পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] کارا تر ر. معر ۳۹ بر ی-ر-مری-ص উন্নতি হইতে পারে । সভ্যজাতির নিজেদের দেশের বাণিজ্যের উন্নতির জন্য আর সব দেশে নিজেদের কনসলু বা বাণিজ্যদুত নিযুক্ত করিয়া রাখে । এইরূপ ব্রিটিশ বাণিজ,দূত নানাদেশে আছে। ব্রিটিশ ৰাণিজ্য সম্বন্ধেই তাহাদের এত কাজ যে তাহীদের দ্বারা বর্যের কৃাজ হইতে পারে না। এইজন্য হয় প্রত্যেক দেশে ব্রিটিশ দূতের অধীনে ভারতবর্ষীয় কৰ্ম্মচারীদের দ্বার। চালিত একএকটি ভারতীয় বিভাগ খুলা আবশুক, নতুব। ভারত মাননীয শীঘুক্ত মনমোহনদাস রামজী । স্বতন্ত্র ভারতীয় বাণিজ্যদুত নিযুক্ত কর। কৰ্ত্তব্য । এই ভারতীয় বাণিজ্যদুত বা বাণিজ্যিক বিভাগের কাজ হইবে, বিদেশীদিগকে বলা যে ভারতবর্ষের কি কি কাচামাল ও শিল্পদ্রব্য তাহার। কিনিলে তাহীদের স্ববিধ হইবে, এবং ভারতবষে ঐ বিদেশীদের কি কি কাচামাল ও শিল্পদ্রব্যের কাটুতি হইতে পারে, এবং অন্যদিকে ভারতবাসীদিগকে জানান ষে তাহার। ঐ বিদেশীদিগকে কি কি কাচামাল ও শিল্পদ্রব্য বেচিয়া লাভবান হইতে পারে, ও বিবিধ প্রসঙ্গ—সমাজসংস্কার সমিতি סאףס\ তাহাদের নিকট হইতে কি কি জিনিষ আমুদান করিলে ব্যবসার সুবিধা হইতে পারে। - শিল্পসমিতির কার্য্যসম্বন্ধে তিনি বলেন যে উহা বৎসরে একবার অধিবেশন করিয়াই সন্তুষ্ট থাকিলে চলিবে না। .প্রদেশে প্রদেশে জেলায় জেলায় উহার কমিটি ও আফিস করিয়া তাহা হইতে দেশে, শিল্পসম্বন্ধে কাজে লাগান যায়, এরূপ জ্ঞান বিস্তার করা কর্তব্য, এবং শিল্পসম্বন্ধে সমুদয় প্রশ্নের উত্তর দিবার ব্যবস্থা করা উচিত। এই কাজ সমস্ত বৎসর ধরিয়া হু ওয়া চাই । ভারতবর্ষের অর্থনৈতিক আদর্শসম্বন্ধে তিনি বলেন, যে, ভারতবর্ষের এ বিষয়ে স্বাতন্ত্র্য থাকা উচিত । রাজস্ব ও বাণিজ্যিক সমুদয় ব্যাপারে আগে বিলাতবাসীদের সুবিধা করিয়া তাহার পর ভারতবর্ষের কথা ভাবিলে চলিবে না। ভারতবর্ষকে নিজেই নিজের রাজস্বনীতি, বাণিজ্যনীতি ও অর্থনীতি স্থির করিবার ক্ষমতা দেওয়া চাই । মহীশূরের যুবরাজ । সমাজসংস্কার সমিতি যেমন রীতি আছে, তদনুসারে মান্দ্রাজে সমাজসংস্কার সমিতিরও অধিবেশন হইয়াছিল। মহীশূরের যুবরাজ