঠিল, তখন অনেক সাধ্য সাধনার পর, হিরন্ময়েরই একান্ত চেষ্টায় সামাষ্ঠ অর্থদণ্ড দিয়৷ নিদুতি পায় ! তখন সন্ধ্যা হয় হয়, অপরাজিত একটা বালুকগুপের উপর বসিয়। পড়িল । সেই উন্মুক্ত সাগরতীরে সান্ধ্যস্থধ্যের যে গোলাপী অত লাগিয়া তাহার মোহিণী শোভা পরিফুট করিতেছিল তাহা এখন বহুদুরাবস্থিত জলধররাশির পশ্চাতে থাকিয় তাহাদিগের বর্ণবৈচিএা ঘটাইতেছিল । সম্মুথে সমুদ্র জল হইতে সান্ধ্য অন্ধকার অগ্রসর হইতেছিল। অপরাজি তার মুখমণ্ডল বিবর্ণ, চক্ষু বহুদূরে সমুদ্রোপরি যেখানে দুইটি পক্ষী চক্রাকারে ঘুরিতেছিল, সেখাণে চাহিয়া আছে। তাহার সখী ভীত হইল, কহিল, “আজি অনেক বেড়ান হয়েছে, চল ফিরি।” . অপরাজিত উঠিল, তাহার মুখের বর্ণ ফিরিয়া আসিয়াছে, চক্ষু স্বাভাবিক হইয়াছে, কিন্তু সে সারা পথটায় কোন কথ। কহিল না । গুহে ফিরিয়া, সকলে মিলিয়। যেখানে চা পান করিতে করিতে আমোদ{লাপে রত ছিলেন সেদিকে ন চাহিয়, সে একেবারে পীয় কক্ষে চলিয়া গেল । زي দুইমাস কাটিয়। গিয়াছে । মোহিতবাবুর। কলিকাতায় প্রত্যাগমন করিয়াছেন ; সঙ্গে হিরণায়ও আসিয়াছে, কারণ সে এখন আইনবিদ্যাথা। অসীম সংবাদ পাইয়া প্রথম যেদিন দেখা করিতে [ ১৪শ ভাগ, ২য় খণ্ড আসে সেদিন অপরাজিতার সহিত সাক্ষাৎ হইল না । সে তখন হিরপুয়ের সহিত বায়স্কোপ দেখিতে গিয়াছিল। অসীম পরদিন আসিল ও পুনরায় ফিরিল । এমনই করিয়া দশ বার দিবস কাটিল—অপরাজি তার সাক্ষাৎ মিলিল না । হিরণুয়ের আগমনের বাৰ্ত্ত শুনিয়া অসীম সুখী হইল না। অবশেষে দেখা করিবার জন্স কৃতসংকল্প হইয়। অসীম সেদিন অনেকক্ষণ অপেক্ষা করিল। হিরন্ময় কি হাসির কথা কহিয়াছিল, উভয়ে হাস্য করিতে করিতে গৃহে প্রবেশ করিল। অসীম দেখিল— আনন্দ-উপভোগরত। বেশ মনের সুখেই আছে । অপরাজিত। তাহাকে লক্ষ্য না করিয়া উপরে উঠিয়া গেল । fক স্তু অসীমের মনে যে সন্দেহ হইয়াছে তাহার শেষ মীমাংসা না দেখিয়া সে আজি যাইবে না,-- তাই অপরা জি তার পশ্চাৎ পশ্চাৎ সেও উপরে উঠিয়া গেল। অসীম দেখিল অপরাজি ৩ একখানা আরাম-কেদারায় শুইয়। পড়িয়াছে। ঝেণকের মুপে গৃহে প্রবেশ করিয়া তাহার বড় লজ্জা বোধ হইল, তাবিল-এরূপভাবে আসাটা ভাল হয় নাই –কিন্তু তখন আর ফিরিবার উপায় ছিল না ! অপরাজি তার মুখের দিকে চাহিয়, সে আর পূর্বের ন্যায় পরিচিত ভাবে কথা কহিতে পারিল না ; বলিল –“ আজি দেখা না করে ফিরব না স্থির করেছিলাম।” অপরাজিতার বদন গম্ভীর ও ঘূণব্যঞ্জক ; উত্তর দিল না । অসীম আবার কহিল—“আমার সঙ্গে বাক্যালাপ ত্যাগ করা কি অভিপ্রায় করেছেন ?" অপরাজি তার ক্রোধ তখন মস্তকে পুঞ্জীভূত হইয়াছে। সে তীব্রভাবে কহিল—“কেন আপনি আমায় অপমান করতে এসেছেন ?" অসীম আর দাড়াইল না । ক্ষি প্রগতি একেবারে কোলাহলময় রাস্তায় নামিয়া আসিল । অপরাজিতা গিয়া জানলায় দাড়াইল। অসীম তখন ভিড় ঠেলিয়া হনহন করিয়া ছুটিয়া চলিতেছে। অসীম নিমিষে কোথায় অন্তহিত হইয়া গেল, অপরাজি তা কিন্তু বহুক্ষণ সেই জানালাতেই গুন্ধভাবে দাড়াইয়া রহিল । সে কোন