পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ বুঝাইতে পারিলে সস্থলেখা সফল হয়। আকাশ-কাহিনীতে পাজির BBB B SBBB BBS ggg BB BBB BBS BBBB ওখানে যেমন প্রসঙ্গ পড়িয়াছে তেমন পাঞ্জির পাতা উলটান হইয়াছে। পাজি সম্বন্ধে এক অধ্যায় লিপিলে ভাল হইত। পুস্তকথানির তৃতীয় গুণ, অধিকাংশ স্তলে বাখ্যা প্রাঞ্জল হইয়াছে । যেখানে হয় নাই, সেখানে গ্রন্থকারের চেষ্টার ত্রুটি মনে হয় না ; মনে হয় বাঙ্গাল বলা ও লেপীর গনভ্যাসে ভাষা কুটিল হইয়া পড়িয়াছে। যেমন, ও পুষ্ঠায়, “পুথিবীর মেরুরেখ!-সকল পরপর সমস্তের , কিন্তু তাহারা সম্পূর্ণভাবে সমান্তর নাই । মেরুরেখাগুলি সীমান্ত পরিমাণ কোণ ; উৎপন্ন করে।” ইতাদি । মিনি বাপারটা না জানেন, তিনি এই ব্যাখ্য' বুঝিতে পরিবেন না। আমি পুস্তকপানির খাদ্যোপান্ত পড়িবার অবসর পাই নাই। দুই বৎসরের মধ্যে বাঙ্গালা ভাষায় জ্যোতিৰ্ব্বিদ্যার তিনখানা পুস্তক প্রকাশিত হইল, ইহাতে আননিদত হইয়াছিলাম । কিন্তু বাঙ্গাগা বলিয়া কিংবা প্রথম-শিক্ষাগার পুস্তক বলিয়। সমালোচনায় আদর্শ হইতে স্থলিত হইতে পারি না । ‘নাই মামার চেয়ে কান-মামা ভাল" কি মৰ্ম্ম, সে তর্কে পয়োজন নাই । ইয়ুরোপের বিজ্ঞান BBBB BBBSBB BBB CBSB BB BB S BB gDS BB BB BSBBSBBB BK BB g gDS KK0S KB KBBB g স্পষ্টাৰ্থ না শুইলে বিজ্ঞান হু বিজ্ঞান ভ ষ্টয পড়ে। এই হেতু পুস্তক তিনখানির ভাষা একটু অধিক বিচার করিতে হইয়াছে। " শ্ৰীযোগেশচন্দ্র রায় । বেতালের বৈঠক এই বিভাগে আমরা প্রত্যেক মাসে ક્રમ মুদ্রিত করিব : প্রবাসীর সকল পাঠকপাঠিকাঙ্গ অনুগ্রহ কfরয়। সেই প্রশ্নের উত্তর লিখিয়া পাঠাইবেন । সে যত বা উত্তরটি সৰ্ব্বাপেক্ষী অধিকBBB BB ggSBBB BBBS BBBB BBSK BBBS BBSB উত্তর সশ্বন্ধে আন্তত দুইটি মত এক না হইলে তাহ প্রকাশ করা যাইবে না। বিশেষজ্ঞের মত বা উত্তর পাইল ৩াখা সম্পূর্ণ ও স্বতন্ত্রভাবে প্রকাশিত হইবে । পাঠকপাঠিকাগণও প্রশ্ন পাঠাইতে পরিবেল ; উপযুক্ত বিবেচিত হইলে তাহা আমরা প্রকাশ করিব এবং যথানিয়মে তাহtর উত্তরও প্রকাশিত হইবে । ই গম্বারা পাঠকপাঠিক।দিগের মধ্যে চি স্থা উদ্বোধিত এবং জিজ্ঞাসা বৰ্দ্ধিত হইবে বলিয়া আশা করি । যে মাসে প্রশ্ন প্রকাশিত হইবে সেই মাসের BB BBBB BB BBB KBEB KJJ BBBS BBBBSBBB পর যে-সকল উত্তর আসিবে, তাহী বিবেচিত হইবে না । —প্রবাসীর সম্পাদক । ] এখানে একটু অভিযােগ করিতে হইতেছে । “আমাদের BSBB g SKSBBS BB KBYBB KBBB BBB BBS BBBB কিছু কিছু লইয়। নিজ নিজ পুস্তকে নিদিষ্ট করিয়াছেন। পঞ্জিক কল্প হইতে মাসিক পত্রের প্রবন্ধ-কার সুবিধা পাইলে কেহ ছাড়েন নাই । প্রায় সকলেই কিন্তু মূলগ্রন্থের নামোল্লেখ করিতে ভুলিয়া গিয়াছেন । এদেশে ইংরেজী বহি প্রায় লা-ওয়ারিশ মাল । কিন্তু বাঙ্গালী বহি তৎতুল্য জ্ঞান করা চলে কি ? প্রবাসী—পৌষ, ১৩২১ [ ১৪শ ভাগ, ২য় খণ্ড গতবারে আমরা বাংলাভাষার শত শ্রেষ্ঠ পুস্তকের নাম চাহিয়াছিলাম । তদুত্তরে আমরা খুব বেশী লোকের সাড়া পাই নাই। র্যাহীদের মত পাইয়াছি তাহীদের অধিকাংশের মতে নিম্নলিপিত পুস্তকগুলি শ্রেষ্ঠ বলিয়া নির্বাচিত হইয়াছে। কতকগুলি বই একই সংখ্যক ভোট পাওয়াতে তাহাদিগকে সমশ্রেণীর বলিয়া গণ্য করিতে হইয়াছে, এবং তাহাতে নিৰ্ব্বাচিত পুস্তকের সংখ্যা হইয়াছে ১০২ । কতকগুলি উৎকৃষ্ট পুস্তক দুই এক ংখ্যা ভোটের জন্য তালিকাভুক্ত হইতে পারে নাই ; তাহাদের নামও পরিশিষ্ট্ররূপে সন্নিবেশিত করিলাম । কয়েকজন ভদ্রলোক একবার একপ্রকার তালিকায় স্বাক্ষর করিয়া পাঠাইয়া, পুনরায় অপরবিধ তালিকা প্রস্তুত করিয়া পাঠাইয়াছিলেন ; অথচ দ্বিতীয় তালিকায় প্রথম তালিকা বাতিল ও নাকচ হইল বলিয়া আমাদিগকে জানান নাই । এই দ্বৈধ ধরা না পড়িলে নিৰ্ব্বাচন অন্তবিধ হইয়া যাইত । র্যাহারা জানিয়া বুঝিয় নিজের হাতে সই করিয়া দুবার ভোট দিয়াছিলেন, তাহাদের কোনো বারেরই ভোট আমরা গণ্য করি নাই ; প্রথম বারের ভোট গণ্য করিলে পরিশিষ্টে প্রদত্ত পুস্তকের কয়েকখানি নিৰ্বাচিত তালিকায় আসিত এবং নিৰ্ব্বাচিত পুস্তকের কয়েকখানি পরিশিষ্টে যাইত। সুতরাং পরিশিষ্টটিরও মূল্য আছে স্বীকার করিতে হইবে । বাংলা ভাষার হাজার হাজার গ্রস্থের মধ্যে যে অল্প কয়েকখানি পুস্তক অন্তত দুটি লোকের মতেও উল্লেখযোগ্য বিবেচিত হইয়াছে তাহীদের নামোল্লেখ করিতে পারিশে উওম হইত ; কিন্তু স্থানাভাবে বিরত থাকিতে হইল । যতগুলি লোকে মত পাঠাইয়াছিলেন র্তাহীদের মধ্যে একজন ছাড়া আর সকলেই মেঘনাদবধ কাব্যের উল্লেখ করিয়াছেন ; ইহাতে সৰ্ব্বাপেক্ষা অধিকসংখ্যক ভোট পাইয়াছে মেঘনাদবধ কাব্য । কয়েকখানি পুস্তক সম্পূর্ণ মৌলিক বা শ্রেষ্ঠ সাহিত্য না হইলেও লেখকের লোকপ্রিয়তার জন্ত বা বিষয়ের গুরুত্বের খাতিরে ভোট পাইয়া তরিয়া গিয়াছে ; তাহাদের বেলা ভোটদাতার রচনার পারিপাট্য ও উৎকর্ষের প্রতি লক্ষ্য রাখিতে পারেন নাই। আমাদের