পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা | লীখার জামাতা এবং বাঙ্গলার নবাব-পদে তাহার উত্তরাধিকারী । ] @ [ \ } আপনি [ বাদশাহের সভাস্থ ] আপনার উকীলকে যে চঠি লিখিয়াছেন তাহার সংক্ষেপ বাদশাহকে দেখান গেল এবং তিনি সব বিষয়ের মৰ্ম্ম অবগত হইলেন। এই পত্রে আপনি লিথিয়াছেন— * “ (ক) আমি উড়িষ্য। যাইবার সময় সৈন্তবিভাগের তনুখ ও মুবার অন্যান্ত খরচ নিৰ্ব্বাহ করিবার জন্য যে-সব মহাল কৰ্ম্মচারীদের হাতে সমপণ করিয়া যাই, তাহা তাহারা নিজে দখল করিয়া লইয়াছে, এবং শাসনকার্য্য ছিন্নভিন্ন করিয়া দিয়াছে । ( থ ) আমি [ বাদশাহকে অথবা যুবরাজকে ? ] গনাইতেছি যে বাঙ্গলাদেশে [ বাদশাহ ] সৈন্ত উপস্থিত নাই, কৰ্ম্মচারীগণ ইচ্ছা করিতেছে যে সকলের বাকী বেতন শোধের জন্য তন্‌খ করা টাকা নিজে গ্রাস করিয়া একটা বিপ্লব ঘটায় । (গ) যদি আমি উড়িষ। প্রদেশ ও আমার ফৌজদারীর অন্যান্ত মহালের শাসন বহাল রাথিয়া, বাকী ( রাজস্বের ) টাকা ওমুল করিতে পারি, তাহাই যথেষ্ট । আমি সমস্ত [ বঙ্গ-বিহার ] প্রদেশের কার্য্য কিরূপে সম্পাদন করিতে পারিব ? বাদশাহ এ বিষয়ে উপায় নির্দেশ করিবেন। ( ঘ ) আমাকে সৰ্ব্বদা দেখিতে হয় যে যেখানে ধাহ! কিছু ঘটে আমনি নিন্দুকেরা যেন ন; লিখিতে পারে যে মুশীদ কুলীৰ্থ [ সৈনিকদিগের বাকী ] বেতনের তলখা দিতে আপত্তি করিয়াছে বলিয়া গোলমাল হইয়াছে। ( ওঁ ) শ্রীহট্টের জমীদারের গোমস্ত জানাইয়াছে যে-কাৰ্বতলব খ। নিজের পদচ্যুতির সংবাদ না পাইতেই শাসনকাৰ্য্য ছাড়িয়া দিয়াছে। ঐ খ৷ শ্ৰীহট্টের এলাকায় বে থান স্থাপন করিয়াছিল তাহ জয়ন্তীয়ার জমীদার ভাঙ্গিয়া দিয়াছে, শ্ৰীহট্টের গ্রাম লুট করিয়াছে, বাদশাহী নওয়ার হস্তগত করিয়াছে, এবং খার নিকট re দুইটা ঘোড়া, পালুকী ও ছয়হাজার টাকা লইয়৷ মুর্শীদ কুলীধার অভু্যদয় ২৯ তাহার সহিত সন্ধি করিয়াছে, এবং তৎপরে নিজদেশে ফিরিয়া গিয়াছে। শ্রীহট্টের নিকট একদল সৈন্য রাখা হইয়াছে। নবনিযুক্ত ফৌজদার ইউসুফবেগ খ নিজের পুত্রকে নায়েব স্বরূপ [ শ্রীহট্টে ] প্রেরণ করিয়া নিজে জাহাঙ্গীরনগরে অাছে।” মাসিক [ বেতন ] ও অন্যান বিষয় সম্বন্ধে আপনার উত্তর পৌছিল। * মুশীদ কুলীপ। মন্ত্রীবর যখন ( ঈশ্বর ধন্য হউন! ) বাদশাহের অনুগ্রহের পাত্র, তথন স্থিরমনে রাজকাৰ্য্য করিতে থাকিবেন, প্রজাদিগকে যত্বের সহিত বৰ্দ্ধিত করাইবেন, বেতনভোগী কৰ্ম্মচারীদিগের প্রাপ্য বাকী বেতনের তন্‌থা fদতে আপত্তি করিবেন না, এবং অনবরত খাজান। পাঠাইতে থাকিবেন, [ ইহাই বাদশাহের আজ্ঞ । ] [ টকা ! কাৰ্বতলব খ-শ্ৰীযুক্ত অচ্যুতচরণ চৌধুরীর “শ্ৰীহট্টের ইতিবৃত্তের” পূৰ্ব্বাংশের ২ ভাগ ২ খণ্ড, ৬৮ পৃষ্ঠায় এই ফৌজদারের নাম কারগুজার খ। বলা হইয়াছে। জয়ন্তীয়ার জমাদার-রাজা য়ামসিংহ (রাজত্ব ১৬৯৪-১৭০৮ ) হইবেন । ( উক্তগ্রন্থ ২ ভাগ ৪ খণ্ড, ১৪ পৃঃ ) ]