পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ー、ヘヘ_ヘヘヘヘヘヘヘヘ・ヘ・ 〜い・・・・・・・・・・・・・・ァゞ・ সাহিত্যের সকল বিভাগেই উৎক্লষ্ট পুস্তক না থাকাতে প্রত্যেক বিভাগের প্রতিনিধিস্বরূপ পুস্তকের নাম করিতে গিয়া অনেক নিতান্ত সাধারণ ও বিশেষত্ববজ্জিত পুস্তকও নিৰ্ব্বাচিত হইয়াছে। বাস্তবিক একটি তালিকা প্রস্তুত করিতে গেলেই দেখা যায়, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ললিতকলা, নানা দেশের সাহিত্যের ইতিহাস ও সমালোচনা রাষ্ট্রনীতি, জীবনচরিত-প্রভূতি বিষয়ে বঙ্গসাহিত্য কিরূপ দরিদ্র ৷ বলেন্দ্রনাথের গ্রন্থাবলী ও সতীশচন্দ্রের গ্রন্থাবলী বঙ্গভাষার দুখানি মহাই রত্ন ; কিন্তু দেখা গেল তাহারা অতি অল্প লোকেরই পরিচিত ; সুতরাং উহাদের উল্লেখ এখানে বিশেষ ভাবে করা আiবস্তক মনে করিতেছি । কাব্যবিভাগে মোট নির্বাচিত পুস্তক ২৮ খানি । তাহার মধ্যে শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ৮ খানি, নবীনচন্দ্র সেনের ২ ধানি, দ্বিজেন্দ্রলাল রায়ের ২ খানি ; বাকি এক এক লেখকের একএকখানি । উপন্যাসবিভাগে মোট ২১খানি নিৰ্ব্বাচিত পুস্তকের মধ্যে বঙ্কিমচন্দ্রের ৭ খানি, রবীন্দ্রনাথের ৫ খানি, প্রভাতকুমারের ২ খনি, রমেশচন্দ্র দত্তের ২ খানি ; অপরাপর লেখকের এক একখানি । নাটকবিভাগে ১০ খানি নিৰ্ব্বাচিত পুস্তকের মধ্যে রবীন্দ্রনাথের ৫ খানি, গিরিশচন্দ্র ঘোষের ২ খানি, দ্বিজেন্দ্রলাল রায়ের ২ খনি, দীনবন্ধু মিত্রের ১ খানি । প্রবন্ধ ও সমালোচনা-বিভাগে ১৬ - খানি নির্বাচিত পুস্তকের মধ্যে রবীন্দ্রনাথের ৬ খানি, ভূদেব মুখোপাধ্যায়ের ২ খানি, বঙ্কিমচন্দ্রের ২ থানি ; অপরাপর লেখকের এক একখানি । ধৰ্ম্মকথা-বিভাগে ৭ থানি পুস্তকের মধ্যে ২ খানি রবীন্দ্রনাথের ; অপরাপর লেখকের এক একখানি । ভ্রমণ, জীবনচরিত, ইতিহাস, ভাষাতত্ত্ব ও কোয, এবং বিবিধ বিভাগে একই লেখকের একাধিক পুস্তক নাই । ১০২ খানি নিৰ্ব্বাচিত পুস্তকের মধ্যে রবীন্দ্রনাথের পুস্তকের সংখ্যাই সৰ্ব্বাপেক্ষ অধিক, ২৯ খানি ; ইতিহাস এবং ভাষাতত্ত্ব ও কোষ-বিতাগ ছাড়া অপর সকল বেতালের বৈঠক 繪 ○と○ বিভাগেই রবীন্দ্রনাথের পুস্তক আছে ; সুহিত্যের এই দুই বিভাগেও “ভারতবর্ষের ইতিহাসের ধারা” ও “শব্দতত্ত্ব” সম্পূর্ণ নূতন দিক নির্দেশ করিয়াছে । তাহার পরই বঙ্কিমচন্দের নির্বাচিত পুপ্ত কসংখIা—১ , ; তৎপরে দ্বিজেন্দ্রলাল রায়ের নির্বাচিত পুস্তকসংখ্যা –৪ । তৎপরে ২ খানি করিয়া পুস্তক নিৰ্ব্বাচিত হইয়াছে যাহাঁদের ঠাহীদের নাম—নবীনচন্দ্র সেন, শ্রী প্রভাতকুমার মুখোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, শ্রীশিবনাথ শাস্বী, গিরিশচন্দ্র ঘোষ, ভূদেব মুখোপাধার, ঐ অবনীন্দ্রনাথ ঠাকুর অক্ষয়কুমার দত্ত, বিবেকানন্দ স্বামী, শ্ৰী অক্ষয়কুমার মৈত্রেয় এবং বলিলে বলিতে পারা যায় শ্রীলিপিলনাথ রায় । নির্বাচিত শ্রেষ্ঠ পুস্তকাবলী কাব্য ১ । মেঘনাদবধ—মাইকেল মধুসূদন দত্ত । গীতাঞ্জলি— শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর । [...". & II ||- 3"|| মহাভারত— কাশীরাম দাস এ. . ৬ । সোনার তরী—শ রবীন্দ্রনাথ ঠাকুর । ৭ । বুত্রসংহার— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় । ৮ । অশোকগুচ্ছ—শ্ৰীদেবেঙ্গনাথ সেন । |નારનૌ–5હોદ્દામ । পলাশীর যুদ্ধ-নবীনচন্দ্র সেন । আলো ও ছায়। — শুমতী কামিনী রায়। R { |মানসী—ঐ বান্দ্রনাথ ঠাকুর। কুরুক্ষেত্র—নবীনচন্দ্র সেন । |খেয়া—ীরবীন্দ্রনাথ ঠাকুর । 2 × . >8 | (স্বপ্নপ্রয়াণ-শ্ৰীদ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ১৬ । কথা ও কাহিনী— শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর । নৈবেদ্য --শ্ৰীপ্রবীন্দ্রনাথ ঠাকুর। হাসিব গান--দ্বিজেন্দ্র লাল রায় । ' ' বাণী-রজনীকান্ত-সেন। চৈতন্যচরিতামৃত—কৃষ্ণদাস কবিরাজ । ২১ । মন্দ্ৰ—দ্বিজেন্দ্রলাল রায় ।