পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] অভ্যর্থনা করিয়া আনেন এবং উর প্রত্যবর্তনের সময়ে বাহিরে গিয়া আগাইয়া দ্যান । অতিথি যখন গৃহাভ্যন্তরে, ভূ৩া তখন বাড়ীর প্রবেশপথে অতিথির ক্যষ্ঠপাছ কার মুখ ঘুরাইয়া সাজtইয়। রাখে, যাহা৩ে প্রত্যবর্তনের সময় পাদুকা পরিতে র্তার কোনো অসুবিধা ন হয় । অতিথি যদি মানুষ-টান; গাড়ীতে . আসিয়া থাকেন তবে গাড়ী-টানা লোকটি জলযোগের ব্যবস্থা করিতে হয় । প্রাচীনকালে সামুরাই যখন কোনো বাড়ীতে যাইতেন, তখন দীর্ঘ তরবারিথাপি দ্বারদেশে তর বীর রাখিবfর নিদিষ্ট স্থানে রাপিয়া যাইতেন ; ছোট তরবারিখানি সঙ্গে থাকিত, বসিবার সময় বামদিকে রাপিয়া বসিতেন । বন্ধুর বাড়ী যাইবার সময় কিছু উপহার লইয়। যাওয়৷ কর্তব্য—সাধারণত কেক বা জাপানী পিষ্টক সুদৃশ্ব বাক্সে ভরিয়া লইয়t যাওয়া হয় । উপহারের ঐ রূপ মিষ্টান্ন-ভরা বাক্স দোকানে বিক্রথ হয় । আগন্তুক কক্ষে প্রবেশ করিবার সময় দ্বারদেশে বসিয়৷ পড়িবে, অনেক সাধ্য ঋধনার পর একটু একটু করিয়া কক্ষমধ্যে অগ্রসর হইবে--- ইহাই অtদ বক ধিন্দা. একেবারে সরাসর ঘরের মধ্যে চলিয়া যাওয়া ভদ্রতার পরিচায়ক নহে7 এই সংস্কারটি চীন হইতে আমদানী ; সেথানে অতিথিকে বিদায় দেওয়া । থা বারের বাটি ও কাঠি ধরিখtর কায়দা । যে সৰশর নীচে’ স্থ1নগ্ৰহণ করে সে ঈ স্থার্থ শুদ্ৰ । মাগন্তুক ঘরে প্রবেশ করিয়া ইতিপূৰ্ব্বে না আসিতে পারার জন্স ক্ষমা ভিক্ষা করিবে এবং কিছুদিন পুৰ্ব্বে রাস্তায় সে গৃহস্বামীকে অতিক্রম করিয়া থিয়ছিল ততদুগু ও ক্ষমা প্রার্থনা করবে। পরি বারের কুশ লওপ্রশ্নের পর অগস্তুক জাম৷র অস্তিনের মধ৷ ইহঁতে উপহারটি বtiহর: করিয় , fঠ৩ ভাবে বলিবে: উপহারটি নি ১ান্ত অকিঞ্চিৎ द्र. म%१ा : १श्श्वाभौ cम:ि গ্ৰহণ করিয়া তাঙ্গাকে কৃতাৰ্থ করিলেন কি ? ইতিমধ্যে গৃহস্বামী অতিথিকে চা, পিষ্টক ও ধূমপানের সরঞ্জাম আগাইয়া দিয়া কিছু দূরে কক্ষের সপবাপেক্ষা অপ্রকাশ স্থানে গিয়া বসেন । অতিথির বসিবার জন্য কক্ষের সৰ্ব্বোভম স্থানটি নির্দিষ্ট হয়।