পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ (খ ) নওয়ারার ব্যাপার অত্যন্ত বিশৃঙ্খল হইয়াছে। যদিও নৌকাগুলি, সজ্জিত করিবার জন্ত বশরৎ খাকে নিযুক্ত করা হইয়াছে, তথাপি কাজটি সম্পন্ন হয় নাই । ( গ ), তোপখানার যে-সকল কৰ্ম্মচারী নানা থানায় নিযুক্ত আছে তাহার. পূর্বের (বাকী ) বেতনের জন্য বড়ই ক্ৰন্দন করিতেছে যদিও উহাদের বেতুন দিবার জন্য আপনার প্রতি বাদশাহ অজ্ঞ। দিয়াছেন, তথাপি এ পর্য্যন্ত তদন্ত্রযায়ী কাৰ্য্য হয় নাই । অতএব বাদশাহ আপনাকে নিম্নলিখিত কথাগুলি লিখিতে বলিলেন—“ন্যায়পরায়ণ বাদশাহের মনোবাছা যে র্তাহার রাজ্য আবাদ হউক, দুর্বল প্রবলের হাত হইতে রক্ষা প্রাপ্ত হউক, একজনের প্রতিও অত্যচার বা অকুরাগ ( ? পক্ষপাত ) দেখান না হউক । আপনি ঈশ্বরকে সৰ্ব্বদা উপস্থিত জানিয়া মহালগুলির আবাসরুদ্ধি এবং প্রজাদের আরাম সৰ্ব্বদা নিজের দৃষ্টির লক্ষ্যস্বরূপ করিয়া, যেরূপ কাৰ্য্য প্রজাদের অনিষ্টের কারণ হয় তাহা হইতে নিবৃত্ত থাকিবেন,—কারণ রাজস্ব-বৃদ্ধি প্রজাদের হাতেই। নৌ-বলের কাজকর্মের বিশৃঙ্খলা সংশোধন এবং তোপখানার কৰ্ম্মচারীদের প্রাপ্য বেতন প্রদান সম্বন্ধে অত্যন্ত চেষ্টা করিবেন। জানিবেন যে এই-সব বিষয়ে বাদশাহ অতান্ত তাকিদ করিতেছেন।” [ টীক। ‘বাহির হইতে’-- প্রত্যেক প্রদেশে নিযুক্ত সরকারী সংবাদদাত ( ওয়াকেয়া-নবিস অথবা সওয়ানেই নিগার ) ভিন্ন অপর কোন লোকের পত্রে। “অত্যাচার’ —মুশীদ কুলীৰ্থ যে রাজস্ব আদায় করিতে বড় কড়াকড়ি করিতেন, তাহা ষ্ট য়ার্টের ইতিহাসে ( Section VI) বিশদরূপে বর্ণিত আছে ; ইয়ার্ট সিয়ার-উলু-মুতাখখরীন ও রিয়াজ-উস-সালাতীন অনুসরণ করিয়াছেন । নওয়ার।— বাঙ্গলায় যে-সকল সরকারী নেীক। যুদ্ধ ও অন্যান্য কার্য্যের জন্য রাখা হইত, তাহার সমষ্টি । ১৬৬৪ খৃষ্টাব্দে ইহার ব্যয়ের জষ্ঠ বার্ষিক ১৪ লক্ষ টাকার জমী নির্দিষ্ট ও নৌকার সংখ্যা তিনশত ছিল। আমার //istorica/ Essays, p. 120, দেখুন। | প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড ( २ ) বাদশাহের আজ্ঞা অনুসারে লিখিত হইতেছে যে— এখন বিহার প্রদেশের দেওয়ামের পদও অগপ নাকে অর্পণ করা হইয়াছে, সুতরাং আপনি স্বয়ং উড়িষ্য। যান ইহা ভাল নহে । তুর্থায় এক প্রতিনিধি (নীয়েব) রাখিয়া জাহাঙ্গীর-নগর [ ফিরিয়৷ ] আসিবেন, কারণ যুবরাজ { আজীমূ-উশ-শান । কুমার [ ফরোধ সিয়কে ঢাকায় ] রাখিয়া নিজে পাটনা চলিয়া গিয়াছেন। আপনার অনেক কাৰ্য্য, সুতরাং যথা হইতে সব স্থানের তত্ত্বাবধান করিতে পারেন এরূপ কেন্দ্রস্থানে আপনার বাস করা উত্তম । সৰ্ব্বত্র কার্য্যাভিজ্ঞ এবং বিশ্বাসী প্রতিনিধি রাখিয়া বাদশাহের আজ্ঞানুসারে নিশ্চয়ই জাহঙ্গীরনগর যাইবেন । আরও, বাদশাহ হুকুম করিতে ছেন যে— উড়িয্যা পৃথক প্রদেশ ( সুবা ), এক কোণে স্থিত । সৰ্ব্বদাই ইহার পৃথক শাসনকৰ্ত্ত থাকিত, এবং আপনার কার্য্যস্থলের (= বাঙ্গলার ) সঙ্গে ইহার কোন সম্বন্ধ ছিল না । এই প্রদেশের অবস্থা লিখিয়া জানাইবেন । । [ জাহাঙ্গীরনগর - ঢাকা ] い ひ) ইতিপূৰ্ব্বে আপনার উকীলের উক্তি হইতে বাদশাহ [ বাঙ্গলা প্রদেশের সরকারী- ] সংবাদলেখকগণের অবস্থা জানিতে পারিয়াছেন ; এখন আপনার পত্রেও সেই বিযয় অবগত হইলেন । সলীমূ-উল্লা ও মুহম্মদ খলীলকে নিজ নিজ পদ হইতে সরাইবার জন্ত হুকুম দেওয়া গেল, এবং এই হুকুম ইয়ার আলী বেগকে জানান হইল । আপনার [ অধীনস্থ ] আমীনী ও ফৌজদায়ী সংশ্রবে সংবাদলেখক নিযুক্ত করিবার জন্য যে প্রার্থনা করিয়াছেন, বাদশাহ তাহ মঞ্জুর করিলেন। আপনি লিখিয়াছেন—“আমার কাৰ্য্যের অংশীগণ এবং অস্তান্ত স্বার্থপর লোকেরা স্পষ্টই বলিতেছে, ‘বাহ। লিখিতে হয় তাহ { বাদশাহকে ] লিখিব। এবং এই সংবাদ প্রকাশ হওয়ায় জমীদারগণ রাজস্ব প্রদান করিতে দেরি করিতেছে । বাদশাহ ইহার প্রতিকণর স্থির করিয়া