পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য। ] বোরে বুদোর gー益が空ー ・・。 বোরে বুদর মন্দিরের প্রাচীরগারে উৎকীর্ণ তোলা ছবি বুদ্ধদেবের জীবনকাহিনী । শামুক্ত শ্ৰীকালী ঘোধ মহাশয়ের সংখৃসত ফটোগ্রাফ ইহঁতে । ভাগ অপরূপ গম্বুজে আচ্ছাদিত এবং অভ্যগুরে একএকটি বৃহৎ বুদ্ধমূৰ্ত্তি প্রতিষ্ঠিত। এক-একটি কোলঙ্গার মধ্যে একএকটি বুদ্ধমূৰ্ত্তি স্থাপনের রীতি বুদ্ধগয়ার মন্দির দেখিলে অনেকটা বুঝিতে পাব৷ যায়। প্রতি দুই কেলিঙ্গার মধ্যবৰ্ত্তী স্থানগুলিতে উপবিষ্ট-বুদ্ধমূৰ্ত্তি ও অন্যান্স বহুবিধ গৃহগাত্ৰশোভন চিত্রাদি উৎকীর্ণ অাছে । নিম্নতলস্থ প্রতিমাধার কোলঙ্গাগুলির তলদেশে একটি প্রকাণ্ড তোলা-ভাবে-উৎকীর্ণ চিএবীfথকা সমগ্র মন্দির বেষ্টন করিয়া রহিয়াছে । ইহাতে বুদ্ধের জীবনের বহু ঘটনা ও ধৰ্ম্মসম্বন্ধীয় বহু চিত্র উৎকীর্ণ হইয়াছে । মন্দিরের ভিতরদিকেও প্রাচীর গাত্রগুলি জলমৃদ্ধ, স্থলযুদ্ধ, শোভাযাত্রা, ও বথধাবন প্রভৃতি অসংখ্য চিএে ভূষিত । জগতের কোন মন্দির কি সৌধ এবিষয়ে ইহার প্রতিদ্বন্দ্বী হইতে পারে না । কেবলমাত্র বড় চিত্রই দুই হাজারের অধিক আছে। অধিকাংশগুলিরই পরিকল্পনা যেরূপ শক্তির পরিচায়ক ক্ষোদনকার্য্যও সেইরূপ নিপুণ তার পরিচায়ক । উপরকার সমচতুষ্কোণ অলিদের মধ্যে আবার তিনটি গোলাকৃতি অলিন্দ আছে ; বাহিরেরটিতে বত্রিশটি, তাহার পরেরটিতে চব্বিশটি এবং উপরেরটিতে ষোলটি ছোট ছোট ঘণ্টাকুতি মন্দির আছে । ইতাদের ছাদের উপরকার জালির ভিতর দিয়া অভ্যস্তরস্থিত উপবিষ্ট বুদ্ধমূৰ্ত্তিগুলি দেখিতে পাওয়া যায় । সমগ্র মন্দিরটির উপরে একটি অৰ্দ্ধবৃত্তাকৃতি গম্বুজ, ইহাই મનિઃસ્ત્ર প্রধান এবং বোধ হয় প্রাচীনতম অঙ্গ । ইহা দশ ফুট গভীর একটি শূন্ত মগ্রপ্রকোষ্ঠ ; যে মুগাপন গৌদ্ধ স্মৃতিচিহ্ন রাখবার জন্য এই অপূৰ্ব্ব শ্মশালা মন্দির প্রতিষ্ঠিত হইয়াছিল